1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফের বড় পর্দায় কিং খান, ২০২২ সালে মুক্তি পেতে পারে ‘পাঠান'

২০ ফেব্রুয়ারি ২০২২

শেষবার কিং খানকে বড়পর্দায় দেখা গিয়েছিল ২০১৮ সালে ‘জিরো' ছবিতে৷ সেটি বক্স অফিসে সাফল্যের মুখ দেখেনি৷ বলিউড সূত্রে খবর, চলতি বছরে মুক্তি পেতে পারে শাহরুখের নতুন চলচ্চিত্র ‘পাঠান'৷

Shahrukh Khan Schauspieler
ছবি: Getty Images/AFP/Stringer

২০১৮ সালের পর লম্বা বিরতি৷ ৪ বছর পর ফের বড় পর্দায় ফিরতে চলেছেন শাহরুখ খান৷

‘পাঠান'-এর কিছু অংশের শ্যুটিং শুরু হয়েছিল আগেই৷ এবার চলচ্চিত্রের বাকি অংশের শুট শুরু হচ্ছে৷ ইউরোপে ছবির শুটিং হওয়ার কথা৷ শাহরুখের সঙ্গে এই ছবিতে কাজ করছেন দীপিকা পাডুকোন৷ মার্চের শুরুতে ১৭ দিনের জন্য স্পেনে যাচ্ছেন বাদশাহ৷ বাদশাহর সঙ্গে দীপিকাও যাচ্ছেন ইউরোপের শুটিংয়ে৷ স্পেনে একটি রোমান্টিক দৃশ্যের শুটিং হওয়ার কথা৷ একটি প্রতিবেদনে প্রকাশ, স্পেনের বিশেষ দ্বীপের সৌন্দর্যকে ‘পাঠান'-চলচ্চিত্রে ব্যবহার করতে চান পরিচালক সিদ্ধার্থ আনন্দ৷ ছবির মতো সুন্দর চুনাপাথরের পাহাড়ের সারিকে ক্যামেরায় তুলে ধরতে চান তিনি৷ রোমান্টিক এই গানের দৃশ্যে আবারও কিং খান এবং দীপিকা পাডুকোনের রসায়ন দেখতে পারবেন দর্শকরা৷

পাঠান ছবির প্রথম বিদেশে শুটিং

স্পেনের মায়োরকায় ‘গ্র্যান্ড শুটিং' করতে চলেছেন পরিচালক৷ এর আগে বলিউডের কোনো ছবি কখনও এই লোকেশনে শুটিং হয়নি বলেই শোনা যাচ্ছে৷ এবার ছবির প্রেক্ষাপটে ইউরোপের দৃশ্য৷ তাই স্পেনের এই বিশেষ জায়গাকে বেছে নেওয়া হয়েছে৷ বেশ কয়েকটি দুরন্ত অ্যাকশন দৃশ্যেরও শুটিং হতে পারে স্পেনে, শোনা যাচ্ছে এমনটাই৷ সেই দৃশ্যে অভিনয় করবেন শাহরুখ, দীপিকা এবং জন আব্রাহাম৷

২০২১ সালের অক্টোবরে আরিয়ান খানের বিরুদ্ধে ওঠা অভিযোগের জেরে ‘পাঠান'-এর শুটিং পিছিয়ে গিয়েছিল প্রথমবার, একটি প্রতিবেদনে এমনটাই জানা গিয়েছে৷ পরবর্তীতে ভারতে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় শুটিং দ্বিতীয়বারের মতো পিছিয়ে যায়৷

ফেব্রুয়ারির শেষের সাত দিনে টানা শুটিং হবে ভারতে৷ এরপর শাহরুখ-দীপিকা সহ অন্য কলাকুশলীরা শুটিংয়ের জন্য পাড়ি দেবেন স্পেনে৷ সবকিছু ঠিক থাকলে ‘পাঠান' মুক্তি পেতে পারে চলতি বছরে৷ ‘ওম শান্তি ওম' কিংবা ‘চেন্নাই এক্সপ্রেস'-এর সেই রসায়ন, একইসঙ্গে চার বছর পর বাদশাহকে বড় পর্দায় দেখা৷ সবমিলিয়ে দর্শকও অধীর আগ্রহে অপেক্ষা করছেন৷

আরকেসি/এসিবি

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ