1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফেসবুকে লিখতে শেখাবে দিল্লি বিশ্ববিদ্যালয়

রাজীব চক্রবর্তী নতুন দিল্লি
৪ মে ২০১৭

দিল্লি বিশ্ববিদ্যালয়ে পাঠ্য বিষয় হতে চলেছে ফেসবুক পোস্ট রাইটিং৷ সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের কোর কমিটির বৈঠকে এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ তবে, আপাতত ঐচ্ছিক বিষয় হবে ফেসবুক পোস্ট৷ পড়ানো হবে আধুনিক লেখক চেতন ভগতের বইও৷

Deutschland Negativ-Journalistenpreis «Verschlossenen Auster» geht an Facebook
ছবি: picture alliance/dpa/K. Nietfeld

ইদানিং সোশ্যাল সাইট নিয়ে ভারতে হইচই মোটেই কম হচ্ছে না৷ মত প্রকাশের স্বাধীনতা নিয়ে বিতর্ক চলছেই৷ এরই মধ্যে এক অভিনব সিদ্ধান্ত নিয়ে ফেলেছে দিল্লি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ৷ বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা কলেজগুলিতে স্নাতকস্তরে ইংরেজি সাহিত্যের পাঠ্যে পড়ানো হবে ‘‌ফেসবুকের দেওয়ালে পোস্ট লেখার পদ্ধতি’৷ ক’দিন আগেই এই সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ৷ এটি আপাতত ঐচ্ছিক পত্রের মধ্যেই সীমাবদ্ধ রাখা হবে৷ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মনে করছে, ব্লগ লেখা এবং কভার লেটারের মতোই ফেসবুক পোস্ট লেখাতেও সাবলীলতা থাকা জরুরি৷ সেখানেও ভাষা ব্যবহারে সতর্ক হতে হবে ব্যবহারকারীদের৷ সোশ্যাল মিডিয়ার যুগে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন তাঁরা৷

সময়োপযোগী সিদ্ধান্ত: সোমশ্রী হোড়

This browser does not support the audio element.

দিল্লি বিশ্ববিদ্যালয়ের গবেষক ছাত্রী সোমশ্রী হোড় বললেন, ‘‘‌সোশ্যাল সাইট এবং আমাদের সমাজের মধ্যে আজ আর খুব বেশি পার্থক্য নেই৷ নির্ভয়ে বহু মানুষ এখানে নিজেদের মত প্রকাশ করেন৷ যে কোনও ছাত্র, যিনি ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা করছেন, তিনি নিজেকে প্রকাশ করতে চান৷ সুতরাং বিশ্ববিদ্যালয় তাদের পাঠ্যসুচীতে ফেসবুক পোস্ট লেখা শেখানোর বিষয়টি অন্তর্ভুক্ত করে সময়োপযোগী সিদ্ধান্ত নিয়েছে৷ তবে, শুধু দিল্লি নয়, অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলিও যদি তা করে তাহলে শিক্ষা ক্ষেত্রে নবজাগরণ হবে৷ এতে ভবিষ্যতে উপকৃত হবে ছাত্রছাত্রীরা৷’’

ইতিমধ্যেই প্রস্তাবটি বিবেচনার জন্য বিশ্ববিদ্যালয়ের সব ডিগ্রি কলেজে পাঠানো হয়েছে৷ সেখানকার অধ্যাপকদের মতামত নিয়েই প্রস্তাবটি কার্যকর করা হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ৷ ‌১ মে’র মধ্যে কলেজগুলিকে ফিডব্যাক দিতে বলা হয়েছিল৷ কারণ, শিক্ষাবর্ষ শুরুর আগেই প্রস্তাবটি কার্যকর করতে চাইছে তারা৷

দিল্লি বিশ্ববিদ্যালয়ের প্রথমবর্ষের ছাত্র দ্বৈপায়ন মুখার্জির কথায়, ‘‘‌আজকের দিনে ফেসবুক এমনই একটা জরুরি বিষয় হয়ে উঠেছে যেখানে সারাক্ষণ বিভিন্ন মানুষের সঙ্গে যোগাযোগ হচ্ছে৷ মতামত বিনিময় হচ্ছে৷ সেদিক থেকে বিষয়টিকে অবহেলা না করে শিক্ষার অঙ্গ হিসেবে স্বীকৃতি দেওয়াও প্রয়োজন৷ তবে, চেতন ভগতের বইকে পাঠ্যসূচীতে নিয়ে আসাকে সমর্থন করি না৷ কারণ, ইংরেজি সাহিত্য শেখার জন্য বহু গুনী সাহিত্যিক রয়েছেন৷ তাঁদের গুরুত্ব দেওয়া উচিত৷’’

'চেতন ভগতের বইকে পাঠ্যসূচিতে নিয়ে আসা সমর্থন করি না’

This browser does not support the audio element.

যুব প্রজন্মের কাছে প্রায় কিংবদন্তির পর্যায়ে পৌঁছে গিয়েছেন চেতন ভগত৷ ইঞ্জিনিয়ার থেকে ব্যাঙ্কার৷ অবশেষে সব ছেড়ে সাহিত্যের দুনিয়ায় প্রবেশ৷ ভাষার বাহুল্য নয়, সরল, অকপট ভাষায় একের পর এক উপন্যাসে তুলে ধরেছেন সাধারণ মানুষের কথা৷ পৌঁছে গিয়েছেন খ্যাতির শীর্ষে৷ এবার তাঁর মুকুটে জুড়ছে এক নতুন পালক৷ এবার থেকে দিল্লি বিশ্ববিদ্যালয়ের স্নাতকস্তরের ইংরেজি পাঠ্যক্রমে থাকবে তাঁর লেখা ‘ফাইভ পয়েন্ট সামওয়ান’ নামের উপন্যাসটি৷ চলতি বছরের জুলাই মাস থেকেই চালু হবে নয়া পাঠ্যক্রম৷

জানা গেছে, দিল্লি বিশ্ববিদ্যালয়ের স্নাতকস্তরের দ্বিতীয় বর্ষের সিলেবাসে থাকছে ‘ফাইভ পয়েন্ট সামওয়ান’৷ পাশাপাশি এই নতুন পাঠ্যক্রমে থাকছে জে কে রাউলিংয়ের ‘হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোজফার্স স্টোন’৷ থাকছে আগাথা ক্রিস্টির ‘মার্ডার অন দ্য ওরিয়েন্ট এক্সপ্রেস’ এবং মার্কিন কবি ও লেখক লুইসা এম এলকটের উপন্যাস৷ নতুন সিলেবাসের খসড়া তৈরি হয়ে গিয়েছে৷ এবার অ্যাকাডেমিক ও একজিউটিভ কাউন্সিলের সন্মতি পেলেই চালু হবে এই পাঠ্যক্রম৷

প্রিয় পাঠক, আপনি কিছু বলতে চাইলে লিখুন নীচে মন্তব্যের ঘরে...

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ