1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফেসবুক, গুগলকে ডেকেছে কংগ্রেস

২৮ সেপ্টেম্বর ২০১৭

২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার প্রভাব নিয়ে তদন্ত করা সংস্থা সেনেট ইন্টেলিজেন্স কমিটি এই তিন প্রযুক্তি প্রতিষ্ঠানকে জনসম্মুখে আয়োজিত শুনানিতে অংশ নেয়ার আহ্বান জানিয়েছে৷

ছবি: picture-alliance/dpa/Lei

ফেসবুক আর গুগল সেনেটের কাছ থেকে এ সংক্রান্ত আমন্ত্রণপত্র পাওয়ার কথা নিশ্চিত করেছে৷ টুইটার এখনও কিছু জানায়নি৷

নভেম্বরের ১ তারিখ এই শুনানি অনুষ্ঠিত হবে৷

ডেমোক্র্যাট সেনেট সদস্য অ্যাডাম শিফ বলেছেন, রুশ স্বার্থরক্ষাকারী প্রতিষ্ঠানগুলো মার্কিন নির্বাচনকে প্রভাবিত করতে সামাজিক মাধ্যমগুলোকে ঠিক কতখানি ব্যবহার করেছে, তা শুনানির সময় জানতে চাওয়া হবে৷

এদিকে, একই বিষয়ে কথা বলতে আজ ক্যাপিটল হিলে যাচ্ছেন টুইটারের কর্মকর্তারা৷ চলতি মাসের শুরুতে ফেসবুকের কর্মকর্তারাও ক্যাপিটল হিলে গিয়েছিলেন৷

ট্রাম্পকে জবাব দিলেন সাকারবার্গ

ফেসবুককে ‘সবসময় ট্রাম্প-বিরোধী’ বলে বুধবার সকালে একটি টুইট করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷

এরপর তার প্রতিক্রিয়ায় নিজের ফেসবুক পাতায় একটি স্ট্যাটাস দেন ফেসবুকের মার্ক সাকারবার্গ৷ তিনি ট্রাম্পের অভিযোগ প্রত্যাখ্যান করে বলেন, ফেসবুক সবসময় নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতে কাজ করেছে৷ ‘‘ট্রাম্প বলছেন, ফেসবুক তার বিপক্ষে৷ উদারপন্থিরা বলেন, আমরা ট্রাম্পকে সহায়তা করেছি,’’ বলেন তিনি৷

উল্লেখ্য, ফেসবুক গত সপ্তাহে জানিয়েছিল, মার্কিন নির্বাচনের আগে ফেসবুক প্রচারিত হওয়া রাশিয়া সংশ্লিষ্ট কয়েক হাজার বিজ্ঞাপন তদন্তের জন্য কংগ্রেসের হাতে তুলে দেবে তারা৷

জেডএইচ/এসিবি (এপি, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ