মার্ক সাকারবার্গ স্বীকার করলেন, গ্রাহকদের তথ্য সংরক্ষণে ব্যর্থ হয়েছে ফেসবুক এবং সে তথ্য অপব্যবহৃতও হয়েছে৷ ফেসবুক ব্যবহারকারীকে না জানিয়ে তাঁদের ব্যক্তিগত তথ্য রাজনৈতিক কাজে ব্যবহার করেছে কেমব্রিজ অ্যানালিটিকা৷
বিজ্ঞাপন
ফেসবুকের তথ্য ফাঁসের জন্য নিজের দায়িত্ব স্বীকার করলেন মার্ক সাকারবার্গ৷ মার্কিন কংগ্রেসের মুখোমুখি হওয়ার আগে তিনি বললেন, ফেসবুকের মতো সামাজিক মাধ্যমগুলি ব্যবহারকারীদের তথ্য সংরক্ষণে যথেষ্ট ব্যবস্থা নেয় না৷ ফেসবুক প্ল্যাটফর্মের অনৈতিক ব্যবহার তারা রুখতে পারেননি৷ ব্রিটেনের তথ্য বিশ্লেষক সংস্থা কেমব্রিজ অ্যানালিটিকা ফেসবুকের ৮ কোটি ৭০ লক্ষ ব্যবহারকারীর তথ্য ব্যবহার করেছে নির্বাচনকে প্রভাবিত করতে৷ এজন্য মার্কিন কংগ্রেস তলব করেছে ফেসবুক সিইও সাকারবার্গকে৷
সেই তলবে হাজিরা দেওয়ার আগে মার্কিন হাউজ এনার্জি অ্যান্ড কমার্স কমিটি সাকারবার্গের বক্তব্য প্রকাশ করেছে৷ সেখানে ফেসবুক প্রধান স্বীকার করেছেন, ‘‘এ ধরনের জিনিস খারাপ কাজেও লাগানো যায়, সেই ক্ষতিকর দিকটা ভেবে আমরা কখনোই যথেষ্ট ব্যবস্থা নিইনি৷ ফলে ভুয়া খবর, ভোটে বিদেশের নাক গলানো, ঘৃণা ছড়ানো ইত্যাদি নানা কাজে ফেসবুক জড়িয়েছে৷’’
ফেসবুকের কিছু ‘সিক্রেট’
সাধারণ ইউজাররা ফেসবুক যেভাবে ব্যবহার করেন, তার বাইরেও মজার ও দরকারি অনেক কিছু করা যায়৷ চলুন ছবিঘরে দেখে নিই তার কয়েকটি৷
ছবি: Imago/INSADCO
দেখুন কে আপনাকে ফিরিয়ে দিলো
আপনি যদি দেখতে চান কে কে আপনার বন্ধুত্বের আহ্বানে সাড়া দেননি, তাহলে সুসংবাদ (অথবা দুঃসংবাদ, নির্ভর করছে আপনি কতটা জনপ্রিয়)৷ খুব সহজেই করতে পারেন৷ কোনো ব্রাউজারে (অ্যাপে নয়) ফেসবুক খুলুন৷ ফ্রেন্ড রিকোয়েস্ট ট্যাবে ক্লিক করুন, ভিউ অলে চাপ দিন৷ ‘ভিউ সেন্ট রিকোয়েস্ট’-এ যান৷ পেয়ে যাবেন৷
ছবি: Fotolia/Thesimplify
অজানা মানুষের সঙ্গে যুক্ত হোন
আপনার ফেসবুক নিউজফিডে নিশ্চয়ই একের পর এক লাইভ ভিডিও আসতেই থাকে৷ কিন্তু জানেন কি, আপনি ফেসবুক লাইভ ম্যাপ দিয়ে দেখতে পারেন এই মুহূর্তে সারাবিশ্বে কে কে লাইভে আছেন? সহজ উপায়৷ লাইভ ভিডিও আইকনে গিয়ে বাম দিকের নেভিগেশন বারে গিয়ে দেখতে পারেন কে কে এই মুহূর্তে লাইভ ভিডিও করছেন৷ অথবা ইংরেজিতে ফেসবুক ডট কমের পরে স্ল্যাশ দিয়ে লাইভম্যাপস লিখলেও চলে আসবে৷
ছবি: Privat
আপনার ‘অন্য’ ইনবক্স দেখেন কি?
আপনার আদার বা অন্য ইনবক্সটি খেয়াল রাখেন তো? যদি ফেসবুক মনে করে কোনো একটি মেসেজ স্প্যাম, তাহলে সেটি আপনার মেসেজ রিকোয়েস্ট ইনবক্সে চলে যায়৷ একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সেখানে থাকে৷ এরপর ফিলটার্ড হয়ে যায়৷ ফিলটার্ড মেসেজও আপনি চাইলে দেখতে পারবেন, ক্লিক করুন ‘See Filtered Message’৷
ছবি: picture-alliance/dpa/W. Kastl
ক’টা ছবি লাইক করলেন এ পর্যন্ত
দেখে নিন এ পর্যন্ত ক’টা ছবি লাইক দিয়েছেন ফেসবুকে৷ আপনার প্রোফাইলে গিয়ে সার্চ বাটনে লিখুন ‘Photos Liked By Me’৷ কে কে এখন পর্যন্ত আপনার ছবি লাইক দিয়েছে তা-ও জেনে নিন৷ লিখুন, ‘Photos Liked by .....’৷ খালি জায়গায় ঐ ব্যক্তির নামটি লিখুন৷ আপনি এছাড়াও বছর ও জায়গা দিয়েও ছবি সাজাতে পারেন৷ করলেন? এবার ছবি দেখে দেখে স্মৃতি রোমন্থন করুন৷
ছবি: Privat
গেমস খেলুন মেসেঞ্জারে
মেসেঞ্জার অ্যাপ যারা আলাদা করে ব্যবহার করেন, তারা নীচে গেমস অপশনে গিয়ে বন্ধুদের সঙ্গে জমিয়ে নানা গেমস খেলতে পারেন৷ চেস, স্কি, বাস্কেটবলসহ অনেক গেমস৷ চাইলে চ্যালেঞ্জও ছুঁড়ে দিতে পারেন বন্ধুদের৷
ছবি: Privat
লগ আউট করতে ভুলে গেছেন?
হয়তো আপনি অন্য কারো কম্পিউটার বা অফিসের কম্পিউটারে বা কোনো সাইবার ক্যাফের কোনো পিসিতে বসে ফেসবুক লগইন করেছিলেন৷ কিন্তু ফেরার সময় লগ আউট করতে ভুলে গেছেন৷ কোনো সমস্যা নেই৷ অন্য কোথাও লগইন করুন৷ সেটিংসের সিকিউরিটি অপশনে যান৷ এরপর যেখানে লগইন করেছেন সেই জায়গায় যান এবং ‘log out’ চাপুন৷ ব্যস হয়ে গেল৷
ছবি: Privat
যারা চোখে দেখতে পান না তাদের জন্য..
দু’বছর আগে ফেসবুক নতুন একটি ভয়েস টুল চালু করে যারা চোখে দেখতে পান না তাদের জন্য৷ সেই টুল বলে দেয় একটি ছবিতে কী কী বস্তু আছে৷ কয়েক মাস আগে তারা ফেস রিকগনিশন টুলটি আপগ্রেড করেছে৷ এখন টুলটি বলে দেয়, একটি ছবিতে কে কে আছেন তাদের পরিচয়, কারা সেখানে লাইক বা রিঅ্যাক্ট করেছে তাদের পরিচয় এবং কমেন্টে কী কী লেখা হয়েছে সেগুলো৷
ছবি: Privat
রক্ত দিন, জীবন বাঁচান
ফেসবুক বাংলাদেশে একটি বিশেষ ফিচার চালু করেছে৷ সেখানে যার রক্ত প্রয়োজন এবং যারা রক্ত দাতা, তারা রেজিস্টার করতে পারবেন৷ তাতে দেশটিতে খুব সহজে রক্তের ঘাটতি পূরণ হবে বলে মনে করে ফেসবুক৷
ছবি: Privat
8 ছবি1 | 8
আজ ও আগামীকাল সাকারবার্গ কংগ্রেসের দুটো কমিটির প্রশ্নের মুখে পড়বেন৷ ফেসবুকের ১৪ বছরের ইতিহাসে এই প্রথম ব্যাক্তিগত তথ্য ফাঁসের অভিযোগ৷ মূলত যুক্তরাষ্ট্রের লক্ষ লক্ষ ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য বেহাত হয়ে যাওয়ার পরে সেই অভিযোগ আরও তীব্র হয়েছে৷ ফেসবুক নিজেও স্বীকার করেছে যে, ৮ কোটি ৭০ লক্ষ মানুষের তথ্যই বেহাত হয়েছে৷
সাকারবার্গ বলেছেন, ‘‘আমি দুঃখিত৷ আমাদের দায়িত্ব সম্পর্কে আমরা যথেষ্ট ওয়াকিবহাল ছিলাম না৷ সেটা একটা মস্ত বড় ভুল৷ এটা আমারই ভুল৷ আমিই এই সংগঠন চালিয়েছি৷ কাজেই এখানে যা কিছু হয়েছে তার জন্য আমিই দায়ী৷’’
সাকারবার্গ আশ্বাস দিয়েছেন যে, পরবর্তী সময়ে ব্যবহারকারীদের তথ্য আর পাচার হবে না৷ তৃতীয় কেউ এসে যাতে সেই তথ্য হাতিয়ে নিতে না পারে সে দিকে সতর্ক নজর রাখবে ফেসবুক৷
সাকারবার্গ জানালেন, সন্দেহজনক কাজকর্ম দেখলেই ফেসবুক এবার ফরেনসিক অডিট করানোর সিদ্ধান্ত নিয়েছে৷ বিভিন্ন অ্যাপের ক্ষেত্রেও নেওয়া হচ্ছে বাড়তি সতর্কতা৷ কেউ তথ্য সংক্রান্ত ব্যাপারে কোনও গরমিল করলেই সঙ্গে সঙ্গে তা বন্ধ করে দেওয়া হবে৷
৩৩ বছর বয়সি সাকারবার্গ জানিয়েছেন, তাঁরা অনলাইনে তথ্য ঘিরে লড়াই আর হতে দিতে চান না৷ সোশ্যাল মিডিয়ার তরফে বিষয়টি খতিয়ে দেখতে ফেসবুক স্বাধীন গবেষণাধর্মী কমিটি গঠন করতে চলেছে৷ ভোট এবং গণতন্ত্রে সামাজিক মাধ্যমের ব্যবহার নিয়ে গবেষণা করাই এর মূল লক্ষ্য হবে৷ এই কমিটি যুক্তরাষ্ট্রের সংস্থা এবং প্রাতিষ্ঠানিক গবেষকদের সঙ্গে কথা বলবে৷ সে জন্য গবেষকও খুঁজে নেবে ফেসবুক৷ এঁরাই ঠিক করবেন, কোন কোন বিষয়ের উপর নজর রাখা হবে তথ্য ফাঁস রুখতে৷