পোল্যান্ড এবং বুলগেরিয়ার গ্যাস বন্ধ করে রাশিয়া জানিয়ে দিল, রুবল না দিলে গ্যাস মিলবে না।
বিজ্ঞাপন
মঙ্গলবার হুমকি নোটিস পাঠানো হয়েছিল। বুধবার থেকে বুলগেরিয়া এবং পোল্যান্ডে গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে রাশিয়া। জানিয়ে দিয়েছে, ১ এপ্রিল থেকে তাদের প্রাপ্য অর্থ না দেয়ার কারণেই এই পদক্ষেপ। রাশিয়া জানিয়েছে, ইউরো নয়, তাদের রুবলেই গ্যাসের দাম দিতে হবে।
রাশিয়ার এই পদক্ষেপে আশঙ্কা প্রকাশ করেছে বাকি ইউরোপ। জার্মান প্রেসিডেন্ট বলেছেন, গ্যাস বন্ধ করে রাশিয়া ব্ল্যাকমেল করার চেষ্টা করছে। তার বক্তব্য, গ্যাস সরবরাহের বিষয়ে রাশিয়ার সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের যে চুক্তি আছে, তাতে কোথাও রুবালে দাম দেওয়ার কথা উল্লেখ করা নেই। ফলে গ্যাস বন্ধ করে রাশিয়া চুক্তিভঙ্গ করেছে।
জাতিসংঘ জলবায়ু প্রতিবেদন: আশা ও শঙ্কার তথ্য
জাতিসংঘের জলবায়ু বিজ্ঞান প্যানেলের প্রতিবেদনে দেখা গেছে, কার্বন নির্গমন এখনও বেড়ে চলেছে৷ দ্রুত ব্যবস্থা না নেয়া হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার ঝুঁকিতে রয়েছে৷ ছবিঘরে থাকছে প্রতিবেদনের কিছু গুরুত্বপূর্ণ তথ্য৷
ছবি: Martin Meissner/AP/picture alliance
কার্বন নিঃসরণ বাড়ছে
পৃথিবীতে এখনও কার্বন নিঃসরণ কমেনি৷ ভূমি ব্যবহারের পরিবর্তন হিসাবে ধরলে ২০১৯ সালে ৫৯ গিগাটন কার্বন নিঃসরণ হয়েছে৷ ২০১০ সালের ৫২ দশমিক পাঁচ গিগাটনের তুলনায় এ পরিমাণ বেড়েছে ১২ শতাংশ৷ অর্থাৎ গত এক দশকে কার্বন নিঃসরণ প্রতি বছর এক দশমিক তিন শতাংশ হারে বেড়েছে৷ তবে ভালো খবর হচ্ছে, আগের দশকে এ হার ছিল দুই দশমিক এক শতাংশ৷ ফলে আগের দশকের চেয়ে গত দশকে নিঃসরণ কমেছে৷
ছবি: Oliver Berg/dpa/picture alliance
গ্রিনহাউজ গ্যাস চেম্বারের পথে
শিল্প বিপ্লব পরবর্তী যুগে তাপমাত্রা বৃদ্ধি দেড় ডিগ্রি সেলসিয়াসের কম রাখতে উচ্চাভিলাষী পদক্ষেপ নেয়ার সুপারিশ করেছে জাতিসংঘের জলবায়ু প্যানেল৷ বর্তমান নির্গমণের পরিসংখ্যান অনুযায়ী কোনো পদক্ষেপ না নেয়া হলে তাপমাত্রা তিন দশমিক দুই ডিগ্রি বাড়বে বলে ধারণা করা হচ্ছে৷ বিভিন্ন দেশের জাতীয় পরিকল্পনা বাস্তবায়ন হলেও তাপমাত্রা বৃদ্ধি সীমিত রাখা সম্ভব হবে না বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে প্রতিবেদনে৷
ছবি: J. David Ake/AP/picture alliance
জ্বালানি ও নির্মাণ
তাপমাত্রা বৃদ্ধি দেড় ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমিত রাখতে হলে ২০৩০ সালের মধ্যে সব গ্রিন হাউজ গ্যাস নির্গমণ অর্ধেক এবং ২০৫০ সালের মধ্যে কার্বন নিঃসরণ শুন্যের কোঠায় নামিয়ে আনতে হবে৷ এর মানে, ২০৫০ সালের মধ্যে বিশ্বে ৯৫ শতাংশ কয়লা, ৬০ শতাংশ তেল এবং ৪৫ শতাংশ গ্যাস কম ব্যবহার করতে হবে৷ একই সঙ্গে ভবন নির্মাণে পরিবেশবান্ধব উপকরণের ব্যবহার বাড়াতে হবে৷
ছবি: Hasan Jamali/AP Photo/picture alliance
অর্থনৈতিক প্রবৃদ্ধি সীমিতকরণ
উষ্ণতা বৃদ্ধি দুই ডিগ্রি সেলসিয়াসের মধ্যে আটকে রাখতে এমন সব পদক্ষেপ নিতে হবে যার ফলে বিশ্বের অর্থনৈতিক প্রবৃদ্ধি সীমিত করবে৷ ২০৫০ সালের মধ্যে বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি এক দশমিক তিন থেকে দুই দশমিক সাত শতাংশ পর্যন্ত নেমে আসবে৷ তবে উষ্ণায়ন কমাতে পারলে সামগ্রিক অর্থনৈতিক সুবিধা এটি কাটিয়ে উঠতে পারবে বলে প্রতিবেদনে আশা প্রকাশ করা হয়েছে৷
ছবি: Bilal Hussein/AP Photo/picture alliance
জীবনযাপনে পরিবর্তন
বিশ্বের তাপমাত্রা কমাতে জনগণের জীবনধারা এবং আচরণের পরিবর্তন আনতে হবে৷ এ লক্ষ্যে বিভিন্ন দেশের সরকারকে ভ্রমণ কমাতে বাড়ি থেকে কাজকে উৎসাহিত করা, সাইকেল চালানো এবং গাড়ির ব্যবহার কমিয়ে হাঁটতে উৎসাহ দেয়া, বা মাংস খাওয়ার চেয়ে উদ্ভিদ-ভিত্তিক খাবারের প্রচার করার মতো ব্যবস্থা গ্রহণের সুপারিশও করা হয়েছে প্যানেলের প্রতিবেদনে৷
ছবি: Stanislav Krasilnikov/TASS/dpa/picture alliance
আশার সংবাদ
প্রতিবেদনে কিছু আশার কথাও তুলে ধরা হয়েছে৷ পরিবেশবান্ধব প্রযুক্তি দিন দিন আরো সহজলভ্য ও সাশ্রয়ী হয়ে উঠছে৷ ২০১০ সালের তুলনায় সৌরশক্তির এক ইউনিটের দাম এখন ৮৫ শতাংশ কম, বায়ুশক্তির দাম কম ৫৫ শতাংশ৷ কিছু দেশে জ্বালানি নীতির পরিবর্তন করায় পুনর্ব্যবহারযোগ্য জ্বালানি এবং বৈদ্যুতিক যানের ব্যবহার বেড়েছে, বন উজাড়ের হার কমেছে৷
ছবি: COMISION FEDERAL DE ELECTRICIDAD/HANDOUT/dpa/picture alliance
6 ছবি1 | 6
বুলগেরিয়া এবং পোল্যান্ডের প্রতিক্রিয়া
বুলগেরিয়াও জানিয়েছে, বিষয়টিকে তারা রাশিয়ার চুক্তিভঙ্গ হিসেবেই দেখছে। দেশের এনার্জি মন্ত্রী আলেকজান্ডার নিকোলভ সাংবাদিকদের জানিয়েছেন, তারা ইউরোপীয় কমিশনের গাইডলাইন মেনেই চলবেন। রাশিয়ার দাবি অসংগত এবং বেআইনি। তার দাবি, রাশিয়াকে তারা এপ্রিলের দাম ইতিমধ্যেই দিয়ে দিয়েছেন কিন্তু রুবলে দেননি। ফলে নতুন করে রুবলে দাম দেওয়ার প্রশ্ন উঠছে না।
পোল্যান্ডও জানিয়েছে, তারাও রাশিয়াকে রুবলে গ্যাসের দাম দেবে না। বিষয়টিকে তারা চুক্তিভঙ্গ হিসেবেই দেখছে। পোল্যান্ডে এনার্জি মন্ত্রী জানিয়েছেন, রাশিয়া যতই হুমকি দিক, তাদের স্টোরেজে ৭৬ শতাংশ গ্যাস পূর্ণ আছে। বিকল্প শক্তি এবং গ্যাসের বিকল্প ব্যবস্থা তারা তৈরি করে রেখেছে বলে জানিয়েছেন মন্ত্রী।
ইউরোপীয় ইউনিয়নের বিবৃতি
বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নের প্রধান উরসুলা ফন ডেয়ার লাইয়েন। টুইট করে তিনি জানিয়েছেন, ফসিল ফুয়েল নিয়ে ক্রেমলিন যে ব্ল্যাক মেল করবে, ইইউ তা আগেই ধারণা করেছিল। বিকল্প ব্যবস্থা তৈরি করা হয়েছে। সার্বিকভাবে রাশিয়ার এই কাজের যোগ্য জবাব দেওয়া হবে।
রাশিয়ার গ্যাসের উপর বিপুলভাবে নির্ভরশীল ইউরোপ। তবে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর বিকল্প ব্যবস্থা তৈরির প্রয়াস শুরু করেছিল ইউরোপের একাধিক দেশ। বিকল্প শক্তির পাশাপাশি অন্য দেশ থেকে তেল এবং গ্যাস নেওয়ার পরিকল্পনাও হয়েছিল। তবে রাশিয়া এত দ্রুত এই পদক্ষেপ নেবে কূটনীতিকদের অনেকেই তা ভাবতে পারেনি।