1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফেসবুকে ঢাকাই তরুণীর বিকৃত ছবি, মামলা

১ ডিসেম্বর ২০১০

ঢাকায় পালিত হল ‘পুলিশি হরতাল’, মানে হরতালে রাস্তার দখল ছিল পুলিশের কাছে৷ রয়েছে বিজয়ের মাস নিয়ে প্রতিবেদন৷ শেখ হাসিনার জাপান সফর৷ আর ফেসবুকে বিকৃত ছবি প্রকাশের দায়ে মামলা নিয়ে খবর৷

ফেসবুক নিয়ে কত যে বিপত্তি!ছবি: dpa

‘পুলিশি হরতাল'

‘পিকেটারদের নামতেই দেয়নি পুলিশ', হরতাল সম্পর্কে এই শিরোনাম করেছে দৈনিক যুগান্তর৷ বিএনপি'র মঙ্গলবারের হরতালকে নজিরবিহীন বলেছে গণমাধ্যম৷ কেননা, পুলিশই কার্যত রাস্তা দখল করে রাখে৷ রাজনৈতিক পর্যবেক্ষকরা তাই বলছেন, হরতাল সফলে সাহায্য করেছে পুলিশ৷ তবে নানা জায়গায় ছোট ছোট সংঘর্ষে আহত আড়াইশো, গ্রেপ্তার ৪ শতাধিক৷ এখানে লক্ষণীয় হচ্ছে, এই হরতালের সময় বিএনপির নারী কর্মীদের আটকের কিছু ছবি প্রকাশ করেছে বিডিনিউজ টোয়েন্টফোর ডটকম সহ কয়েকটি পত্রিকা৷ বেশ আলোচনা হচ্ছে এসব ছবি নিয়ে৷

বিজয়ের মাস

দৈনিক ইত্তেফাক, দৈনিক সমকালসহ প্রায় সব দৈনিকেই জায়গা পেয়েছে এই খবর৷ এবার বিজয়ের ৪০ বছরে পা দিচ্ছে বাংলাদেশ৷ এই মাসটিকে তাই ভালোভাবেই উদযাপন করা হবে৷ দৈনিক সমকালের শিরোনাম, ‘বিজয়ের মাসের প্রথম প্রহরে আলোর মিছিল'৷ যুদ্ধাপরাধীদের বিচারের দৃঢ় অঙ্গীকারে ডিসেম্বরের প্রথম প্রহরে আলোর মিছিল করেছে একটি রাজনৈতিক দল৷ এখানে বলে রাখা ভালো, বিজয়ের মাসে ডয়চে ভেলে সেক্টর কমান্ডারদের নিয়ে ধারাবাহিক অনুষ্ঠান প্রচার করবে৷ আজকে একটু পরেই শোনা যাবে, সেক্টর কমান্ডার কে এম সফিউল্লাহ'র বিশেষ সাক্ষাৎকার৷

হাসিনার জাপান সফর

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর শিরোনাম, ‘জাপানের সঙ্গে বাণিজ্য অসমতা কমাতে চান প্রধানমন্ত্রী'৷ মঙ্গলবার শেখ হাসিনার সম্মানে নৈশভোজের আয়োজন করেন ওসাকার গভর্নর তরু হাশিমোতো৷ এসময় বাংলাদেশের সঙ্গে বাণিজ্যে অসমতা কাটিয়ে তুলতে জাপানি ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান হাসিনা৷

সাইবার ক্রাইম

‘সাইবার ক্রাইম: ঢাকার আদালতে প্রথম মামলা' - ফেসবুকে মিথ্যা তথ্য দিয়ে প্রতারণার অভিযোগে এক কলেজছাত্রী দু'জনের বিরুদ্ধে মামলা করেছে৷ বাদির অভিযোগ, সাংবাদিক পরিচয় দিয়ে দুই ব্যক্তি তাকে চাকরি দেয়৷ এরপর এদের মধ্যে একজন ঐ তরুণীকে বিয়ের প্রস্তাব দেয়৷ তরুণী রাজি না হলে তার বিভিন্ন ছবি বিকৃত করে ফেসবুকে ছেড়ে দেয় অভিযুক্তরা৷ একই ধরণের অভিযোগে গত রবিবার চট্টগ্রামে একজনকে আটক করেছে পুলিশ৷ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এই খবর দিয়েছে৷

গ্রন্থনা: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: সুপ্রিয় বন্দোপাধ্যায়

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ