1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মার্ক সাকারবার্গের বদান্যতা

২ ডিসেম্বর ২০১৫

প্রথম কন্যাসন্তান ম্যাক্স-এর জন্ম হবার পর সাকারবার্গ ও তাঁর স্ত্রী প্রিসিলা চ্যান জানিয়েছেন যে, তাঁরা তাঁদের ৪৫ বিলিয়ন ডলার সম্পদের প্রায় সবটা বিশ্বের নানা সমস্যা সমাধানের জন্য ব্যয় করবেন৷

Zuckerberg Chan Baby Facebook Internet
ছবি: picture-alliance/dpa

সাত পাউন্ড, আট আউন্স ওজন নিয়ে ‘ম্যাক্স' জন্মগ্রহণ করে গত সপ্তাহে৷ সাকারবার্গ কিন্তু খবরটা দিলেন এ সপ্তাহে, অবশ্যই ফেসবুকের মাধ্যমে৷ সেই ফেসবুকেই ম্যাক্সের বাবা-মা কন্যাকে লেখা একটি খোলাচিঠিতে জানিয়েছেন যে, তাঁরা তাঁদের ফেসবুক স্টকহোল্ডিংস-এর শতকরা ৯৯ ভাগ ব্যয় করবেন রোগ দূরীকরণ, শিক্ষাব্যবস্থার উন্নতি ও ‘‘সাবলীল সমাজ সৃষ্টির'' কাজে৷

চ্যান সাকারবার্গ ইনিশিয়েটিভ নাম দিয়ে একটি নতুন সংগঠন গঠন করা হচ্ছে, যা দাতব্য অর্থ, বেসরকারি বিনিয়োগ ও সরকারি নীতির সংস্কারের মাধ্যমে লক্ষ্য অর্জন করার চেষ্টা করবে৷ ফেসবুক প্রতিষ্ঠাতা ৩১ বছর বয়সি মার্ক সাকারবার্গ ও তাঁর স্ত্রী, ৩০ বছর বয়সি শিশুরোগচিকিৎসক প্রিসিলা চ্যান সদ্যজাত কন্যাসন্তানকে লিখেছেন, ‘‘সব বাবা-মায়ের মতো, আমরা চাই যে, তুমি আমাদের এই জগতের চেয়ে আরো ভালো একটা জগতে বড় হবে৷'' ম্যাক্স-এর আগে চ্যান-এর তিনটি বাচ্চা নষ্ট হয়ে গেছে৷

এত কম বয়সে সাকারবার্গের এমন বদান্যতা যে একটা নতুন নজির রাখছে, সেটা টুইটারে অনেকেই খেয়াল করেছেন, যেমন সারা ফ্রিয়ার৷ তাঁর কাছে, সাকারবার্গ যে বিল গেটস কিংবা ওয়ারেন বাফেট-এর চেয়ে বয়সে অনেক কম, সেটা লোকহিতৈষণের ক্ষেত্রে একটা নতুন মাত্রা যোগ করেছে৷

অন্যরা আবার এই বদান্যতাকে ভালো চোখে দেখছেন না৷ তাঁদের কাছে বদান্যতার চাইতে সরকারের প্রাপ্য কর দিলেই তো হয়৷

লুইস প্রক্টার চান, দাতব্য করা ভালো, কিন্তু সেই সঙ্গে ট্যাক্স দিলেও কি ভালো হয় না?

সাকারবার্গের ‘নতুন উদ্যোগ' যে একটি এলএলসি বা লিমিটেড লায়াবিলিটি কোম্পানি হবে, তাতেও অনেকের আপত্তি৷ কেননা তা থেকে সাকারবার্গ নাকি কর ছাড়া পর্যন্ত পেতে পারেন৷

ফেসবুকের মুখপাত্রী রেচেল হরভিৎস একটি ই-মেলে বলেছেন, ‘‘ওরা (অর্থাৎ মার্ক ও চ্যান) আরো বেশি ফ্লেক্সিবিলিটি চায় এবং ওরা ওদের লক্ষ্যসাধনের জন্য নানা ধরনের পন্থা অবলম্বন করবে৷ সেই অর্থে এটা একটা নিধি নয় এবং পুরোপুরি দাতব্যও নয়৷''

Taking stock on Facebook's ten year anniversary

05:23

This browser does not support the video element.

এসি/ডিজি (এপি, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ