1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফেসবুক ঠেকাতে ফেসবুকের আদলে অ্যাপ

২৭ জুলাই ২০১৯

ভিয়েতনাম সরকারের আহ্বানে সাড়া দিয়ে ‘গ্যাপো' নামে ফেসবুকের মতো সামাজিক যোগাযোগের একটি অ্যাপ চালু করেছে স্থানীয় এক কোম্পানি৷ চলতি বছরের মধ্যে ব্যবহারকারীর সংখ্যা ত্রিশ লাখ হতে পারে বলে আশা করা হচ্ছে৷

Facebook
ছবি: picture-alliance/dpa/F. Sommer

দেশটির কমিউনিস্টশাসিত সরকার কড়াভাবে গণমাধ্যম নিয়ন্ত্রণ করে থাকে৷ ভিন্নমতাবলম্বীদেরও সহ্য করে না সরকার৷

গত মে মাসে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছিল, ফেসবুকের মতো সামাজিক মাধ্যমে ‘রাষ্ট্রবিরোধী' মন্তব্য করার অভিযোগে আটক ১২৮ জনের মধ্যে দশ শতাংশকে কারাগারে পাঠিয়েছে ভিয়েতনাম৷

ফেসবুক, গুগলের মতো কোম্পানির উপর চাপ সৃষ্টি করতে জানুয়ারি মাসে ভিয়েতনামে একটি সাইবার নিরাপত্তা আইন পাস করা হয়৷ ফলে কোম্পানিগুলোকে ভিয়েতনামে কার্যালয় স্থাপন করতে হবে৷ এমনকি ডাটা সেখানেই জমা করতে হবে৷

এছাড়া ইউটিউবে ‘রাষ্ট্রবিরোধী' প্রচারণামূলক ভিডিওতে বিজ্ঞাপন না দেয়ার জন্য গত মাসে কোম্পানিগুলোকে নির্দেশ দেয় সরকার৷

২০১৮ সালের সেপ্টেম্বরে ভিয়েতনামের তথ্যমন্ত্রী এনগুয়েন মান হুং বিদেশি সামাজিক মাধ্যমের বিকল্প চালু করতে বেসরকারি কোম্পানিগুলোর প্রতি আহ্বান জানিয়েছিলেন৷

এই আহ্বানে সাড়া দিয়ে স্থানীয় প্রযুক্তি কোম্পানি জি-গ্রুপ ‘গ্যাপো' অ্যাপে ১৮২ কোটি টাকা বিনিয়োগ করেছে৷ কোম্পানির প্রধান নির্বাহী হা ত্রুং কিয়েন চলতি বছরের মধ্যে ব্যবহারকারীর সংখ্যা ত্রিশ লাখ হতে পারে বলে আশা করছেন৷ ২০২১ সালের মধ্যে সংখ্যাটি দুই কোটিতে নেয়ার লক্ষ্য তাঁর৷

গ্যাপোর আগে ফেসবুকের মতো আরও দুটি সামাজিক মাধ্যম চালু হয়েছিল ভিয়েতনামে৷ তবে কোনোটিই সাড়া ফেলতে পারেনি৷

জেডএইচ/কেএম (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ