1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফেসবুকে যা সম্ভব নয়

২৫ আগস্ট ২০১০

সব জাতিই চলে নিজ নিজ নিয়ম কানুনে৷ লাল বাতি থাকলে গাড়ি ডান দিকে ঘোরানো যাবেনা কিংবা টিকিট ছাড়া বাসে চড়া নিষেধ৷ সবই নিয়ম৷ ফেসবুক নামক অনলাইন জাতি যার কিনা অধিবাসী ৫০০ মিলিয়ন তারও কিন্তু আছে কিছু ‘নিজস্ব’ নিয়ম!

ফেসবুক তার রাজত্বে ডিসলাইক এর সুযোগ দেবেনাছবি: DW/BilderBox

মার্ককে ব্লক নয়

শুরুটা ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জুকারবের্গকে দিয়েই হোক৷ ফেসবুকে এই ব্যক্তিটিকে আপনি ব্লক করতে পারবেননা৷ চেষ্টা করে দেখুন৷ বার্তা দেবে ‘ব্লক ফেইলড'৷ হতাশ হচ্ছেন? ফেসবুকে এতকিছু ব্লক করা যায়, অথচ মার্ককে নয়! কী করা যাবে বলুন, ৫০০ মিলিয়ন মানুষের রাজা যে তিনি৷ অবশ্য ফেসবুকের একটি ব্যাখ্যা আছে, তা হচ্ছে একজন মানুষ মানে মার্ককে অসংখ্য বার ব্লক করার চেষ্টা করা হয়েছে৷ তাই, সংস্থাটির সন্দেহ এটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে কাউকে ছোট করার চেষ্টা!!!

ডিসলাইক নয়

ফেসবুকে যখন লাইক অপশন যোগ করা হয়েছিল, তখন ডিসলাইক এর কথাও আলোচনা হয়৷ কিন্তু ফেসবুক তার রাজত্বে ডিসলাইক এর সুযোগ দেবেনা৷ সুতরাং কোন বন্ধু যদি বিড়ালের মাছ খাবার ভিডিও দেয় সেটা যেমন আপনি ডিসলাইক করতে পারবেননা৷ তেমনি পারবেননা কোন মন্তব্যকে অপছন্দ করলে সেটাকে এক ক্লিকে জানান দিতে৷

ফেসবুক নামক অনলাইন জাতি যার কিনা অধিবাসী ৫০০ মিলিয়ন তারও কিন্তু আছে কিছু ‘নিজস্ব’ নিয়মছবি: picture-alliance/dpa

মারিজুয়ানা নয়

ফেসবুক সম্প্রতি আলোচনায় এসেছে মারিজুয়ানার সমর্থনে প্রচারিত এক বিজ্ঞাপন বন্ধ করে৷ ক্যালিফোর্নিয়ার একটি সংগঠন যুক্তরাষ্ট্রে মারিজুয়ানা বৈধ করার পক্ষে জনসমর্থন আদায়ের চেষ্টা করছিল৷ এজন্য বিজ্ঞাপনও দেয়া হয় ফেসবুকে৷ কিন্তু ফেসবুক সে বিজ্ঞাপন বন্ধ করে দিয়েছে৷ কারণ, বিজ্ঞাপনের বিষয়বস্তু নয়, সেটির ছবি৷ মারিজুয়ানা পাতার ছবি কিছুতেই সাইটে দেখাতে রাজি নয় ফেসবুক৷ তাদের, নো মারিজুয়ানা ফটো নীতি পাল্টাবার সাধ্যি কার!

ফেসবুক উৎপাদনশীল নয়

ফেসবুক কী কখনো আপনার জন্য উৎপাদনশীল বা লাভজনক হতে পারে? না, কখনোই না৷ এটি শুধুই সময় অপচয়ের এক জগৎ৷ বলতে পারেন, এখানে পাতা খুলেতো নানা কিছুর বিজ্ঞাপন করা যায়৷ কিংবা সাইট লিংক পাঠিয়ে ক্লিক বাড়ানো যায়৷ কিন্তু বাস্তবতা হচ্ছে, ফেসবুকে কেউ শিক্ষা নিতে যায়না৷ বরং অধিকাংশই ব্যস্ত অপরিচিত বা অল্প পরিচিতদের ছবি খুঁজে খুঁজে দেখতে কিংবা কে কী দিয়ে নাস্তা সারলো অথবা কার সারাদিন কেমন কেটেছে তা জানতে৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ