ফেরত পাঠানো আফগান তরুণ আবার জার্মানিতে!
১১ জানুয়ারি ২০১৯তরুণটির নাম মোর্তজা৷ বয়স ২৩ বছর৷ জার্মান কর্তৃপক্ষ ফেরত পাঠালেও তাঁকে প্রবেশই করতে দেয়নি আফগান প্রশাসন৷
আফগান প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, জার্মানির সঙ্গে চুক্তি অনুযায়ী এই যুবককে ফেরত পাঠানো হয়েছে৷ তারা আরো দাবি করেছে যে, মোর্তোজা মানসিকভাবে অসুস্থ৷
জার্মানির দৈনিক ‘বিল্ড’-এর এক প্রতিবেদনে মোর্তোজাকে ফিরিয়ে দেওয়ার সংবাদ প্রকাশ করা হয়৷ সেখানে উল্লেখ করা হয়, আফগান ও জার্মান সরকার দাবি করছে এই তরুণের অপরাধমূলক কর্মকাণ্ডের অতীত রেকর্ড আছে৷
বিল্ডে প্রকাশিত সংবাদে মোর্তজার ২০টি অপরাধের তালিকা দেওয়া হয়েছে৷ তিনি এ কারণে জার্মানিতে কারাদণ্ডও ভোগ করেছেন৷ উল্লেখ্য, ২০১০ সাল থেকে মোর্তজা জার্মানিতে আছেন এবং আশ্রয় প্রার্থনা করে যাচ্ছেন৷
মোর্তজার আইনজীবী মুর্তজা রসুলি জানিয়েছেন, এই মুহূর্তে মোর্তজা মিউনিখের একটি বিশেষ কারাগারে আছে৷ তিনি আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রণালয় ও শরণার্থী ও অভিবাসন বিষয়্ক মন্ত্রণালয়ের বরাত দিয়ে নিশ্চিত করেন যে, অপরাধমূলক রেকর্ডের জের ধরে তাকে ফেরত পাঠানো হয়নি৷ তাকে পাঠানো হয়েছে মানসিক অসুস্থতার কারণে৷ দুই দেশের উচ্চ পর্যায়ের বৈঠকে সিদ্ধান্ত নিয়ে তাকে ফেরত পাঠানো হয়, কারণ, এই মুহূর্তে এই তরুণের যে চিকিৎসা প্রয়োজন তা আফগানিস্তানে নেই৷
তবে জার্মান স্বরাষ্ট্রমন্ত্রণালয় মোর্তজার অসুস্থতা প্রসঙ্গে কোনো মন্তব্য করতে রাজি হয়নি৷
এফএ/এসিবি