1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফের মেঘ-ফাটা বৃষ্টি ভারতে, মৃত চার

২৮ জুলাই ২০২১

জম্মুতে ক্লাউড বার্স্ট। মৃত চার। নিখোঁজ বহু।

প্রতীকী ছবি।ছবি: picture alliance/Zuma/A. Sharma

জম্মু কাশ্মীরে মেঘভাঙা বৃষ্টি এবং ফ্ল্যাশ ফ্লাড। চারজনের মৃত্যু। নিখোঁজ অন্তত ৪০। শুরু হয়েছে উদ্ধারকাজ।

আবহাওয়া দফতর ভারী বৃষ্টির পূর্বাভাস আগেই দিয়ে রেখেছিল। কিন্তু ক্লাউডবার্স্ট বা মেঘ ফাটা বৃষ্টির কথা আগে জানা যায়নি। বুধবার সকাল থেকে অস্বাভাবিক বৃষ্টি শুরু হয় জম্মুর কিশতওর জেলায়। মেঘ ফাটা বৃষ্টিতে অল্প সময়েই জল উঠতে শুরু করে।

পার্শ্ববর্তী নদীতে আচমকা জলস্তর বেড়ে যায়। ফ্ল্যাশ ফ্লাডে ভেসে যায় গ্রাম। তখনই চারজনের মৃত্যু হয়। এখনো পর্যন্ত ৪০ জনের খবর নেই। নিহত এবং নিখোঁজের সংখ্যা আরো বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

গোটা জম্মুতেই ভারী বৃষ্টিপাত হচ্ছে। ফের ফ্ল্যাশ ফ্লাড হতে পারে বলেও আগাম সতর্কতা জারি করা হয়েছে। সকলকে ঘরে থাকার নির্দেশ দিয়েছে প্রশাসন।

এবছর ভারতের বিভিন্ন জায়গায় একের পর এক ফ্ল্যাশ ফ্লাড এবং ক্লাউড বার্স্টের ঘটনা ঘটছে। কিছুদিন আগেই হিমাচলের ধর্মশালায় একই ঘটনা ঘটেছিল। কিছুদিনের মধ্যে ফের ক্লাউড বার্স্ট হয় উত্তরাখণ্ডে। এবার জম্মুতে। আবহাওয়াবিদদের বক্তব্য, বিশ্ব উষ্ণায়নের কারণেই এমনটা ঘটছে।

এসজি/জিএইচ (পিটিআই, এনডিটিভি)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ