1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফেরত যাওয়া রোহিঙ্গারা মিয়ানমারে গ্রেফতার

৫ জুলাই ২০১৮

ফেরত যাওয়া রোহিঙ্গাদের মিয়ানমার গ্রেফতার করছে– এই তথ্য দিয়ে জাতিসংঘের মানবাধিকার সংস্থার প্রধান এই শরণার্থীদের ফেরত নেবার বিষয়ে দেশটির ‘আন্তরিকতা' নিয়ে প্রশ্ন তুলেছেন৷

Bangladesch Rohingya-Flüchtlinge in Palong Khali
ছবি: picture-alliance/dpa/B. Armangue

একদিকে মিয়ানমার বলছে যে, গত আগস্ট থেকে সাত লাখ রোহিঙ্গা যারা দেশ ছেড়ে বাংলাদেশে পালিয়েছেন, তাদের ফেরত নেয়া হবে, অন্যদিকে যারা ফিরতে চাচ্ছেন তাদের গ্রেফতার করছে৷ জাতিসংঘে মানবাধিকার বিষয়ক হাইকমিশনার জাইদ রা'দ আল হুসেইন জানান, তাঁর অফিস ৫৮ জন রোহিঙ্গাকে গ্রেফতার করার খবর পেয়েছে৷ তারা দেশে ফিরতে চেয়েছিলেন৷ কিন্তু গ্রেফতারের জন্য কোনো কারণ দেখায়নি দেশটি৷

উত্তর রাখাইন প্রদেশে এ পর্যন্ত ২০০ জনেরও কম রোহিঙ্গা ফেরত যেতে পেরেছেন বলে জানাচ্ছে জাইদের অফিস৷

‘‘রাষ্ট্রপতির ক্ষমা সাপেক্ষে এদের বুথিদং কারাগার থেকে তথাকথিত রিসেপশন সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে৷ তবে শর্ত হলো, তাদের একই রকমভাবে আটক থাকতে হবে৷'' জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে দেয়া রিপোর্টে মৌখিকভাবে জানান জাইদ৷

‘‘দেশটির সরকার রোহিঙ্গাদের ফেরত নিতে সম্মত হয়েছে৷ কিন্তু যারা ফেরত যাবার চেষ্টা করছে, সবাইকে না হলেও অনেককেই গ্রেফতার করছে,'' তিনি যোগ করেন৷

রোহিঙ্গারা এখনো সেই তিমিরেই

02:08

This browser does not support the video element.

মিয়ানমারবাংলাদেশ থেকে রোহিঙ্গাদের ফেরত নেবার ব্যাপারে চুক্তি করেছে৷ অথচ রোহিঙ্গাদের একটি বড় অংশ যেতে চাচ্ছেন না৷ এর কারণ হিসেবে সেখানকার পরিস্থিতি এখনো শঙ্কাজনক বলে মনে করছেন জাতিসংঘের জ্যেষ্ঠ কর্মকর্তারা৷

রোহিঙ্গারা গত বছর আগস্টের শেষ দিকে মিয়ানমার আইন-শৃঙ্খলা রক্ষাবাহিনীর দ্বারা কঠিন নিগ্রহের শিকার হয়েছেন, যাকে জাতিসংঘ জাতি নিধন হিসেবে চিহ্নিত করেছে৷

জাইদ বলেন যে, এই নিপীড়ন বন্ধ হয়নি৷ এখনো ‘হত্যা ও ঘরবাড়ি জ্বালিয়ে দেয়া' অব্যাহত আছে৷

এ বছরও ১১ হাজার অধিবাসী রাখাইন থেকে পালিয়েছেন৷ জাতিসংঘবলছে, এর অর্থ এখনো সেখানে সহিংসতা চলছে, যার ফলে তারা পালাতে বাধ্য হয়েছেন৷ 

তবে জাতিসংঘ নিরাপত্তা কাউন্সিলে উপস্থিত মিয়ানমারের প্রতিনিধিরা এই অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, এখানে তথ্য বিকৃত করা হয়েছে৷

জেডএ/এসিবি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ