1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফের রক্তাক্ত সিরিয়া, কূটনৈতিক জমি হারাচ্ছেন আসাদ

১৫ নভেম্বর ২০১১

সিরিয়ায় একদিনে ৭০ জনেরও বেশি মানুষের মৃত্যুর কথা শোনা গেল মঙ্গলবার৷ প্রেসিডেন্ট আসাদ কোনরকম নমনীয়তা দেখাবেন এমনটা আর আশা করছে না তুরস্ক৷ সিরিয়ার আসাদ প্রশাসনের বিরোধীদের স্বীকৃতি দিতে আর্জি জানালেন কুয়েতের সাংসদরা৷

আসাদ প্রশাসনের কাছে আর কোন আশা করা যায়না, বললেন এরদোয়ানছবি: dapd

একদিনে ৭০ জনের মৃত্যু সিরিয়ায়

মঙ্গলবার দিনটি আবার নতুন করে রক্তাক্ত হয়ে উঠল সকাল থেকে৷ এ পর্যন্ত পাওয়া খবরে ৭০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে সারাদিনে৷ কূটনৈতিক চাপ যত বাড়ছে আসাদ প্রশাসনের ওপর, ততই দেশের অভ্যন্তরে বিক্ষোভকারীদের ওপর নির্মম প্রতিক্রিয়া দেখিয়ে চলেছে আসাদপন্থীরা৷ গতকাল রাতে আক্রান্ত হয় জর্ডনের দূতাবাস৷ অবাধে ভাঙচুর চালানো হয় সেখানে৷ কারণ জর্ডানের বাদশা আব্দুল্লাহ আরব নেতাদের মধ্যে প্রথম ব্যক্তি যিনি সরাসরি প্রেসিডেন্ট আসাদকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছিলেন গতকাল৷

তুরস্কের প্রধানমন্ত্রী বলছেন, কোন আশা নেই

সিরিয়া যে কোনরকমভাবে আন্তর্জাতিক মহলের অনুরোধে সাড়া দিয়ে দেশের অভ্যন্তরে দমনপীড়ন থামাবে এবং গণতান্ত্রিক পদ্ধতির দিকে প্রত্যাবর্তন করেব এমন কোন আশা দেখছেন না তুরস্কের প্রধানমন্ত্রী রেচেপ তাইয়েপ এর্দোয়ান৷ জর্ডনের বাদশা আব্দুল্লাহর পর তাঁকেও বেশ কড়া ভাষাতেই আসাদ প্রশাসনের সমালোচনা করতে শোনা গেল মঙ্গলবার৷ নিজের দলের সাসংদদের একটি বৈঠকে আজ রাজধানী আঙ্কারায় এর্দোয়ান বলেন, আসাদ প্রশাসনের কাছ থেকে সাহসী, সৎ এবং উন্নয়নযোগ্য নেতৃত্বের কোনরকম আশা আর করা যাচ্ছে না৷ যেভাবে দমনপীড়ন তারা চালিয়ে যাচ্ছে, তা গ্রহণযোগ্য নয়৷ সিরিয়ার তিনটি শহরে তুরস্কের কূটনৈতিক মিশনের ওপর আসাদপন্থীরা যে বর্বর হামলা চালিয়েছে গত সপ্তাহে, এর্দোয়ান তার তীব্র সমালোচনাও করেছেন৷

আসাদ বিরোধী বিক্ষোভ অব্যাহতছবি: picture-alliance/dpa

কুয়েত সিরিয়ার বিরোধীদের স্বীকৃতি দিতে চায়

সিরিয়ার আসাদ বিরোধী সংগঠন সিরিয়ান ন্যাশনাল কাউন্সিলকে আন্তর্জাতিক স্বীকৃতি দিতে আর্জি জানালেন কুয়েতের সাসংসদরা৷ ৫০ সদস্যের সংসদের ৩৩ জন সাংসদ এদিন এক লিখিত বিবৃতিতে বলেন, সিরিয়ার মানুষের নির্ভরযোগ্য প্রতিনিধি হিসেবে এই কাউন্সিলকে তাঁরা স্বীকৃতি দিতে আর্জি জানাচ্ছেন৷ সেইসঙ্গে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানে এই কাউন্সিলকে স্বীকৃতি দিয়ে সিরিয়ার বাশার আল আসাদ প্রশসানের সদস্যপদ খরিজ করার আহ্বান জানিয়েছেন তাঁরা৷ প্রসঙ্গত, দামেস্কের কুয়েতি দূতাবাস আক্রান্ত হওয়ার প্রতিবাদে সোমবার কুয়েত সিটিতে সিরিয়ার দূতাবাসের বাইরে আসাদ প্রশাসন বিরোধী বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছিল৷ একইরকমের ঘটনায় মঙ্গলবার জর্ডনের রাজধানী আম্মানে একদল বিক্ষোভকারী সিরিয়ার দূতাবাসের ওপর হামলা চালাতে চেষ্টা করলে জর্ডনের প্রশসান কড়া নিরাপত্তার ব্যবস্থা করে সিরিয়ার দূতাবাসের চারদিকে৷ আরব দুনিয়ায় প্রতিবেশী দেশগুলির কাছে ক্রমশ প্রেসিডেন্ট আসাদ তাঁর পায়ের তলার মাটি কতটা হারাচ্ছেন, একের পর এক এ ধরণের ঘটনায় তা স্পষ্ট হয়ে উঠছে৷

প্রতিবেদন: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ