1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফেরদৌসের প্রথম স্বল্পদৈর্ঘ্য ছবি ‘বড়দিনের স্বপ্ন’

৫ নভেম্বর ২০১১

পেশাগত জীবনের শুরুতে টেলিভিশন অভিনেতা হিসেবে খ্যাতি পান বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা ফেরদৌস আহমেদ৷ তবে নব্বই এর দশক থেকে তিনি বড় পর্দায় আসতে শুরু করেন৷ এবার প্রথমবারের মতো স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করছেন তিনি৷

***Achtung: Nur zur mit Tania Reza abgesprochenen Berichterstattung verwenden!*** Schauspieler Ferdous Ahmed aus Bangladesch, undatiert - eingestellt November 2011 Tania Reza, wife of Ferdous Ahmed has sent these photos and authorised DW to use these for website.
ফেরদৌস আহমেদছবি: Tania Reza

এ পর্যন্ত চল্লিশটিরও বেশি ছবিতে অভিনয় করে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন ফেরদৌস৷ বাংলাদেশ এবং ভারতের পশ্চিম বঙ্গে রয়েছে তাঁর ছবির ব্যাপক জনপ্রিয়তা৷ ১৯৯৮ সালে ‘হঠাৎ বৃষ্টি' ছবিতে প্রথম অভিনয় করেন ফেরদৌস৷ এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি এই ঢালিউড তারকাকে৷ জবাবদিহি, আমাদের সংসার, হারজিত, স্বপ্নের ফেরিওয়ালা, দাদাঠাকুর, ওস্তাদ, দাদু নাম্বার ওয়ান, সাগর কিনারে তাঁর সফল ছবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য৷ ২০১১ সালে তিনি প্রথম প্রযোজনা করেন ‘এক কাপ চা' এবং ‘হঠাৎ সেদিন'৷ এছাড়া ফেরদৌসের ফেসবুক পাতায় তাঁর পরিচয় হিসেবে লেখা রয়েছে যে, তিনি ঢালিউডের একমাত্র অভিনেতা যিনি বলিউডের ছবিতেও অভিনয় করেছেন৷

এবার শাহরিয়ার কবিরের কাহিনী ও চিত্রনাট্য অবলম্বনে নূর-এ-আলম পরিচালিত ‘বড়দিনের স্বপ্ন' নামের স্বল্পদৈর্ঘ্য ছবিটিতে দেখা যাবে তাঁকে৷ ডয়চে ভেলের সাথে একান্ত সাক্ষাৎকারে ফেরদৌস বলেন, ছবিটির ব্যাপ্তি ১৮ মিনিট৷ বড়দিনের প্রাক্কালে মধ্যবিত্ত পরিবারের এক সৎ, আদর্শবান বাবা এবং তার ছেলের বড়দিনকে জড়িয়ে যে স্বপ্ন থাকে, সেটাই ফুটে উঠেছে এই গল্পে৷ এ বছরের শেষ ছবিটি মুক্তি পাবে বলে তিনি আশা প্রকাশ করেন৷ এছাড়া তাঁর প্রযোজনায় তৈরি ছবি ‘হঠাৎ সেদিন’ চলতি বছরের শেষ দিকে এবং ‘এক কাপ চা’ ছবিটি আগামী বছরের ভালোবাসা দিবসে মুক্তি পাবে বলে জানান ফেরদৌস৷

‘বড়দিনের স্বপ্ন' ছবিতে ফেরদৌসের সহশিল্পী রোমানা৷ ছবিটি ক্যানাডাসহ বেশ ক'টি চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে বলে আশা করা হচ্ছে৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: আরাফাতুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ