1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘চাকরি খুঁজব না চাকরি দেব'

৩০ অক্টোবর ২০১৩

আপনার কি লেখাপড়া শেষ? চাকরি খুঁজছেন? সেটা না করে উদ্যোক্তা হবার কথা কখনো ভেবেছেন? নাকি, উদ্যোক্তা মানেই অনেক টাকা প্রয়োজন – এই ভেবে ঐ পথ মাড়ানোর চিন্তাও করেননি? তাহলে আপনার জন্যই এ প্রতিবেদন৷

ছবি: Fotolia/Africa Studio

ওয়েবসাইটে লেখাটি যখন পড়ছেন তখন মোটামুটি ধরে নিচ্ছি যে, ফেসবুকে আপনার বিচরণ থাকতে পারে৷ তাহলে একটু সময় নিয়ে চলে যান ‘চাকরি খুঁজব না চাকরি দেব' এই পেজে৷ সেখানে আপনি পেয়ে যাবেন এমন সব খবর যা আপনাকে উদ্যোক্তা হতে আগ্রহী করে তুলতে পারে৷ কেননা পেজের পোস্টগুলো যেমন পরামর্শমূলক, তেমনি অনুপ্রেরণাদায়কও৷ একজন হয়ত একটা উদ্যোগ নিয়ে কিছু করতে চাইছেন, তার আগে এই পেজে পোস্ট দিয়ে সে ব্যাপারে সবার পরামর্শ চান৷ সঙ্গে সঙ্গে অন্যরা হাজির হন বুদ্ধি নিয়ে৷ অনেকে আবার নিজ উদ্যোগের সফলতার গল্প শুনিয়ে অন্যদের উৎসাহ যোগান৷

যেমন কাজি অহিদ লিখেছেন, ‘‘চাকরি খুঁজব না চাকরি দিব উদ্যোক্তা গ্রুপ থেকে উৎসাহ নিয়ে সিলেটে ব্র্যান্ড সাইকেলের একমাত্র শো-রুম ‘সাইকেল ক্যাফে' খুলে ফেললাম৷ সিলেটে অনেকদিন থেকেই ভালো সাইকেলের একটা দোকানের অভাব ছিল৷ এদিকে সাইকেল প্রেমির সংখ্যা অনেক বেশি এবং তা দিন দিন বেড়ে চলছে৷....গ্রুপের সবার কাছে পরামর্শ চাইছি, কিভাবে আমাদের বিক্রি বাড়াতে পারি৷ শুনছি শীঘ্রই ঢাকার একটি বিখ্যাত সাইকেল শো-রুম সিলেটে তাদের এক্সক্লুসিভ শো-রুম খুলছে, এখন আমরা প্রতিদ্বন্দ্বীতায় কিভাবে টিকে থাকতে পারি?'' অহিদের এই পোস্টের নীচে নুর রহমান রুকন লিখেছেন, ‘‘স্কুল কলেজের স্পোর্টস ডে-তে প্রথম পুরস্কার হিসেবে আপনার সাইকেল স্পন্সর করতে পারেন, যদি সম্ভব হয় ‘সাইকেল রাইডিং কম্পিটিশন করে' সবার মনোযোগ আকর্ষণ করতে পারেন৷ সংবাদপত্রে লিফলেট ভালো আইডিয়া, লোকাল চ্যানেলে অ্যাড দিতে পারেন, আফটার সেল এক্সেসরিজ ব্যতীত, সার্ভিসিং যদি ‘ফ্রি' দিতে পারেন তাহলে ক্রেতারা খুশি হবে...৷''

এদিকে রাসেল রহমান লিখেছেন, ‘‘ঢাকায় বিভিন্ন চেইন সুপার শপগুলাতে পণ্য সরবরাহ করেন এমন কেউ কি আছেন এই গ্রুপ এ?? সুপার শপগুলি কিভাবে পণ্য সংগ্রহ করে থাকে?? তাদের লেনদেন কেমন?? বাকিতে দেয়া লাগে কি না?? এই ব্যাপারে বিস্তারিত জানতে চাই...৷''

এই ফেসুবক গ্রুপের উদ্যোগে একটি ওয়েবসাইটও চালু করা হয়েছে৷ সেখানে বলা হয়েছে, ‘চাকরি খুঁজব না, চাকরি দেব' বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের (বিডিওএসএন) -এর একটি উদ্যোগ৷ কর্মসংস্থানে সকলকে উৎসাহিত ও অণুপ্রাণিত করার জন্য ২০১১ সালের ১৩ এপ্রিল ফেসবুকে একটি গ্রুপের মাধ্যমে এটির আত্মপ্রকাশ৷ শুরুরদিকে কেবল ফেসবুক গ্রুপে এর কার্যক্রম সীমাবদ্ধ ছিল এবং এর আওতায় ছিল তথ্য ও অভিজ্ঞতা বিনিময়৷ বর্তমানে গ্রুপ থেকে সেমিনার, প্রশিক্ষণ এবং কর্মশালার আয়োজন করা হয়ে থাকে৷ এছাড়া প্রতি বাংলা বছরের শুরুতে বিগত বছরে পথে নেমে পড়া উদ্যোক্তাদের সংবর্ধনা দেওয়া হয়৷

সংকলন: জাহিদুল হক

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ