1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফেসবুকে নিজের অবস্থান জানানোর নতুন উপায়

২০ আগস্ট ২০১০

‘জিওট্যাগিং’ নিয়ে মাতামাতির শুরুটা খুব বেশিদিনের নয়৷ সহজে ইন্টারনেটে নিজের সর্বশেষ অবস্থান জানানোর এক নয়া তরিকা এই ‘জিওট্যাগিং’৷ ইতিমধ্যে এই সেবা দিয়ে জনপ্রিয় হয়েছে কয়েকটি ওয়েবসাইট৷ তাই, ফেসবুকও দিচ্ছে নতুন এই সেবা৷

সবাইকে ছাড়িয়ে শীর্ষে ফেসবুকছবি: DW/BilderBox

ধরুন কোন এক রেস্তোরায় গিয়েছেন আপনি, কিংবা আছেন কোন শপিং মলে৷ বন্ধুদের খুব সহজেই তা জানাতে পারেন ফেসবুকের নতুন এই সেবা ব্যবহার করে৷ এজন্য শুধু ‘চেক ইন' করতে হবে আপনার মোবাইলে৷ এরপর স্বয়ংক্রিয়ভাবে ফেসবুক আপনার বন্ধুদের জানাবে কোথায় আছেন আপনি৷

বলে বসবেন না, এটাতো আগেও জানানো যেত৷ স্ট্যাটাসে লিখে দিলেই হল! না, এবারকার বিষয়টি আরো সহজ৷ এখানে, আপনার মোবাইল ফোনই জানান দেবে আপনার সঠিক লোকেশনের৷ তাই, ছলচাতুরির সুযোগ আর থাকছে না৷

মার্ক জুকারবের্গ জানিয়েছেন, পর্যায়ক্রমে সব দেশের ফেসবুক ব্যবহারকারীই এই সেবার আওতায় আসবেছবি: picture-alliance/dpa

ফেসবুকের প্লেসেস প্রোডাক্ট ম্যানেজার মিখায়েল ইয়েল শ্যারনের কথায়, এখন থেকে ফেসবুক ব্যবহারকারীরা দ্রুতই জানাতে পারবেন তাদের সর্বশেষ অবস্থান৷ আর তা মুহূর্তেই শেয়ার হবে বন্ধুদের মাঝে৷

তবে, লোকেশন জানানোর এই নয়া তরিকা আপাতত সীমাবদ্ধ শুধু মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে৷ ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবের্গ অবশ্য জানিয়েছেন, পর্যায়ক্রমে সব দেশের ফেসবুক ব্যবহারকারীই এই সেবার আওতায় আসবে৷

ফেসবুক প্লেস মানে লোকেশন জানানোর সেবা ব্যবহার করতে প্রয়োজন পড়বে একটু ভালো মানের মোবাইল ফোন৷ আইফোন বা স্মার্টফোনগুলোতে এটি কাজ করবে অনায়াসে৷

অবশ্য ইতিমধ্যেই বিতর্কও শুরু হয়েছে ফেসবুকের নতুন এই সেবা নিয়ে৷ ফেসবুকে লোকেশন জানানোর ক্ষেত্রে ব্যবহারকারী কতটা নিয়ন্ত্রণ বজায় রাখতে পারবেন তাই নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ