1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফেসবুক-ইন্সট্যাগ্র্যাম

১০ এপ্রিল ২০১২

শেয়ার বাজারে প্রবেশের মাত্র এক মাস আগে ছবি শেয়ারিং প্রতিষ্ঠান ইন্সট্যাগ্র্যাম কেনার ঘোষণা দিল ইন্টারনেট ভিত্তিক সামাজিক যোগাযোগের শীর্ষ মাধ্যম ফেসবুক৷ ফেসবুকের এমন উদ্যোগ নিয়ে শুরু হয়েছে ব্যাপক জল্পনা-কল্পনা৷

A photo illustration shows the applications Facebook and Instagram on the screen of an iPhone in Zagreb April 9, 2012. Facebook announced on Monday that it will pay $1 billion in cash and stock for photo-sharing application Instagram, making its largest-ever acquisition months before the No. 1 social media website is expected to go public. The popular Instagram application, which allows users to add filters and effects to pictures taken on their smartphones, has gained about 30 million users since it first launched in January 2011. REUTERS/Antonio Bronic (CROATIA - Tags: BUSINESS SCIENCE TECHNOLOGY TELECOMS) // Eingestellt von wa
ছবি: Reuters

আধুনিক প্রযুক্তির আশীর্বাদে মানুষ এখন কোন মুহূর্তকেই হারাতে চায় না৷ তাই পথের বাঁকে যেখানেই যা কিছু চোখে পড়ে তা মোবাইল ফোনে ছবি আকারে কিংবা ভিডিও আকারে ধরে রাখতে চায়৷ আর মোবাইল ফোনের সাহায্যে একে-অপরের সাথে ছবি লেনদেন করার কাজটিকে সহজ করেছে ইন্সট্যাগ্র্যাম৷ এমনকি এদের অ্যাপলিকেশনে রয়েছে এমন একটি ফিল্টার, যা দিয়ে এখনকার তোলা ছবিকেও সেই গত শতাব্দীর সত্তরের দশকের ছবিতে পরিণত করা যায় কিংবা পোলারয়েড ক্যামেরায় ধারণকৃত ছবির রূপ দেওয়া যায়৷

যাহোক, সহজতর প্রযুক্তির জন্য এটার ব্যবহারকারীরা তাদের নাস্তায় থাকা স্যান্ডউইচ থেকে শুরু করে মনোরম সূর্যাস্তে প্রিয়ার হাসিমুখের ছবিসহ প্রায় সবকিছুই ধরে রাখে বলে মনে করা হয়৷ তাই মাত্র এক বছরের কিছু বেশি সময়ে ইন্সট্যাগ্র্যাম তিন কোটিরও বেশি মানুষকে আকর্ষণ করতে সক্ষম হয়েছে৷ এছাড়া ২০১১ সালে আইফোনের অ্যাপলিকেশনগুলোর মধ্যে বর্ষসেরা হওয়ার কৃতিত্বও গেছে ইন্সট্যাগ্র্যামের ঝুলিতে৷ ফলে এবার ইন্সট্যাগ্র্যাম'এর উপর নজর পড়েছে ফেসবুকের হর্তা-কর্তাদের৷

মোবাইলে ফেসবুক-ইন্সট্যাগ্র্যামের সহাবস্থানছবি: Reuters

অবশ্য ইন্সট্যাগ্র্যামের এমন সাফল্যকে অর্থ দিয়ে বিচার করাটা বেশ কঠিন ছিল প্রযুক্তিবিদদের কাছে৷ তবুও সেই দুঃসাহস দেখিয়ে দিল ফেসবুক৷ আর মাত্র কয়েক সপ্তাহ পর যারা প্রায় একশ' বিলিয়ন ডলারের শেয়ার বাজারে নামতে যাচ্ছে, তাদের কাছে অবশ্য মাত্র এক বিলিয়ন ডলার দিয়ে ইন্সট্যাগ্র্যাম'কে কেনাটা খুব সামান্য ব্যাপার৷

তবে ফেসবুকের এমন উদ্যোগের প্রেক্ষিতে ওয়েডবুশ প্রতিষ্ঠানের বিশ্লেষক মাইকেল প্যাচটার বলেন, ‘‘ফেসবুক ধীরে ধীরে যেন একে একে সকল শিকার ধরার দিকে এগুচ্ছে৷ তারা এটা নিশ্চিত করতে চায় যে, তাদের পথে কেউ যেন প্রতিদ্বন্দ্বী হিসেবে এসে না দাঁড়ায়, আর এসে দাঁড়ালে তাকে পথ থেকেই সরিয়ে দিতে চায় তারা৷ এটা কেনার মাধ্যমে ফেসবুক তার পথ থেকে এক প্রতিদ্বন্দ্বীকেই শুধু সরিয়ে দিচ্ছে না, একইসাথে ক্রমান্বয়ে আকর্ষণীয় হয়ে ওঠা একটি প্রযুক্তিকেও নিজেদের সেবার কাজে যুক্ত করতে পারছে৷''

তবে ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক সাকারব্যার্গ বলছেন, ‘‘ফেসবুকের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক৷ কারণ প্রথমবারের মতো আমরা এমন একটি পণ্য এবং প্রতিষ্ঠানকে অধিগ্রহণ করছি যেটির প্রচুর ব্যবহারকারী রয়েছে৷'' অবশ্য সমালোচকদের আশঙ্কাকে নাকচ করে দিয়ে সাকারব্যার্গ জানিয়েছেন যে, ইন্সট্যাগ্র্যাম কেনা যদি সম্ভব হয়, তবুও এরপর আর এমন অধিগ্রহণ প্রক্রিয়ার দিকে এগুবে না তারা৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই/ এপি, এএফপি
সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ