আরও ছয় বছরের জন্য ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন নিকোলাস মাদুরো৷ প্রধান বিরোধীদলগুলো অবশ্য কারচুপির অভিযোগ এনে নতুন করে নির্বাচনের দাবি জানিয়েছে৷
বিজ্ঞাপন
ভেনেজুয়েলার ন্যাশনাল ইলেকট্রোরাল কাউন্সিল (সিএনই) রোববার জানায়, ৯২ দশমিক ৬ শতাংশ ভোট গণনা হয়েছে, যার মধ্যে সমাজতান্ত্রিক ভাবধারার সমর্থক নিকোলাস মাদুরো ৬৭ দশমিক ৭ শতাংশ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন৷
তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে হেনরি ফ্যালকন পেয়েছেন মোট ভোটের ২১ দশমিক ২ শতাংশ ভোট৷ আর ১০ শতাংশ ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ে তৃতীয় হয়েছেন হাভিয়ের বারটুচ্চি৷
নির্বাচন কমিশন জানায়, মোট ভোট পড়েছে ৪৬ দশমিক ১ শতাংশ৷
ভোট শেষের পরপরই প্রধান বিরোধীদলের প্রার্থী হেনরি ফ্যালকন নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে বলেন, ‘‘আমরা এই নির্বাচনকে বৈধ বলে স্বীকার করছি না৷ ভেনেজুয়েলায় নতুন নির্বাচন দিতে হবে৷’’
যেসব দেশের মেয়েরা সবচেয়ে বেশি সুন্দর
সৌন্দর্যের নির্দিষ্ট কোনো সংজ্ঞা নেই৷ তারপরও সৌন্দর্যের কিছু মানদণ্ড ঠিক করে সেরা সুন্দরীদের পুরস্কৃত করা হয়৷ সেই হিসেবে কোন কোন দেশের মেয়েদের বেশি সুন্দর বলা যায়? জেনে নিন...
ছবি: Reuters/T. Hanai
৬. যুক্তরাজ্য
কোন দেশের মেয়েরা বেশি সুন্দর তা কীভাবে নিরূপণ করা যায়? ওয়ার্ল্ডঅ্যাটলাস ডটকম খুব সহজ অথচ সর্বজনস্বীকৃত একটি পথ বেছে নিয়েছে৷ যেসব দেশের মেয়েরা ‘মিস ওয়ার্ল্ড’ ও ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতায় সবচেয়ে বেশিবার জয়ী হয়েছে, তাদেরই এই স্বীকৃতি দিয়েছে তারা৷ তাতে ছয় নম্বর স্থানটি পেয়েছে যুক্তরাজ্য৷ এ পর্যন্ত পাঁচবার মিস ওয়ার্ল্ড জিতেছে যুক্তরাজ্যের মেয়েরা৷ আরো জানতে ওপরের প্লাস (+) চিহ্নে ক্লিক করুন৷
ছবি: picture-alliance/AP Photo/C. Ison
৫. সুইডেন
বিশ্বের প্রায় সব বিষয়েই পরিসংখ্যান এবং তুলনামূলক প্রতিবেদন প্রকাশ করে ওয়ার্ল্ডঅ্যাটলাস ডটকম৷ বেশি সুন্দরীদের দেশ হিসেবে তাদের বিবেচনায় যুক্তরাজ্যের পরেই রয়েছে সুইডেন৷ সুইডেনের মেয়েরা এ পর্যন্ত ছ’বার সুন্দরীদের বিশ্ব শিরোপা জিতেছে৷ তিনবার জিতেছে মিস ওয়ার্ল্ড আর বাকি তিনবার মিস ইউনিভার্স৷
ছবি: dapd
৪. পুয়ের্তো রিকো
মাত্র ৯ হাজার ১০৪ বর্গ কিলোমিটারের দেশ পুয়ের্তো রিকোর সুন্দরীদের খ্যাতি বিশ্বের অনেক বড় এবং শক্তিশালী দেশের মেয়েদের চেয়ে বেশি৷ মিস ওয়ার্ল্ড এবং মিস ইউনিভার্স প্রতিযোগিতা জয়ের মানদণ্ডে পুয়ের্তো রিকো বিশ্বের চতুর্থ সেরা সুন্দরীদের দেশ৷ এ পর্যন্ত পাঁচবার মিস ইউনিভার্স এবং একবার মিস ওয়ার্ল্ড মিলিয়ে মোট ছ’বার সেরা সুন্দরী হয়েছেন পুয়ের্তো রিকোর মেয়েরা৷
ছবি: picture-alliance/dpa/J. Pier
৩. ভারত
রিটা ফারিয়া (১৯৬৬) থেকে শুরু করে ঐশ্বরিয়া রাই (১৯৯৪), ডায়না হেডেন (১৯৯৭), যুক্তামুখি (১৯৯৯) এবং প্রিয়াঙ্কা চোপড়া (২০০০) পর্যন্ত মোট পাঁচজন ভারতীয় সুন্দরী এ পর্যন্ত ‘মিস ওয়ার্ল্ড’ হয়েছেন৷ ‘মিস ইউনিভার্স’ হয়েছেন দু’জন – সুস্মিতা সেন (১৯৯৪) ও লারা দত্ত (২০০০)৷ সেরা সুন্দরীদের প্রতিযোগীতায় সাতবার যে দেশের মেয়েরা সেরা হয়েছেন, সে দেশকে তৃতীয় সেরা অনিন্দ্য সুন্দরীদের দেশ না বলে উপায় আছে কি?
ছবি: Boris Horvat/AFP/Getty Images
২. যুক্তরাষ্ট্র
পরাশক্তি যুক্তরাষ্ট্রের মেয়েরাও সৌন্দর্যের শক্তিতে অনেক এগিয়ে৷ আটবার মিস ইউনিভার্স এবং তিনবার মিস ওয়ার্ল্ড হয়েছেন সে দেশের মেয়েরা৷ তাই বেশি সুন্দরীদের দেশের তালিকায় দ্বিতীয় স্থানে আছে যুক্তরাষ্ট্র৷
ছবি: Reuters
১. সবার সেরা ভেনেজুয়েলা
সেরা সুন্দরীদের সভা সবচেয়ে বেশিবার আলোকিত করেছেন ভেনেজুয়েলার মেয়েরা৷ দক্ষিণ অ্যামেরিকার এই দেশের মেয়েরা এ পর্যন্ত সাতবার মিস ইউনিভার্স এবং ছ’বার জিতেছেন মিস ওয়ার্ল্ড খেতাব৷ মোট ১৩ বার সুন্দরীদের আসরে শ্রেষ্ঠত্ব অর্জন করা ভেনেজুয়েলাই তাই সবচেয়ে বেশি সুন্দরীদের দেশ৷
ছবি: Reuters/T. Hanai
6 ছবি1 | 6
নির্বাচনে ভোটারের উপস্থিতি কম থাকার খবর গণমাধ্যম দিতে শুরু করলে, ভোট কেন্দ্রগুলোতে নির্ধারিত সময়ের চেয়েও দুই ঘণ্টা বেশি ভোট নেওয়া হয়৷
নির্বাচনের ফল ঘোষণার পর কারাকাসের প্রেসিডেন্ট ভবনের বাইরে উল্লাসরত সমর্থকদের উদ্দেশ্যে মাদুরো বলেন, ‘‘তারা আমাদের অবমূল্যায়ন করেছিল৷’’
জয়ের পর মাদুরো তাঁর বক্তৃতায় বলেন, ভোটের মধ্য দিয়ে তিনি বৈধ হয়েছেন৷ আগামী দুই বছর আর কোনও নির্বাচন হবে না৷ এ সময় তিনি বিরোধীদলের সঙ্গে আলোচনায় বসবেন জানিয়ে বলেন, তাঁর সরকার শান্তি চায়৷
বিরোধীদলগুলোর মোর্চা দ্য ডেমোক্র্যাটিক ইউনিটি রাউন্ড টেবিল (এমইউড) আগেই ভোট প্রত্যাখ্যান করেছিল৷ ফ্যালকন ও তাদের দাবি, রাষ্ট্রের ইস্যু করা বেনিফিট কার্ড স্ক্যানের সময় ঘাপলা ও কারচুপি হয়েছে৷
এমইউডি নির্বাচনের সময় বিক্ষোভ করেছে৷ তারা বলছে, দেশটির আড়াই কোটি ভোটারের মাত্র ৩০ শতাংশ ভোট দিয়েছেন৷
প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে অপর প্রার্থী তৃতীয় স্থান অধিকারী হাভিয়ের বারটুচ্চিও নির্বাচনে কারচুপির অভিযোগ এনেছেন৷ তিনি মাদুরোকে বাইরে রেখে আরেকটি অবাধ নির্বাচনের দাবি জানিয়েছেন৷
তবে হাভিয়েরের মতে বিরোধী জোটের নির্বাচন বয়কটের সিদ্ধান্ত ভুল ছিল৷