1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফেসবুকের ওপর কয়েক ঘন্টার নিষেধাজ্ঞা

১৪ নভেম্বর ২০১০

সৌদি আরবে কয়েক ঘন্টার জন্য নিষিদ্ধ করা হয় ফেসবুককে৷ অভিযোগ, সামাজিক অনুভূতিতে আঘাত হানে এমন বিষয়বস্তু প্রদর্শন করা হয়েছে সাইটটিতে৷ হঠাৎই অবশ্য এই নিষেধাজ্ঞা তুলে নিয়েছে সেদেশ৷

সৌদি সরকার রুষ্ট ফেসবুকের ওপর (ফাইল ফটো)ছবি: picture alliance/dpa

সৌদি টেলিযোগাযোগ সংস্থা'র এক কর্মকর্তা জানিয়েছেন, শনিবার দিনের অধিকাংশ সময়ই সেদেশে বন্ধ ছিল ফেসবুক৷ রক্ষণশীল সৌদি সমাজে আঘাত হানে এমন বিষয়বস্তুর খোঁজ মিলেছিল সাইটটিতে৷ তাই, এই সিদ্ধান্ত৷ অবশ্য শনিবার দিনের শেষেই তুলে নেয়া হয় নিষেধাজ্ঞা৷

শুধু সৌদি আরবই নয়, বাংলাদেশ এবং পাকিস্তানেও এবছর ফেসবুক নিষিদ্ধ করা হয়েছিল৷ ‘এভরিবডি ড্র মোহাম্মদ ডে' নামক এই বিতর্কিত কার্টুন প্রতিযোগিতাকে কেন্দ্র করে পাকিস্তানে ফেসবুক নিষিদ্ধ করা হয়৷ বাংলাদেশেও একইধরনের কারণে খড়গ নামে ফেসবুকের উপর৷ কিন্তু পরবর্তীতে সেসব নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হয়৷

ইউরোপের দেশ জার্মানিতে ফেসবুক ব্যবহারে কোন নিষেধাজ্ঞা নেই৷ তবে, সম্প্রতি এদেশের বেশ কয়েকটি সংস্থা তাদের কার্যালয়ে ফেসবুক নিষিদ্ধ করে৷ মূলত ইন্টারনেট নিরাপত্তা আর কর্মীদের উৎপাদনশীলতা বাড়াতে এই সিদ্ধান্ত৷

উল্লেখ্য, ফেসবুক হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় সামাজিক নেটওয়ার্কিং ওয়েবসাইট৷ ২০০৪ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্য থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে এটি৷ বর্তমানে ফেসবুকে নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা পঞ্চাশ কোটির বেশি৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: সুপ্রিয় বন্দোপাধ্যায়

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ