1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফেসবুকে হরতাল

আরাফাতুল ইসলাম২০ মার্চ ২০১৩

রাজনীতিবিদদের ভাষায় আন্দোলনের এক ‘মোক্ষম অস্ত্র’ হরতাল৷ এই অস্ত্র তাই হাতছাড়া করতে রাজি নয় শীর্ষ রাজনৈতিক দলগুলো৷ হরতালে কিন্তু মূল ভোগান্তি আমজনতার৷ সেই আমজনতা এবার হরতালের প্রতিবাদে হরতালে শরিক হচ্ছেন৷

ছবি: Facebook

রাস্তায় বের হলে পিকেটার সন্দেহের পুলিশের পিটুনি খেতে পারেন, হতে পারেন পিকেটারদের আক্রমণের শিকার৷ হরতাল চলাকালে এসব আশঙ্কা থাকেই৷ তাই অনেকেই হয়ে পড়েন স্বেচ্ছায় গৃহবন্দি৷ হরতাল মানেই বন্ধ স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়৷ সরকারি-বেসরকারি অফিস, আদালতেও কাজে পড়ে ভাটা৷ বন্ধ বাণিজ্যিক কার্যক্রম, আর্থিক ক্ষতি শত কোটি টাকার৷

এত ঝুঁকির মধ্যেও জীবিকার তাগিদে বেরুতে হয় অনেককে৷ আর তারাই হন সহিংসতার নির্মম শিকার৷ গাড়িতে লাগানো আগুনে পুড়ে দগ্ধ হন সাধারণ মানুষ৷ পিকেটারের ছোঁড়া ইটের আঘাতে প্রাণ যায় রিকশা চালকের, ট্রাক ড্রাইভারের৷ হরতাল তাই সবদিক থেকেই ক্ষতিকর৷

‘মোক্ষম অস্ত্র' হরতাল

কিন্তু রাজনীতির এই ‘মোক্ষম অস্ত্র' হাতছাড়া করতে রাজি নন রাজনীতিবিদরা৷ তাই শেখ হাসিনা যখন বিরোধী নেত্রী ছিলেন, তখন হরতাল দিয়ে রেকর্ড গড়েন তিনি৷ আর এখন বিরোধী নেত্রী হিসেবে খালেদা জিয়া হাসতে হাসতে ঘোষণা করেন হরতাল, জানান প্রাণহানির আগাম খবর৷ রাজনীতিবিদদের এই হরতাল হরতাল খেলায় অধিকাংশ ক্ষেত্রে জনতার প্রাণের কোন দাবি স্থান পায়না৷ বরং ক্ষমতা নিয়ে কাড়াকাড়ির হাতিয়ার হরতাল৷

সাধারণ জনতা এসব হরতালে যে কতটা বিরক্ত, সেটার প্রমাণ মিলল ফেসবুকে৷ রাজনীতিবিদদের ‘মোক্ষম অস্ত্র' ধ্বংসে এবার এক অভিনব হরতালে শরিক হচ্ছেন তারা৷ উদ্যোগের নাম ‘হরতালের প্রতিবাদে ফেসবুকে হরতাল!' আগামী ২৩ মার্চ বাংলাদেশ সময় রাত নটা থেকে দশটা অবধি পালন করা হবে এই হরতাল৷

ফেসবুকে হরতাল

This browser does not support the audio element.

ফুটপাতে জুতা বিক্রেতার ছবি

ফেসবুকে এই হরতাল আহ্বান করেছেন রাজিব হাসান নামক এক ব্যক্তি৷ ব্যক্তিগতভাবে কোনো রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী নন তিনি৷ তবে দেশের রাজনীতি সম্পর্কে সচেতন তিনি৷ ডয়চে ভেলেকে হাসান জানান, গত সোমবার (১৮.০৩.১৩) দৈনিক প্রথম আলো পত্রিকায় প্রকাশিত একটি ছবি তাঁকে এই ব্যতিক্রমী হরতাল আহ্বানে উৎসাহিত করেছে৷ তিনি বলেন, ছবিটি ছিল ফুটপাতের এক জুতা বিক্রেতার৷ তিনি হরতালের আগের দিনের তাণ্ডব থেকে বাঁচতে চেষ্টা করছেন৷ তাঁর পেছনে গাড়িতে আগুন জ্বলছে আর তিনি কোনক্রমে তাঁর জুতাগুলো নিয়ে পালানোর চেষ্টা করছে৷ তাঁর চোখেমুখে ছিল একধরনের আতঙ্ক, ত্রাস, ভয়, আকুতি, মিনতি৷

এই জুতাবিক্রেতাকে চেনেন না হাসান৷ তবে তিনি তাঁর আতঙ্কিত চেহারার মধ্যে নিজেকে খুঁজে পেয়েছেন, খুঁজে পেয়েছেন হরতাল নিয়ে সাধারণ জনতার আতঙ্কিত অভিব্যক্তি৷ ছবিটি দেখার পর তাই কিছু একটা করার তাগিদ অনুভব করেন হাসান৷ বন্ধুদের সঙ্গে আলাপের পর সিদ্ধান্ত নেন, বাংলাদেশের তরুণ প্রজন্মের রাজ্যে হরতাল আহ্বান করবেন তিনি৷ ফেসবুক হচ্ছে সেই রাজ্য৷

অভাবনীয় সাড়া

যেমন ভাবা, তেমন কাজ৷ তবে এই কাজে সাড়া মিলেছে অভাবনীয়৷ হাসান বলেন, ইভেন্টটি তৈরির প্রথম এক ঘণ্টায় সেটার সঙ্গে আট হাজারের বেশি মানুষকে সম্পৃক্ত করা হয়েছে৷ আর দ্বিতীয় দিনেই সম্পৃক্ততার সংখ্যা পেরিয়ে যায় পঞ্চাশ হাজারের ঘর৷

রাজিব হাসান বলেন, ‘‘হরতালে প্রতি দিন দিনে চার হাজার কোটি টাকার ক্ষতি হয়৷ পদ্মা সেতু বানাতে ১৬ হাজার কোটি টাকা লাগবে বলে শুনেছি৷ মানে কিনা কয়েক দিনের হরতালে আমরা কার্যত একটা পদ্মা সেতু ধ্বংস করছি৷ আমাদের এই হরতাল বিএনপি বা আওয়ামী লীগের বিরুদ্ধে নয়৷ আমাদের এই হরতাল, হরতালের বিরুদ্ধে৷''

ফেসবুক হরতালের সময় রাজপথের মতো পিকেটিংও করবেন হাসানরা৷ তবে সেটা করা হবে ভদ্র, শালীনভাবে৷ হরতাল চলাকালে ফেসবুকে কেউ কোন কিছু পোস্ট বা শেয়ার করলে হাসানরা সেই পোস্টের নিচে মন্তব্যের ঘরে গিয়ে পিকেটিং করবেন৷ বলবেন, এখন ফেসবুকে হরতাল চলছে, আপনি আপনার পোস্টটি মুছে ফেলুন৷

উল্লেখ্য, বাংলাদেশে ফেসবুক প্রজন্মের শক্তি সম্পর্কে ইতোমধ্যেই ধারণা পেয়েছেন রাজনীতিবিদরা৷ শাহবাগের অরাজনৈতিক আন্দোলন তাদেরকে সেই ধারণা দিয়েছে৷ রাজিব হাসান জানান, রাজনীতিবিদরা আমাদের শক্তি সম্পর্কে জানেন৷ তারা বিভিন্ন টেলিভিশন টক শোতে সেটা স্বীকারও করেছেন৷ তাই আমাদের এই ফেসবুক হরতালের খবরও তাদের কাছে পৌঁছে যাবে, সেটা নিশ্চিত৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ