1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সালমান, অমিতাভ

১৬ সেপ্টেম্বর ২০১২

বলিউড তারকারা অবশেষে একে একে ফেসবুকে প্রবেশ শুরু করেছেন৷ এতদিন টুইটারে তারা সক্রিয় ছিলেন বেশি৷ আমির, প্রিয়াঙ্কার পর দিন কয়েক আগে ফেসবুকে যাত্রা শুরু করেন অমিতাভ বচ্চন৷ এবার এলেন সালমান খান৷

Bollywood actor Salman Khan looks on during Kingfisher swimsuit calendar launch in Mumbai, India, Saturday, Dec. 18, 2010. (ddp images/AP Photo/Rajanish Kakade)
ছবি: AP

সালমান খান লিখে ফেসবুকের খোঁজ বোতামটি চাপলে অনেক পাতার সন্ধান পাওয়া যায়৷ এদের মধ্যে কোনোটি এমনভাবে পরিচালিত যে, মনে হবে আসল সালমানের বুঝি দেখা পাওয়া গেল৷ কিন্তু সেগুলো সবই ভুয়া পাতা৷ আসল সালমান এতদিন ছিলেন না ফেসবুকে৷

গত সপ্তাহে আসল সালমান মানে বলিউড তারকা সালমান খান ফেসবুকে প্রবেশের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন৷ নিজের পাতায় একটি ভিডিও বার্তাও প্রকাশ করেছেন এই তারকা৷ সালমান বলেন, ‘‘অনেকে আমার কাছে জানতে চেয়েছে, আমি কেন ফেসবুকে নেই৷ তারা আরো বলেছে, আমার নামে অনেক ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে, যা বিভ্রান্তি ছড়াচ্ছে৷''

সালমান নামে যারা ভুয়া ফেসবুক পাতা খুলেছেন তাদেরকে সতর্ক করেছেন এই বলিউড তারকা৷ ভুয়া অ্যাকাউন্টগুলোর প্রতি তাঁর আহ্বান হচ্ছে, ‘হয় আমার আনুষ্ঠানিক পাতায় আসো, নাহয় দূর হও৷’

সালমান খানছবি: AP

ফেসবুকে প্রবেশের কয়েকদিনের মধ্যেই প্রায় ত্রিশ লাখ লাইক পেয়েছেন সালমান খান৷ তাঁর পাতায় প্রতিনিয়তই যুক্ত হচ্ছে অনেক মানুষ৷ সালমান সম্পর্কিত সর্বশেষ সব খবরাখবর পাওয়া যাবে এই পাতায়৷

প্রসঙ্গত, গত মাসে ফেসবুকে যোগ দেন বলিউড ‘বিগ বি' অমিতাভ বচ্চন৷ সেসময় তিনি বলেন, ‘‘আমি আমার ব্লগে আশাতীত সাড়া পেয়েছি, যা আমাকে উৎসাহিত করেছে এবং এজন্যই আমি ভক্তদের সঙ্গে যোগাযোগের আরো একটি পথ (ফেসবুক) উন্মুক্ত করেছি৷''

ফেসবুক পাতার মাধ্যমে শুধু ভারতীয় নয়, গোটা বিশ্বের ভক্তদের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে চান অমিতাভ৷ তবে ফেসবুক ভক্তের বিচারে ইতিমধ্যে বিগ বি'কে টপকে গেছেন সাল্লু ভাই৷ সালমান ভক্ত সংখ্যা যেখানে ত্রিশ লাখ ছুঁইছুঁই, সেখানে অমিতাভের রয়েছে প্রায় পঁচিশ লাখ ভক্ত৷ অন্যদিকে প্রিয়াঙ্কা চোপড়ার ফেসবুক ভক্তের সংখ্যা ত্রিশ লাখের কিছু বেশি, আমির খানের পঞ্চাশ লাখের বেশি৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম (পিটিআই)

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ