1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফেসবুককে ঠেকাতে চালু হলো ‘গুগবুক’

৩০ জুন ২০১১

গুগল আর ফেসবুকের মধ্যে ঠান্ডা লড়াই বহুদিনের৷ সাদা চোখে হয়তো মনে হবে, এই দুটি সংস্থার ধরন অনেকটাই আলাদা৷ কিন্তু ইন্টারনেট দুনিয়ায় ক্লিকের যে হিসেব-নিকেশ, তাতে ফেসবুক ক্রমশই গুগলের কাছে চলে আসছে৷

Dossierbild Datensicherheit Google Facebook 2(3)
ছবি: DW/BilderBox

একথা সত্য, এখনো ফেসবুকের চেয়ে গুগলের ব্যবহারকারী বেশি৷ কিন্তু বাণিজ্যিক দিক থেকে কিছুক্ষেত্রে গুগলকে পেছনে ফেলেছে ফেসবুক৷ যেমন, বিজ্ঞাপনদাতারা জানতে চায়, একজন ব্যবহারকারী একটি ওয়েবসাইটে কতক্ষণ সময় কাটায়? গতমাসের হিসেবে দেখা যাচ্ছে, একজন ব্যবহারকারী গুগলের চেয়ে ফেসবুকে ৬২ শতাংশ সময় বেশি কাটায়৷ আর গুগলের চেয়ে প্রায় দ্বিগুণ সংখ্যক বেশি পাতা প্রদর্শন করে ফেসবুকে৷

এবার তাই, ফেসবুক বধে নতুন অস্ত্র নিয়ে মাঠে হাজির গুগল৷ সেবার নাম গুগল+৷ ফেসবুকের যেসব সীমাবদ্ধতা রয়েছে সেগুলো গুগলের এই সেবায় নেই৷ যেমন, ফেসবুক-এ সুযোগ দুটি৷ হয় বন্ধু নয়তো কেউ নয়৷ গুগল+ এ আপনি আপনার পরিচতজনদের বিভিন্ন ক্যাটেগরিতে ভাগ করে আলাদা আলাদাভাবে যোগাযোগ রক্ষা করতে পারবেন৷ যে কোন তথ্য শেয়ারের ক্ষেত্রে গোপনীয়তা রক্ষার পুরো স্বাধীনতা থাকবে আপনার৷ পাবেন রিয়েল টাইম ফটো এবং ভিডিও আপলোডের সুযোগ৷ তাছাড়া, চ্যাটিং এর ক্ষেত্রেও রয়েছে বাড়তি নানা সুযোগ সুবিধা৷

গুগল কিন্তু আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, তাদের এই সেবা ফেসবুকের প্রতিদ্বন্দ্বী নয়৷ তবে, এই সেবার অনানুষ্ঠানিক নাম কিন্তু ‘গুগবুক'৷ মানে গুগলের অভ্যন্তরে এই নামটাই সবাই ব্যবহার করছে৷ সংস্থাটি তিনশত কর্মীকে এই প্রকল্পের পেছনেই কাজে লাগিয়েছে৷

উল্লেখ্য, গুগল এর আগে বেশ ঢাকঢোল পিটিয়ে চালু করেছিল অর্কুট এবং গুগল বাজ৷ হতাশার কথা হচ্ছে, দুটো সেবার কোনটাই বাজারে খুব একটা সুবিধা করতে পারেনি৷ এবার অনেক সতর্ক গুগল৷ ‘গুগল+' কে সংস্থাটি আলাদা কোন পণ্য হিসেবে ঘোষণা করেনি৷ বরং আপাতত ব্যবহারকারীদের জন্য ‘বাড়তি' কিছু হিসেবেই পরিচিতি পাচ্ছে অনানুষ্ঠানিক ‘গুগবুক'৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: রিয়াজুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ