1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মা বনাম প্রধানমন্ত্রী বিতর্ক

২৯ জুলাই ২০১৩

রান্নাঘরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি ছবি ফেসবুকে বিপুল সাড়া জাগিয়েছে৷ অসংখ্য মানুষ ছবিটি শেয়ার করছেন৷ ছবি প্রকাশের পর প্রথম আটচল্লিশ ঘণ্টায় সজীব ওয়াজেদের পাতায় যোগ দিয়েছেন অনেক মানুষ৷ অবশ্য এই নিয়ে বিতর্কও চলছে৷

Sheikh Hasina Wajed Ministerpräsidentin von Bangladesch in der Küche beim kochen Bild: Sajeeb Wazed 28.07.2013 auf Facebook Caption auf Facebook: A special treat for everyone. The Prime Minister cooking chicken pulao for me! Her pulao is really the best I have ever tasted.
ছবি: Sajeeb Wazed

শনিবার (২৭.০৭.১৩) ফেসবুকে শেখ হাসিনার মোরগ পোলাও রান্নার একটি ছবি প্রকাশ পায়৷ সজীব ওয়াজেদের ফেসবুক পাতায় ছবিটি প্রকাশের পর মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে গোটা বিশ্বে৷ গণমাধ্যম এই ছবিটি প্রকাশ করেছে বিশেষ গুরুত্ব সহকারে৷ ছবিটি শেয়ার করার সময় সজীব ওয়াজেদের ফেসবুক পাতায় তাঁর অনুসারীর সংখ্যা ছিল দু'হাজারের কিছু বেশি৷ আটচল্লিশ ঘণ্টার মধ্যে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পঁয়ত্রিশ হাজারে৷ শুধু তাই নয়, সজীবের পাতা থেকেই হাসিনার ছবিটি সোমবার দুপুর অবধি ৪,৫৬৬ বার ছবিটি শেয়ার হয়েছে৷ প্রতি মুহূর্তেই সেখানে জমা পড়ছে নিত্য নতুন মন্তব্য৷

কমিউনিটি বাংলা ব্লগ সামহয়্যার ইন ব্লগে আবীর শাকরান মাহমুদ লিখেছেন, ‘‘প্রসঙ্গ: প্রধানমন্ত্রীর রন্ধন ক্রিয়া আর আমাদের নানা মুনির নানা প্রতিক্রিয়া৷'' এই ব্লগার তাঁর নিবন্ধে হাসিনার ছবিটির প্রেক্ষিতে কার কী প্রতিক্রিয়া হতে পারে, তার কিছু কাল্পনিক নমুনা তুলে ধরেছেন৷

ব্লগার সুব্রত শুভ ফেসবুকে এই বিষয়ে লিখেছেন, ‘‘প্রধানমন্ত্রী নিজের ছেলের জন্য রান্না করছেন৷ ছবিটা দেখে ভাল লাগল৷ মায়ের রান্না সকল সন্তান খেতে চায়; হোক সে প্রধানমন্ত্রীর ছেলে বা হোক সে দিনমজুরের সন্তান৷''

শেখ হাসিনার ছবিটির সঙ্গে দেওয়া ক্যাপশন নিয়ে অবশ্য বিতর্কও চলছে৷ ক্যাপশনে সজীব ওয়াজেদ লিখেছেন, ‘‘প্রধানমন্ত্রী আমার জন্য মোরগ-পোলাও রান্না করছেন৷ আমি যত পোলাও খেয়েছি, তার রান্নাই সবচেয়ে সেরা৷'' ছবিটির নিচে মাহমোদোল হক প্রশ্ন করেছেন, ‘‘আপনি বোঝাতে চাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী আপনার জন্য রান্না করছেন? আমি সেটা মনে করি না, কারণ তিনি এটার জন্য বেতন পান না৷ নিজের মায়ের প্রতি সম্মান দেখান৷''

ব্লগার আসিফ মহিউদ্দীন ফেসবুকে লিখেছেন, ‘‘পোলাও রান্না করার ছবিতে আমাদের বাঙালি মানসিকতা খুব আবেগপ্রবণ হবে সন্দেহ নেই, আবার ধর্মব্যবসায়ীরাও খুশি হবে এই ভেবে যে, প্রধানমন্ত্রী এতদিনে নিজের জায়গাটা চিনতে পেরেছেন৷ আল্লামা শফীদের মতে, ‘‘নারীদের আসল জায়গা প্রধানমন্ত্রীর চেয়ার নয়, রান্নাঘর''; প্রধানমন্ত্রীর পুত্র এই ছবি দিয়ে আসলে কী বোঝাতে চাইলেন জানি না৷''

আরেক ব্লগার আরিফ জেবতিক বিষয়টি দেখছেন একটু ভিন্নভাবে৷ ফেসবুকে তিনি লিখেছেন, ‘‘মুক্তিযুদ্ধে সব হারানো রমা চৌধুরীর সন্তানরা এই মাটিতে শুয়ে আছে – এই কষ্টে তিনি জুতা পায়ে দিয়ে হাঁটেন না৷ চরম জীবনযুদ্ধের লড়াকু এই নারীর সঙ্গে প্রধানমন্ত্রী উপযাচক হয়ে দেখা করেছেন – এটাই বড় খবর৷ কিন্তু আমাদের চোখ গেল মোরগ পোলাওয়ের হাঁড়ির দিকে৷ আমরা সেই হাঁড়ির ঢাকনা তুলে সেখানে সিদ্ধ হওয়া পলিটিক্স খুঁজতে শুরু করলাম৷''

সংকলন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ