1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফেরত পাঠানো আফগান তরুণ আবার জার্মানিতে!

১১ জানুয়ারি ২০১৯

অভিবাসন চেয়ে ব্যর্থ হওয়া আফগান তরুণকে আফগানিস্তানে ফেরত পাঠিয়েছিল জার্মানি৷ তাঁকে আবার জার্মানিতে পাঠিয়ে দিয়েছে আফগানিস্তান৷

ছবি: picture alliance/dpa/B. Roessler

তরুণটির নাম মোর্তজা৷ বয়স ২৩ বছর৷ জার্মান কর্তৃপক্ষ ফেরত পাঠালেও তাঁকে প্রবেশই করতে দেয়নি আফগান প্রশাসন৷

আফগান প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, জার্মানির সঙ্গে চুক্তি অনুযায়ী এই যুবককে ফেরত পাঠানো হয়েছে৷ তারা আরো দাবি করেছে যে, মোর্তোজা মানসিকভাবে অসুস্থ৷

জার্মানির দৈনিক ‘বিল্ড’-এর এক প্রতিবেদনে মোর্তোজাকে ফিরিয়ে দেওয়ার সংবাদ প্রকাশ করা হয়৷ সেখানে উল্লেখ করা হয়, আফগান ও জার্মান সরকার দাবি করছে  এই তরুণের অপরাধমূলক কর্মকাণ্ডের অতীত রেকর্ড আছে৷  

বিল্ডে প্রকাশিত সংবাদে মোর্তজার ২০টি অপরাধের তালিকা দেওয়া হয়েছে৷ তিনি এ কারণে জার্মানিতে কারাদণ্ডও ভোগ করেছেন৷ উল্লেখ্য, ২০১০ সাল থেকে মোর্তজা জার্মানিতে আছেন এবং আশ্রয় প্রার্থনা করে যাচ্ছেন৷

মোর্তজার আইনজীবী মুর্তজা রসুলি জানিয়েছেন, এই মুহূর্তে মোর্তজা মিউনিখের একটি বিশেষ কারাগারে আছে৷ তিনি  আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রণালয় ও শরণার্থী ও অভিবাসন বিষয়্ক মন্ত্রণালয়ের বরাত দিয়ে নিশ্চিত করেন যে, অপরাধমূলক রেকর্ডের জের ধরে তাকে ফেরত পাঠানো হয়নি৷ তাকে পাঠানো হয়েছে মানসিক অসুস্থতার কারণে৷ দুই দেশের উচ্চ পর্যায়ের বৈঠকে সিদ্ধান্ত নিয়ে তাকে ফেরত পাঠানো হয়, কারণ, এই মুহূর্তে এই তরুণের যে চিকিৎসা প্রয়োজন তা আফগানিস্তানে নেই৷

তবে জার্মান স্বরাষ্ট্রমন্ত্রণালয় মোর্তজার অসুস্থতা প্রসঙ্গে কোনো মন্তব্য করতে রাজি হয়নি৷

এফএ/এসিবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ