ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক সাকারবার্গ এবং জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল জার্মানির প্রথম ফেসবুক-পুলিশ তৈরির পথে জোটবদ্ধ হয়ে কাজ করছেন৷ তবে তার আগেই, সেই ফেসবুক-পুলিশের কাজ কেমন হবে – তা একটি ব্যঙ্গাত্মক ভিডিও-র মাধ্যমে দেখিয়ে দিল জার্মানিরই অনলাইনভিত্তিক কমেডি গ্রুপ ‘দ্য বহেমিয়ান ব্রাউজার ব্যালে'৷
বহু পুরনো এক বীমা কোম্পানির বিজ্ঞাপনের আদলে তৈরি এই ভিডিও-টিতে ফেসবুক ‘কাস্টমার কেয়ার' সার্ভিসের একটি কাল্পনিক অফিস সেটআপ দেখানো হয়েছে, যার প্রধানের কল্পিত চরিত্রে অভিনয় করেছেন মেইক ড্রেভেল৷
ভিডিও-র শুরুতে এক কর্মীকে ড্রেভেলের কাছে ছুটে আসতে দেখা যায়৷ তিনি এসেই ফেসবুকে এক নারীর দিকে পাথর ছুঁড়ে মারার একটি ভিডিও মুছে ফেলা উচিত কিনা জিজ্ঞাসা করেন৷ ড্রেভেলের একেবারে সোজাসুজি উত্তর – ‘না'৷
কিন্তু সেই কর্মী যখন জানান যে, সেই ভিডিও-টির এক পর্যায়ে মেয়েটির ব্লাউজের ফাঁকা অংস দিয়ে স্তনবৃন্ত দেখা যাচ্ছে, তখন সেটি ‘ডিলিট' করতে বা মুছে ফেলতে বলেন ‘কাস্টমার কেয়ার' সার্ভিসের কল্পিত এই প্রধান৷
ফেসবুকের নীতির সমালোচনা
এখানেই সেষ নয়৷ ব্যঙ্গাত্মক ঐ ভিডিও-টিতে ফেসবুক কাস্টমার কেয়ার সার্ভিসের বিভিন্ন কর্মীর সঙ্গে পরিচয়ও করিয়ে দেয়া হয়৷ এঁদের একজন মাদকাসক্ত, আরেকজন পর্নোগ্রাফিক ভিডিও সরানো উচিত কিনা তা খতিয়ে দেখার সময় হস্তমৈথুন করছিলেন আর তৃতীয়জনকে দেখা যাচ্ছিল মানসিকভাবে ভেঙে পড়তে৷ তাঁকে সেবা করছিলেন দু'জন মনস্তাত্ত্বিক৷
বাস্তব জীবনে ক্রিস্টিয়ানো রোনাল্ডো সেরা ফুটবলার কিনা – তা নিয়ে বিতর্ক থাকতে পারে৷ তবে ফেসবুকে তিনি অন্যতম সেরা৷ ভক্তের সংখ্যা দশ কোটির বেশি৷ ফেসবুক এবং টুইটারে জনপ্রিয় এরকম আরো কয়েক তারকাকে নিয়ে ছবিঘর৷
ছবি: Reutersফেসবুকে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রীড়াবিদ হচ্ছেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো৷ রেয়াল মাদ্রিদের হয়ে খেলা এই পর্তুগিজ তারকার ফেসবুক ভক্তের সংখ্যা দশ কোটির বেশি৷ টুইটারে তাঁর অনুসারী তিন কোটি৷
ছবি: picture-alliance/dpaআর্জেন্টিনার ফুটবল তারকা লিওনেল মেসি গত বছর ফিফার বিশ্বসেরা খেতাবটি জিততে পারেননি৷ সেটা নিয়েছেন রোনাল্ডো৷ ফেসবুকেও মেসি তাঁর পেছনে রয়েছেন৷ ভক্তের সংখ্যা সাড়ে সাত কোটির মতো৷ তবে টুইটারে মেসির ভক্ত মাত্র ২০ লাখ৷
ছবি: Reutersরোনাল্ডো বা মেসির পর্যায়ে না পৌঁছালেও দ্রুত এগিয়ে যাচ্ছেন নেইমার৷ ২২ বছর বয়সি এই ব্রাজিলীয় ফুটবল তারকার ভক্তের সংখ্যা প্রায় পাঁচ কোটি৷ টুইটারে চতুর্থ জনপ্রিয় ক্রীড়াবিদ তিনি৷
ছবি: picture-alliance/dpa/R. Ghementফুটবল ক্যারিয়ারের ভালো সময়গুলো সম্ভবত ইতোমধ্যে পার করে ফেলেছেন কাকা (ছবিতে স্ত্রী ক্যারোলিনের সঙ্গে কাকা)৷ ৩২ বছর বয়সি এই তারকার টুইটার অনুসারীর সংখ্যা দুই কোটির বেশি৷ মাইক্রো ব্লগিং সাইটটিতে দ্বিতীয় জনপ্রিয় ক্রীড়াবিদ তিনি৷ আর ফেসবুকে তাঁর ভক্তের সংখ্যা প্রায় চার কোটি৷
ছবি: picture-alliance/dpaসামাজিক যোগাযোগ মাধ্যমে জনপ্রিয়দের তালিকায় শুরুর দিকে অধিকাংশই ফুটবলার৷ ব্যতিক্রম শুধু এনবিএ সুপারস্টার লিব্রন৷ ফেসবুকে তাঁর ভক্তের সংখ্যা সোয়া দুই কোটির মতো, আর টুইটারে দেড় কোটির বেশি৷
ছবি: Getty Imagesপ্রথমে খারাপ ছিল ফর্ম, এখন ইনজুরির কবলে৷ বিশ্বকাপ জয়ী জার্মান দলের তারকা মেসুত ও্যজিল বর্তমানে সম্ভবত কঠিন সময় পার করছেন৷ তবে সময়টা তিনি দিব্যি কাটিয়ে দিতে পারেন অনলাইন ভক্তদের সঙ্গে৷ ফেসবুকে তাঁর ভক্তের সংখ্যা প্রায় তিন কোটি, টুইটারে প্রায় ১ কোটি৷
ছবি: picture-alliance/dpaবিশ্বের সবচেয়ে দ্রুততম মানব ইউসেইন বোল্ট অনলাইন জগতে বেশ পিছিয়ে আছেন৷ ফেসবুকে তাঁর ভক্তের সংখ্যা মাত্র ১৬ মিলিয়ন! আর টুইটারে সাড়ে তিন মিলিয়নের মতো৷
ছবি: Getty Imagesফুটবল মাঠে খেলোয়াড়ের বেশে এখন আর দেখা যাচ্ছে না ডেভিড বেকহামকে৷ তবে তাই বলে ইংল্যান্ড দলের সাবেক এই অধিনায়কের ফেসবুক জনপ্রিয়তায় ভাটা পড়েনি৷ ফেসবুকে পাঁচ কোটি ভক্ত রয়েছে তাঁর৷
ছবি: Reuters
দু'মিনিটের ভিডিওতে ড্রেভেল জানিয়েছেন যে, তাঁদের প্রত্যেক কর্মীর জন্য দু'জন করে মনস্তাত্ত্বিক রয়েছেন৷ এছাড়া ভিডিও-টিতে তথকথিত ‘হেট স্পিচ' মুছে ফেলার ক্ষেত্রে ফেসবুকের অস্বচ্ছ নীতিমালার সমালোচনাও করা হয়েছে৷ বলা হয়েছে, ফেসবুক থেকে অতিরিক্ত যৌনতা বিষয়ক ‘পোস্ট' মুছে ফেলা হলেও, সহিংসতা দেখানো হচ্ছে এমন অনেক ‘পোস্ট' সাইটটিতে থেকে যাচ্ছে৷
‘দ্য বহেমিয়ান ব্রাউজার ব্যালে' দলটি নিজেদের জার্মানিতে ইন্টারনেটভিত্তিক ‘একমাত্র আনুষ্ঠানিক ব্যালে' হিসেবে দাবি করেচে৷ এরা কার্যত কমেডিয়ান, সংগীতজ্ঞ এবং বিনোদনকারীদের একটি গ্রুপ৷ এর আগে এক জার্মান রাজনীতিবিদের সঙ্গে পুলিশের কোন্দলের সময় হামলাকারীদের পায়ে গুলি করার পরামর্শ নিয়ে অন্য একটি ভিডিও তৈরি করেও ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল গ্রুপটি৷