জম্মু কাশ্মীরে মেঘভাঙা বৃষ্টি এবং ফ্ল্যাশ ফ্লাড। চারজনের মৃত্যু। নিখোঁজ অন্তত ৪০। শুরু হয়েছে উদ্ধারকাজ।
আবহাওয়া দফতর ভারী বৃষ্টির পূর্বাভাস আগেই দিয়ে রেখেছিল। কিন্তু ক্লাউডবার্স্ট বা মেঘ ফাটা বৃষ্টির কথা আগে জানা যায়নি। বুধবার সকাল থেকে অস্বাভাবিক বৃষ্টি শুরু হয় জম্মুর কিশতওর জেলায়। মেঘ ফাটা বৃষ্টিতে অল্প সময়েই জল উঠতে শুরু করে।
পার্শ্ববর্তী নদীতে আচমকা জলস্তর বেড়ে যায়। ফ্ল্যাশ ফ্লাডে ভেসে যায় গ্রাম। তখনই চারজনের মৃত্যু হয়। এখনো পর্যন্ত ৪০ জনের খবর নেই। নিহত এবং নিখোঁজের সংখ্যা আরো বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।
চলতি বছরের যত ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ
জার্মানি, ক্যানাডা কিংবা চীন-ভারত - সব অঞ্চলেই এ বছর ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ হানা দিয়েছে৷ ছবিঘরে দেখুন বিভিন্ন সময়ে আঘাত হানা কিছু দুর্যোগের মুহূর্ত৷
ছবি: Noah Berger/AP Photo/picture alliance
ইউরোপে বন্যা
গ্রীষ্মকালে অতিবৃষ্টির কারণে ইউরোপের জার্মানি, নেদারল্যান্ডস, বেলজিয়ামে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে৷ আকস্মিক এ বন্যায় শুধুমাত্র জার্মানি ও বেলজিয়ামেই দুইশ নয় জন প্রাণ হারান৷ আর ঘরছাড়া হয়েছেন শত শত মানুষ৷ এমন বন্যা গত এক দশকেও দেখেনি ইউরোপ৷
ছবি: Thomas Lohnes/Getty Images
আক্রান্ত চীন, ভারতও
অতিবৃষ্টির কারণে বিশ্বের সবচেয়ে দুই জনবহুল রাষ্ট্র চীন এবং ভারতেও বন্যা দেখা দিয়েছে৷ হতাহতের সংখ্যা সেখানেও কম নয়৷ বিজ্ঞানীদের ধারণা জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাবের কারণেই এমন পরিস্থিত তৈরি হচ্ছে যা আসছে বছরগুলোতেও হতে পারে৷
ছবি: AFP/Getty Images
রেকর্ড গরম যুক্তরাষ্ট্র ও ক্যানাডায়
ইউরোপ কিংবা এশিয়া যখন বন্যায় নাকাল, যুক্তরাষ্ট্র ও ক্যানাডার কিছু অঞ্চল তখন উচ্চ তাপমাত্রায় পুড়ছে৷ দক্ষিণ ক্যানাডার লিটোন অঞ্চলে সর্বোচ্চ ৪৯ দশমিক ছয় ডিগ্রি পর্যন্ত রেকর্ড হয়েছে৷
ছবি: Ted S. Warren/AP/picture alliance
দাবানলে পুড়ছে
উষ্ণ তাপমাত্রায় সৃষ্ট তীব্র গরম কমে আসলেও আবহাওয়ার শুষ্কতার কারণে দেখা দিচ্ছে অন্য বিপদ৷ যুক্তরাজ্যের অরিগন অঞ্চলের কথাই ধরুন৷ সেখানে শুষ্ক আবহাওয়ার কারণে সৃষ্ট দাবানলে দুই সপ্তাহে বিশাল এলাকা পুড়ে গেছে৷
ছবি: National Wildfire Coordinating Group/Inciweb/ZUMA Wire/picture alliance
ঝুঁকিতে আমাজন?
এদিকে, দক্ষিণ অ্যামেরিকার দেশ ব্রাজিল দগ্ধ হচ্ছে তীব্র খরায়৷ এমন খরা গত একশ বছরেও দেখেনি দেশটি৷ এর ফলে পৃথিবীর ফুসফুস হিসেবে খ্যাত আমাজনে দাবানল ছড়িয়ে পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে৷
ছবি: Andre Penner/AP Photo/picture alliance
মঙ্গায় আক্রান্ত লাখ লাখ মানুষ
তীব্র খরায় কারণে ফসল উৎপাদন না হওয়ায় আফ্রিকার দেশ মাদাগাস্কারের প্রায় ১১ লাখ ৪০ হাজার মানুষ তীব্র খাবার সংকটে পড়েছে৷ পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে সেখানকার মানুষ ক্ষুধা মেটাতে ক্যাকটাস ও পোকামাকড় খেয়ে জীবন বাঁচানোর চেষ্টায় আছে৷
ছবি: Laetitia Bezain/AP photo/picture alliance
প্রাকৃতিক দুর্যোগে ঘর ছাড়া হাজারো মানুষ
প্রাকৃতিক দুর্যোগে মুখে ঘরছাড়া মানুষের সংখ্যা গত এক দশকের মধ্যে ২০২০ সালেই সবচেয়ে বেশি ছিল৷ পরিসংখ্যান বলছে, বন্যা, বৃষ্টি ও খরাসহ নানা ধরনের প্রকৃতিক দুর্যোগের কারণে ২০২০ সালে সাড়ে পাঁচ কোটি মানুষ ঘরছাড়া হয়েছেন৷
ছবি: Fabeha Monir/DW
7 ছবি1 | 7
গোটা জম্মুতেই ভারী বৃষ্টিপাত হচ্ছে। ফের ফ্ল্যাশ ফ্লাড হতে পারে বলেও আগাম সতর্কতা জারি করা হয়েছে। সকলকে ঘরে থাকার নির্দেশ দিয়েছে প্রশাসন।
এবছর ভারতের বিভিন্ন জায়গায় একের পর এক ফ্ল্যাশ ফ্লাড এবং ক্লাউড বার্স্টের ঘটনা ঘটছে। কিছুদিন আগেই হিমাচলের ধর্মশালায় একই ঘটনা ঘটেছিল। কিছুদিনের মধ্যে ফের ক্লাউড বার্স্ট হয় উত্তরাখণ্ডে। এবার জম্মুতে। আবহাওয়াবিদদের বক্তব্য, বিশ্ব উষ্ণায়নের কারণেই এমনটা ঘটছে।