1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফেসবুকে কুমার বিশ্বজিতের আবেগঘন পোস্ট

২২ ফেব্রুয়ারি ২০২৩

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত সন্তান নিবিড় ও তার নিহত তিন বন্ধুর জন্য দোয়া প্রার্থনা করে ফেসবুকে আবেগঘন পোস্ট করেছেন সংগীত শিল্পী কুমার বিশ্বজিৎ।

Kumar Bishwajit
ছবি: DW/Arafatul Islam

২১ ফেব্রুয়ারি কুমার বিশ্বজিৎ ফেসবুকে লিখেছেন, "জীবন কখনো কখনো অনেক বড় পরীক্ষার অন্য এক নাম। হঠাৎ আসা কোনো ঝড়ের মতো গত ১৩ ফেব্রুয়ারি ক্যানাডার টরন্টো শহরে আমার একমাত্র সন্তান নিবিড় এবং তার তিন বন্ধু আরিয়ান দীপ্ত, শাহরিয়ার খান মাহির ও এঞ্জেলা শ্রেয়া বাড়ৈ এক সড়ক দুর্ঘটনায় পতিত হয়। আরিয়ান, মাহির ও শ্রেয়া আমাদের সবাইকে ছেড়ে অন্য দুনিয়ায় চলে গেছে।"

নিবিড়ের বন্ধুদের সম্পর্কে জনপ্রিয় এ শিল্পী বলেন, "নিবিড়ের মতো বাকি তিনজনকে আমি আমার সন্তানই মনে করি। তারা আমার পরিবারেরই একটা অংশ। তাদের সবার সাথেই আমার সম্পর্ক ছিল বন্ধুতুল্য। আমি মেনে নিতে পারছি না তারা নেই। সন্তান হিসেবেই তাদের স্মৃতি আমার হৃদয়ে থাকবে চিরজাগ্রত। আমি তাদের আত্মার শান্তি কামনা করি।"

নিবিড় এখনো আইসিইউতে শয্যাশায়ী জানিয়ে কুমার বিশ্বজিৎ লিখেছেন আকস্মিক ঘটনায় মানসিকভাবে ভীষণ বিপর্যস্ত তিনি। "আমার পরিবারের দুঃসহ অবস্থা কাটিয়ে উঠার জন্য যারা দোয়া/আশীর্বাদ করেছেন ও করছেন, তাদের কাছে আমি চিরঋণী৷” ।

গত সপ্তাহে টরন্টোতে বন্ধুদের নিয়ে গাড়ি চালাচ্ছিলেন নিবিড়। এ সময় দুর্ঘটনা ঘটলে সকলেই গুরুতর আহত হয়। পরবর্তীতে তিন বন্ধু মারা যায়। নিবিড় টরন্টোর সেন্ট মাইকেল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন আছেন। বাবা কুমার বিশ্বজিৎ ও মা নাঈমা সুলতানাও সেখানে আছেন।

একেএ/এসিবি

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ