1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফেসবুক টুইটারে বলিউড তারকারা

২১ জুলাই ২০০৯

ভক্ত বৃদ্ধির দৌড়ে বলিউডের খ্যাতিমান তারকারা এখন মনোযোগী ফেসবুক বা টুইটারের দিকে৷ আর তাই প্রিয় তারকাদের সম্পর্কে জানতে ভক্তদেরকে আর পত্রিকা বা টিভি শো’র জন্য প্রহর গুণতে হবে না৷ বরং নজর রাখতে হবে অনলাইনে৷

ছবি: AP

ইন্টারনেটে ভক্তদের সঙ্গে যোগাযোগ রক্ষার তালিকায় আছেন প্রথম সারির প্রায় সব বলিউড তারকা৷ তরুণ হৃদয়ে শিহরণ জাগানো শিল্পাশেঠি থেকে সোনালি জেটলি বা প্রিয়াঙ্কা চোপড়া এমনকি ৬৬বছরের অমিতাভেরও আছে নিজস্ব ব্লগ একাউন্ট৷ নিজেদের ইচ্ছা, অনিচ্ছা বা ভাললাগার কথা প্রায়শই অল্প কথায় ব্লগে লিখে দিচ্ছেন তাঁরা৷

একটা সময় ছিল যখন তারকারা পত্রিকাতে ইন্টাভিউ বা প্রশ্নের জবাব লিখে ভক্তদের সঙ্গে যোগাযোগ করতেন৷ কিন্তু ইন্টারনেটের এই যুগে ভক্ত আর তারকার মধ্যে দূরত্ব কমানোর জন্য তৈরি হয়েছে নানা প্রযুক্তি৷ সেসবেরই ব্যবহারকারী বিশ্ব সুন্দরী বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া বলছেন, ব্যাপারটি অনেকটা বাস্তবতার কাছাকাছি৷ কারণ আমি যখন আমার মনের কথা বা আমার অনুভূতি এমনকি, আমার শুটিং সিডিউল টুইটার বা ফেসবুকে লিখছি তখন ভক্তরা সরাসরি তাদের মতামত দিতে পারছেন৷ তাঁরাও বুঝতে পারছেন যে, আমি তাঁদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখছি৷

আমির খানের পোষা কুকুরের নাম ‘‘শাহরুখ'', এটা কিন্তু তাঁর ব্লগ থেকেই জেনেছিল ভক্তরাছবি: AP

ইন্টারনেটে ব্লগ সাইট তৈরি বা টুইটার ব্যবহার করার এই প্রবণতার শুরুটা কিন্তু হলিউড তারকারাদের কাছ থেকে৷ তাঁদের ভক্তদের তালিকা এখন বাড়ছে জ্যামিতিক হারে৷ এই যেমন হলিউড তারকা এ্যাসটোন কুটসার৷ টুইটারে তাঁর ভক্ত সংখ্যা এখন ২.৭৫ মিলিয়ন! সম্ভবত এই জনপ্রিয়তাই বলিউড তারকাদের উৎসাহিত করছে ব্লগিংয়ে৷

অবশ্য ব্লগিং শুধু তারকাদের ভক্ত সংখ্যাই বাড়াচ্ছে না৷ বরং তারায় তারায় ঝগড়া নিয়ে ইতিবাচক-নেতিবাচক মন্তব্য করতেও জুড়ি নেই তাদের৷ মাঝে মাঝে মিডিয়ার নানা প্রতিবেদন নিয়ে সমালোচনাও দেখা যায় তারকাদের ব্লগে৷ এই যেমন, আমির খানের পোষা কুকুরের নাম ‘‘শাহরুখ'', এটা কিন্তু তাঁর ব্লগ থেকেই জেনেছিল ভক্তরা এমনকি মিডিয়াও৷

প্রতিবেদক: ঝুমুর বারী

সম্পাদনা: আবদুস সাত্তার

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ