কানাডার জাতীয় নির্বাচনে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ক্ষমতাসীন লিবারেল পার্টি দ্বিতীয়বারের মত জয় পেয়েছে৷
বিজ্ঞাপন
সোমবার কানাডায় জাতীয় নির্বাচনের ভোট গ্রহণ শেষে মঙ্গলবার সকাল পর্যন্ত লিবারেলরা ৩৩৮ আসনের মধ্যে ১৫৭টিতে জয় পেয়ে এগিয়ে রয়েছে বলে এপি জানিয়েছে৷
দ্বিতীয়বারের মতো একক সংখ্যাগরিষ্ঠতা পেতে ট্রুডোর দলকে ১৭০টি আসনে জিততে হবে। অন্যথায় ট্রুডোকে একটি সংখ্যালঘু সরকার গঠন করতে হবে৷ সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ কোনো আইন পাস করতে তাকে বামপন্থি বিরোধীদলগুলোর সমর্থনের ওপর নির্ভর করতে হবে৷ এই হিসেব মিলে গেলে হাউস অব কমন্সে ট্রুডোর অবস্থান গত মেয়াদের চেয়ে দুর্বল হবে বলে ধারণা করা হচ্ছে৷
ভোটের জন্য গান, বক্সিং, গাছ লাগানো, বল খেলা!
ক্যানাডায় নির্বাচন আসছে৷ জমে উঠেছে প্রচারণা৷ ভোটের ফলাফল যা-ই হোক প্রচারণার অভিনবত্বে কিন্তু অনেকটা এগিয়ে আছেন বর্তমান প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো৷ মানুষের মন জয় করতে কী না করছেন তিনি! দেখুন ছবিঘরে...
ছবি: Reuters/A. Ivanov
সব প্রতিপক্ষের সঙ্গে
আগামী ২১ অক্টোবর ক্যানাডায় নির্বাচন৷ সেখানে যাঁদের সঙ্গে ভোটের লড়াই হবে, ছবিতে সেই পাঁচ প্রতিপক্ষের সঙ্গে দাঁড়িয়ে আছেন লিবারেল পার্টির নেতা জাস্টিন ট্রুডো (বাঁ থেকে দ্বিতীয়)৷
ছবি: Reuters/A. Wyld
প্রচারের সময়েও রসিকতা
ক্যানাডার নির্বাচনে গণতন্ত্রের সুন্দর দিকটা খুব ফুটে ওঠে৷ প্রার্থীদের মধ্যে কোনো দৃষ্টিকটু সংঘাত চোখে পড়ে না, সমর্থকদের মধ্যে অস্বাভাবিক উত্তেজনা, মারামারির কথা তো সেখানে ভাবাই যায় না৷ বরং প্রার্থীরা নির্বাচনের সময়ও পরস্পরের প্রতি এতটা শ্রদ্ধা ও বাৎসল্য দেখান যে সমর্থকদের মধ্যেও সহিষ্ণুতা আরো বেড়ে যায়৷
ছবি: Reuters/J. Gauthier
প্রবীণদের সঙ্গে
প্রবীণদের কাছে ভোট চাইছেন ট্রুডো৷ পাশ থেকে তাঁর সন্তানরা তা দেখছে৷
ছবি: Reuters/S. Mahe
ভোটযুদ্ধেও সঙ্গে স্ত্রী
স্ত্রী সোফি গ্রেগয়ারকে নিয়ে ভোটের প্রচারে জাস্টিন ট্রুডো৷
অনেক সময় পরিবারের সবাইকে নিয়েই নির্বাচনের প্রচারে নামেন জাস্টিন ট্রুডো৷
ছবি: Reuters/S. Mahe
বক্সিংয়েও ট্রুডো
সেদিন ট্রুডো মন্ট্রিয়লে গিয়েছিলেন নির্বাচনি প্রচারে৷ এক ফাঁকে এক বক্সারের সঙ্গে বক্সিং প্রশিক্ষণেও অংশ নেন৷ প্রচারে নতুনত্ব এলো, সংবাদমাধ্যম লুফেও নিলো বিশেষ মুহূর্তটি— মন্দ কী!
ছবি: Reuters/A. Ivanov
গায়ক ট্রুডো
বর্ণময় চরিত্র জাস্টিন ট্রুডো৷ ভোট চাইতে গিয়ে মন যা যা চায় তার অনেক কিছুই করতে তাঁর বাধে না৷ মঙ্কটনে সেদিন একটু গান গাওয়ার সুযোগ এসেছিল৷ সুযোগটা ছাড়েননি৷
ছবি: Reuters/J. Morris
বল ছুঁড়ছেন ট্রুডো
একদিন ভোটের প্রচারের ফাঁকে বোলিংয়েও অংশ নিয়েছেন ট্রুডো৷
ছবি: Reuters/J. Morris
সমর্থকের সঙ্গে ছবি
মানুষকে খুব তাড়াতাড়ি আপন করে নিতে পারেন ট্রুডো৷ অনেকেই ছুটে আসে সুদর্শন নেতার সঙ্গে ছবি তুলতে৷ সাধারণত কাউকে হতাশ করেন না ট্রুডো৷
ছবি: Reuters/J. Morris
10 ছবি1 | 10
পরবর্তী সরকার গঠনের ক্ষেত্রে কনসারভেটিভ নেতা অ্যান্ড্রু শেয়ারের সঙ্গে ট্রুডোর হাড্ডাহা্ড্ডি লড়াই হবে বলে ভোটের আগে করা জরিপগুলো থেকে ধারণা দেয়া হয়েছিল৷
ভোটের আগে চূড়ান্ত প্রচারণার সময় লিবারেল পার্টির নেতা ৪৭ বছর বয়সী ট্রুডোর প্রতি সমর্থন জানান যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা৷ ট্রুডোকে বিশ্বের প্রভাবশালী গণতান্ত্রিক দেশগুলোর মধ্যে অবশিষ্ট শেষ প্রগতিশীল নেতা বলে বিবেচনা করা হয়৷
কিন্তু নির্বাচনী প্রচারণার সময় প্রকাশিত ব্ল্যাকফেস কেলেঙ্কারির কারণে এবং শীর্ষ একটি কানাডীয় কোম্পানির দুর্নীতি নিয়ে শক্ত হতে না পারায় ওঠা সমালোচনায় কিছুটা কোনঠাসা হন ট্রুডো৷ লিবারেল দলীয় কানাডার সাবেক প্রধানমন্ত্রী পিয়েরে ট্রুডোর ছেলে জাস্টিন ট্রুডো সোমবার পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে মন্ট্রিয়েলে ভোট দেন৷ আর রক্ষণশলী নেতা শেয়ার তার নিজের নির্বাচনী এলাকা সাসকাচুয়েনে নিজের ভোট দেন৷
নির্বাচেনর ফলাফল নিয়ে টরেন্টো বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক নেলসন উইজম্যান বলেন, "ট্রুডো কতটা ভাল করেছেন তা দেখে আমি অবাক হয়েছি৷ কেউ ট্রুডোর সংখ্যাগরিষ্ঠতা আশা করেনি, তবে তারা তা থেকে খুব দূরেও নয়৷''