ইউরোপীয় কমিশনের ভোক্তা অধিকার আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নীতিমালা গ্রহণ না করলে ফেসবুক, টুইটারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে৷ নিজেদের ‘শোধরাতে' এ বছরের শেষ অবধি সময় পাবে সামাজিক নেটওয়ার্ক দু'টি৷
বিজ্ঞাপন
ফেসবুক এবং টুইটারকে ‘বিভ্রান্তিকর’ ভোক্তা নীতিমালা থেকে সরে আসতে চলতি বছরের শেষ অবধি সময় বেঁধে দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)৷ এই সময়ের মধ্যে নীতিমালা ঠিক না করলে নিষেধাজ্ঞার মুখে পড়তে পারে সংস্থা দু'টি৷
ইইউ বিচার কমিশনার ভেরা ইঔরোভা বৃহস্পতিবার বলেন, ‘‘আমার ধৈর্য সীমায় পৌঁছে গেছে৷ যদিও ফেসবুক আমাকে আশ্বস্ত করেছিল যে, নীতিমালায় বিভ্রান্তিকর যা কিছু রয়ে গেছে, তা ডিসেম্বরের মধ্যে শোধরানো হবে, কিন্তু তারা বেশ মন্থর গতিতে এগোচ্ছে৷’’
প্রতিষ্ঠান দু'টির সঙ্গে অনন্তকাল ধরে সমঝোতা আলোচনা চালিয়ে যাওয়া সম্ভব নয় বলেও জানিয়েছে কমিশন৷ ইঔরোভা বলেন, ‘‘এখন ব্যবস্থা গ্রহণের সময়, আর কোনো প্রতিশ্রুতি শোনার সময় নয়৷ আমরা চাই ফেসবুক তার ব্যবহারকারীদের স্বচ্ছভাবে জানাক যে, প্রতিষ্ঠানটি কিভাবে কাজ করে এবং কিভাবে অর্থ উপার্জন করে৷’’
প্রতিবাদ, বিক্ষোভে যেভাবে ভূমিকা রাখে ফেসবুক
বর্তমান যুগে যে কোনো ধরনের আন্দোলনের ক্ষেত্রে সামাজিক যোগাযোগের মাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা লক্ষ্য করা যায়৷ বিশেষ করে ফেসবুক আন্দোলনকারীদের জনসমর্থন পেতে যেমন সহায়তা করে, তেমনি ভুয়া খবর ছড়াতেও ভূমিকা রাখে৷
ছবি: AFP/Getty Images
জনসমর্থন পেতে সহায়ক ফেসবুক
আপনি কোনো একটি ইস্যুর প্রতি জনসমর্থন চাচ্ছেন? কিংবা চাচ্ছেন সেই ইস্যুর প্রতি একাত্মতা প্রকাশকারীদের রাজপথে জড়ো করতে? একটি ফেসবুক ইভেন্ট এই কাজ সহজ করে দিতে পারে৷ ২০১৩ সালে বাংলাদেশে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গণ আন্দোলনের শুরুটা হয়েছিল এভাবেই, এক ফেসবুক ইভেন্টের মাধ্যমে৷
ছবি: picture-alliance/dpa
যে কোনো খবর দ্রুত ছড়ায়
ফেসবুকের একটি বড় সুবিধা হচ্ছে যে কেউ চাইলে যে কোনো তথ্য দ্রুত ছড়িয়ে দিতে পারে সামাজিক যোগাযোগের এই মাধ্যমটির মাধ্যমে৷ বিশেষ করে, যাদের ফেসবুকে অনেক অনুসারী রয়েছে, তারা যে কোনো তথ্য ভাইরাল করে দিতে ভূমিকা রাখতে পারে এর মাধ্যমে৷
ছবি: DW/S. Niloy
নিরাপত্তায় ফেসবুক
ইদানীং দেখা যাচ্ছে, পুলিশ বা নিরাপত্তা বাহিনীর সামনে ফেসবুক লাইভ চালু করা স্মার্টফোন নিয়ে ঘুরলে তারা বেশ সতর্ক থাকেন৷ আন্দোলনকারী অ্যাক্টিভিস্টরা অনেক সময় এই পন্থা কাজে লাগিয়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে কথা বলা কিংবা বিরুপ পরিস্থিতিতে কোনো স্থান ত্যাগ করে থাকেন৷
ছবি: Getty Images/AFP/M. Uz Zaman
ভুয়া খবর প্রকাশেরও মাধ্যম
মার্কিন নির্বাচন বলুন, আর স্কুল শিক্ষার্থীদের নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন – ফেসবুকের মাধ্যমে ভুয়া সংবাদ ছড়িয়ে পড়া এখনও এক বড় সমস্যা৷ যদিও গত কয়েকবছরে সামাজিক যোগাযোগ মাধ্যমটি ভুয়া খবর বা তথ্য ছড়ানো রোধে নানা উদ্যোগ নিয়েছে, কিন্তু এখনো সেক্ষেত্রে বড় সাফল্য আসেনি৷ বরং এই ইস্যুতে ফেসবুক ক্রমশ সাধারণ মানুষের আস্থা হারাচ্ছে৷
ছবি: Getty Images/AFP/P. Singh
প্রশাসনের নিয়ন্ত্রণ, তবে ভিন্নভাবে
যে কোনো ধরনের জরুরি পরিস্থিতিতে সামাজিক যোগাযোগের মাধ্যম বন্ধ করে দেয়ার বদলে, হালনাগাদ তথ্য প্রকাশের মাধ্যমে জনগণের মনোযোগ একদিকে সরিয়ে নেয়ার চেষ্টা করে জার্মানির নিরাপত্তা বাহিনী৷ গত কয়েকবছরে দেশটিতে একাধিক বড় সমাবেশ, এবং হামলার সময় পুলিশকে দেখা গেছে সামাজিক যোগাযোগের মাধ্যমে বিভিন্ন তথ্য জানাতে৷ একইভাবে সাধারণ মানুষের কাছে কোনো তথ্য থাকলে তা নেয়ার জন্যও অনলাইনে বিশেষ ব্যবস্থা করে পুলিশ বাহিনী৷
ছবি: picture-alliance/dpa/F. Gentsch
ফেসবুকের পাশাপাশি ইন্সটাগ্রাম
আমাদের অঞ্চলে সামাজিক যোগাযোগের মাধ্যম বলতেই এখনো ফেসবুক মনে করা হয়৷ ঢাকায় সর্বশেষ ছাত্র বিক্ষোভের সময়ও এই সামাজিক যোগাযোগের মাধ্যমের শক্তি টের পাওয়া গেছে৷ অবস্থা এমন যে, সাধারণ মানুষের ফেসবুক নিয়ন্ত্রণে সরকার আইনের কড়া প্রয়োগ করছে৷ তবে স্কুল শিক্ষার্থীদের আন্দোলনের সময় ফেসবুকের পাশাপাশি ইন্সটাগ্রামও ব্যবহার করতে দেখা গেছে৷
ছবি: picture alliance/ZB/Pedersen
6 ছবি1 | 6
অক্টোবর মাসের মাঝামাঝি সময়ের মধ্যে ফেসবুকের নীতিমালায় পরিবর্তন আনা হবে এবং ডিসেম্বর মাসের মধ্যে তা প্রয়োগ করা হবে বলেও আশা করছেন ইইউ'র এই কর্মকর্তা৷
প্রসঙ্গত, ২০১৭ সালের মার্চ মাসে ফেসবুক এবং অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ইইউ'র পরামর্শ মোতাবেক নীতিমালা পরিবর্তন করার প্রতিশ্রুতি দিয়েছিল৷ নীতিমালার কোথায় কোথায় পরিবর্তন আনতে হবে তা আরো সাতমাস আগে প্রতিষ্ঠানগুলোকে জানিয়েছিল ইউরোপীয় দেশগুলোর এই সংগঠনটি৷
এদিকে, ফেসবুক এবং টু্ইটার নীতিমালা শোধরাতে গড়িমসি করলেও ঘর শেয়ারের অ্যাপ এয়ারবিএনবি এক্ষেত্রে দ্রুত পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছে ইইউ৷ প্রতিষ্ঠানটি আগে এটির ব্যবহারকারীকে একটি ঘরের প্রকৃত ভাড়া দেখাতো না৷ কিন্তু যখন একজন ঘর ভাড়া নিয়ে নিতেন, তখন দেখা যেতো আগে দেখানো ভাড়ার সঙ্গে সার্ভিস এবং ক্লিনিংয়ের জন্য বাড়তি টাকা যোগ করা হয়েছে৷ ইইউ এভাবে ভোক্তাদের বিভ্রান্ত করার নীতি বদলাতে বললে তা মেনে নেয় এয়ারবিএনবি৷ এছাড়া কোন ঘরটি একজন ব্যক্তি ভাড়া দিচ্ছেন, আর কোনটি একটি প্রতিষ্ঠান - তা-ও আগেই জানিয়ে দিচ্ছে অ্যাপটি৷ ফলে কোথায় কোন ধরনের সেবা পাওয়া যাবে সে সম্পর্কে আরো স্বচ্ছ ধারণা পাচ্ছেন অ্যাপটির ব্যবহারকারীরা৷
উল্লেখ্য, ইইউতে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ৩৮০ মিলিয়ন৷ এই ব্যবহারকারীদের নানাভাবে প্রতিষ্ঠানটি সম্পর্কে তথ্য দেয়া হচ্ছে বলে জানিয়েছে বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগ সাইটটি৷ তবে ইইউ'র কাছে তথ্য জানানোর এই প্রক্রিয়া পর্যাপ্ত মনে হচ্ছে না৷
এআই/এসিবি (এএফপি, রয়টার্স, ডিপিএ)
ফেসবুকের কিছু ‘সিক্রেট’
সাধারণ ইউজাররা ফেসবুক যেভাবে ব্যবহার করেন, তার বাইরেও মজার ও দরকারি অনেক কিছু করা যায়৷ চলুন ছবিঘরে দেখে নিই তার কয়েকটি৷
ছবি: Imago/INSADCO
দেখুন কে আপনাকে ফিরিয়ে দিলো
আপনি যদি দেখতে চান কে কে আপনার বন্ধুত্বের আহ্বানে সাড়া দেননি, তাহলে সুসংবাদ (অথবা দুঃসংবাদ, নির্ভর করছে আপনি কতটা জনপ্রিয়)৷ খুব সহজেই করতে পারেন৷ কোনো ব্রাউজারে (অ্যাপে নয়) ফেসবুক খুলুন৷ ফ্রেন্ড রিকোয়েস্ট ট্যাবে ক্লিক করুন, ভিউ অলে চাপ দিন৷ ‘ভিউ সেন্ট রিকোয়েস্ট’-এ যান৷ পেয়ে যাবেন৷
ছবি: Fotolia/Thesimplify
অজানা মানুষের সঙ্গে যুক্ত হোন
আপনার ফেসবুক নিউজফিডে নিশ্চয়ই একের পর এক লাইভ ভিডিও আসতেই থাকে৷ কিন্তু জানেন কি, আপনি ফেসবুক লাইভ ম্যাপ দিয়ে দেখতে পারেন এই মুহূর্তে সারাবিশ্বে কে কে লাইভে আছেন? সহজ উপায়৷ লাইভ ভিডিও আইকনে গিয়ে বাম দিকের নেভিগেশন বারে গিয়ে দেখতে পারেন কে কে এই মুহূর্তে লাইভ ভিডিও করছেন৷ অথবা ইংরেজিতে ফেসবুক ডট কমের পরে স্ল্যাশ দিয়ে লাইভম্যাপস লিখলেও চলে আসবে৷
ছবি: Privat
আপনার ‘অন্য’ ইনবক্স দেখেন কি?
আপনার আদার বা অন্য ইনবক্সটি খেয়াল রাখেন তো? যদি ফেসবুক মনে করে কোনো একটি মেসেজ স্প্যাম, তাহলে সেটি আপনার মেসেজ রিকোয়েস্ট ইনবক্সে চলে যায়৷ একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সেখানে থাকে৷ এরপর ফিলটার্ড হয়ে যায়৷ ফিলটার্ড মেসেজও আপনি চাইলে দেখতে পারবেন, ক্লিক করুন ‘See Filtered Message’৷
ছবি: picture-alliance/dpa/W. Kastl
ক’টা ছবি লাইক করলেন এ পর্যন্ত
দেখে নিন এ পর্যন্ত ক’টা ছবি লাইক দিয়েছেন ফেসবুকে৷ আপনার প্রোফাইলে গিয়ে সার্চ বাটনে লিখুন ‘Photos Liked By Me’৷ কে কে এখন পর্যন্ত আপনার ছবি লাইক দিয়েছে তা-ও জেনে নিন৷ লিখুন, ‘Photos Liked by .....’৷ খালি জায়গায় ঐ ব্যক্তির নামটি লিখুন৷ আপনি এছাড়াও বছর ও জায়গা দিয়েও ছবি সাজাতে পারেন৷ করলেন? এবার ছবি দেখে দেখে স্মৃতি রোমন্থন করুন৷
ছবি: Privat
গেমস খেলুন মেসেঞ্জারে
মেসেঞ্জার অ্যাপ যারা আলাদা করে ব্যবহার করেন, তারা নীচে গেমস অপশনে গিয়ে বন্ধুদের সঙ্গে জমিয়ে নানা গেমস খেলতে পারেন৷ চেস, স্কি, বাস্কেটবলসহ অনেক গেমস৷ চাইলে চ্যালেঞ্জও ছুঁড়ে দিতে পারেন বন্ধুদের৷
ছবি: Privat
লগ আউট করতে ভুলে গেছেন?
হয়তো আপনি অন্য কারো কম্পিউটার বা অফিসের কম্পিউটারে বা কোনো সাইবার ক্যাফের কোনো পিসিতে বসে ফেসবুক লগইন করেছিলেন৷ কিন্তু ফেরার সময় লগ আউট করতে ভুলে গেছেন৷ কোনো সমস্যা নেই৷ অন্য কোথাও লগইন করুন৷ সেটিংসের সিকিউরিটি অপশনে যান৷ এরপর যেখানে লগইন করেছেন সেই জায়গায় যান এবং ‘log out’ চাপুন৷ ব্যস হয়ে গেল৷
ছবি: Privat
যারা চোখে দেখতে পান না তাদের জন্য..
দু’বছর আগে ফেসবুক নতুন একটি ভয়েস টুল চালু করে যারা চোখে দেখতে পান না তাদের জন্য৷ সেই টুল বলে দেয় একটি ছবিতে কী কী বস্তু আছে৷ কয়েক মাস আগে তারা ফেস রিকগনিশন টুলটি আপগ্রেড করেছে৷ এখন টুলটি বলে দেয়, একটি ছবিতে কে কে আছেন তাদের পরিচয়, কারা সেখানে লাইক বা রিঅ্যাক্ট করেছে তাদের পরিচয় এবং কমেন্টে কী কী লেখা হয়েছে সেগুলো৷
ছবি: Privat
রক্ত দিন, জীবন বাঁচান
ফেসবুক বাংলাদেশে একটি বিশেষ ফিচার চালু করেছে৷ সেখানে যার রক্ত প্রয়োজন এবং যারা রক্ত দাতা, তারা রেজিস্টার করতে পারবেন৷ তাতে দেশটিতে খুব সহজে রক্তের ঘাটতি পূরণ হবে বলে মনে করে ফেসবুক৷