1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফেসবুক ও অন্যান্য নেটওয়ার্কের ফলে কোটি কোটি টাকা ক্ষতি

৬ আগস্ট ২০১০

ইন্টারনেট ভিত্তিক সামাজিক যোগাযোগের মাধ্যমের ফলে লাভের দিকটাই এতোদিন দেখছিলেন সবাই৷ কিন্তু এবার প্রকাশ করা হলো ক্ষতির মাত্রা৷ এসব নেটওয়ার্কের কারণে শুধুমাত্র যুক্তরাজ্যের ক্ষতি হিসাব করা হলো কোটি কোটি টাকা৷

Facebook, popular, online social network, ফেসবুক, টুইটার, ফ্লিকার, ইউটিউব, সাইট, UK, Britain,
ফাইল ছবিছবি: AP

ইন্টারনেট ভিত্তিক সামাজিক নেটওয়ার্কগুলোর ফলে ক্ষতির দিক নিয়ে গবেষণা করেছে ব্রিটিশ সংস্থা মাই জব গ্রুপ৷ ফলাফল প্রকাশ করা হলো বৃহস্পতিবার৷ সমীক্ষা চালানো হয় এক হাজার ব্রিটিশ পেশাজীবীর উপর৷ দেখা গেছে, তাদের ছয় শতাংশই এসব নেটওয়ার্কিং এ ব্যয় করেন প্রতিদিন এক ঘণ্টারও বেশি সময়৷ তা-ও আবার দাপ্তরিক কাজের সময়ে৷ ফলে তাদের কর্মস্থলের আটভাগের এক ভাগ সময় চলে যাচ্ছে এসব নেটওয়ার্কিং এর পেছনে৷

এই হিসাব অনুযায়ী, যুক্তরাজ্যের মোট তিন কোটি চল্লিশ লাখ কর্মজীবী মানুষের মধ্যে বিশ লাখ জনশক্তিই এই পরিমাণ সময় ব্যয় করছেন নেটওয়ার্কিং করে৷ আর তাতে যুক্তরাজ্যের ক্ষতির পরিমাণ দাঁড়ায় ১৪ বিলিয়ন পাউন্ড৷ ফলে মাই জব গ্রুপ এর ব্যবস্থাপনা পরিচালক লি ফেয়ারের আশঙ্কা, সারাদেশের প্রতিষ্ঠানসমূহের উৎপাদনের উপর এর নেতিবাচক প্রভাব পড়বে৷ কেননা ঐ গবেষণায় দেখা গেছে যে, কর্মস্থলে গিয়ে এসব নেটওয়ার্কিং-এর পেছনে সময় ব্যয় করার হার বাড়তেই আছে৷

গবেষকরা বলছেন, ৫৫ শতাংশ ব্রিটিশ পেশাজীবীই নাকি স্বীকার করেছেন যে, কর্মস্থলে এসে তারা এসব নেটওয়ার্কে সময় ব্যয় করেন৷ এসময় তারা ফেসবুক, টুইটার কিংবা অন্য কোন সাইটে গিয়ে নিজেদের প্রোফাইল হাল-নাগাদ করা, ছবি কিংবা ভিডিও জুড়ে দেওয়া কিংবা বন্ধুর সাথে চ্যাট করেও থাকেন৷ তবে এর নেতিবাচক প্রভাব থাকলেও অনেকে মনে করেন এসব নেটওয়ার্কিং তাদের কর্মদক্ষতা বাড়িয়েছে৷ তাদের ১৪ শতাংশ মনে করেন এতে তাদের উৎপাদনশীলতা কমেছে৷

তবে ১০ শতাংশের মত পুরো উল্টো৷ তারা বলছেন, এসব সামাজিক নেটওয়ার্ক তাদেরকে করেছে আরো বেশি উৎপাদনশীল৷ শুধু তাই নয়, কর্মস্থলে এসব সাইটে প্রবেশে নিষেধাজ্ঞার বিরুদ্ধে মত ৬৮ শতাংশের৷ মাত্র এক তৃতীয়াংশ পেশাজীবী মনে করেন, দাপ্তরিক কাজের সময় ফেসবুক, টুইটার, ফ্লিকার কিংবা ইউটিউবের মতো সাইটগুলোতে প্রবেশে নিষেধাজ্ঞা থাকা উচিত৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: রিয়াজুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ