1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফের অস্ট্রিয়ার চ্যান্সেলর কুয়র্ৎস

১ অক্টোবর ২০১৯

দুর্নীতির কেলেঙ্কারিতে চরমপন্থি এফপিও বা ফ্রিডম পার্টির ভরাডুবি হওয়ায় অস্ট্রিয়ায় সাবেক চ্যান্সেলর সেবাস্টিয়ান কুয়র্ৎস আবারো সরকার গঠন করতে যাচ্ছেন৷

Wahl Österreich Sebastian Kurz
ছবি: picture-alliance/dpa/G. Hochmuth

কুয়র্ৎসের পিপল'স পার্টি (ওভিপি) রোবাবার জাতীয় নির্বাচনে ৩৭ দশিমক ১০ শতাংশ ভোট পেয়ে ক্ষমতায় বসতে যাচ্ছে৷ ২০১৭ সালের চেয়ে পাঁচ দশমিক ৭০ শতাংশ ভোট বেশি পেয়েছে দলটি৷ অস্ট্রিয়ার ছয় দশমিক চার মিলিয়ন মানুষ এবার ভোট দেওয়ার যোগ্য ছিল৷

২০১৭ সালের অক্টোবরে জাতীয় নির্বাচনে জিতে বিশ্বের সবচেয়ে কম বয়সি রাষ্ট্রনায়ক হন সেবাস্টিয়ান কুর্ৎস৷ কিন্তু ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচনের ঠিক আগে একটি ভিডিও ছড়িয়ে পড়লে নানা নাটকীয়তার মধ্য দিয়ে ক্ষমতা ছাড়তে হয় তাকে৷

স্পেনের ইবিসা দ্বীপে ২০১৭ সালে ধারণ করা ওই ভিডিওতে জোট সরকারের শরিক এফপিও দলের নেতা ও ভাইস চ্যান্সেলর হাইনৎস-ক্রিস্টিয়ান স্ট্রাকেকে ক্ষমতায় এলে রাশিয়ার এক শিল্পপতির জন্য রাষ্ট্রীয় প্রকল্পের বরাত দেওয়ার অঙ্গীকার করতে দেখা যায়৷ অস্ট্রিয়ায় রাজনৈতিক দলের চাঁদা সংক্রান্ত নিয়ম ফাঁকি দেওয়ার কথাও বলেন তিনি৷ এর জের ধরে স্ট্রাকের পদত্যাগপত্র গ্রহণ করে আগাম নির্বাচনের সিদ্ধান্ত নেন কুয়র্ৎস৷ এরপর এফপিও দলের স্বরাষ্ট্রমন্ত্রীকে বরখাস্ত করলে দলটির অন্য মন্ত্রীরাও পদত্যাগ করেন৷

ভিডিও কেলেঙ্কারির পর এফপিও এবার প্রত্যাশার চেয়ে অনেক কম ভোট পেয়েছে৷ গত নির্বাচনের থেকে ১০ শতাংশ কম ভোট পেয়েছে তারা৷ এবার তাদের পক্ষে ভোট পড়েছে ১৬ শতাংশ৷

অন্যদিকে সোশাল ডেমোক্র্যাট পাঁচ শতাংশ ভোট হারিয়ে এবার ২২ শতাংশ ভোট পেয়েছে, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তাদের সর্বনিম্ন ভোট৷

গ্রিনস-এর ভোট ১০ দশমিক ২ শতাংশ বেড়ে ১৪ শতাংশে পৌঁছেছে৷ ফলে তাদের সঙ্গে ওভিপি‘র যৌথভাবে সরকার গঠনের সম্ভাবনা তৈরি হয়েছে৷

নির্বচানে জিতে সমর্থকদের উদ্দেশে কুয়র্ৎস বলেছেন, ‘‘জনগণ আমাদের ক্ষমতায় বসতে আজ আবারো ভোট দিয়েছে৷'' তবে কোন দলকে তিনি তার জোট সরকারের শরিক করবেন সে বিষয়ে কিছু বলেননি৷

অন্যদিকে এফপিও‘র নতুন নেতা নরবার্ট হোফার জানান, তার দল বিরোধী বেঞ্চে বসতে পছন্দ করবে৷ ‘‘একটি দলের অতীতের ভুল থেকে শিক্ষা নেওয়া এবং নিজেকে পুনর্গঠন করা দরকার'' বলে মনে করেন তিনি৷

১৯৮৬ সালের ২৭ আগস্ট ভিয়েনায় জন্ম নেওয়া কুয়র্ৎস ভিয়েনা বিশ্ববিদ্যালয়ে আইন পড়েছেন, অস্ট্রিয়ার বাধ্যতামূলক মিলিটারি সার্ভিসও শেষ করেন তিনি৷ ২০১৩ সালে ২৭ বছর বয়সে ইউরোপের তরুণতম নেতাহিসেবে অস্ট্রিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পান৷ দলের হাল ধরার পর থেকে পিপলস পার্টিকে জনপ্রিয়তার শীর্ষে এগিয়ে নেন তিনি৷

এসআই/এসিবি (ডিপিএ, এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ