1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফেসবুক বন্ধ হওয়ার ভুয়া খবর

১২ জানুয়ারি ২০১১

আগামী মার্চের মাঝামাঝি নাগাদ ফেসবুক বন্ধ হয়ে যাচ্ছে৷ সুতরাং সকল ফেসবুক ব্যবহারকারীর প্রতি আহ্বান, দয়া করে প্রোফাইলে যা কিছু আছে - তা ডাউনলোড করুন৷ নচেৎ সবই হারাতে হবে৷ খবরদার, এমন গুজবে কান দেবেননা৷

বন্ধ হচ্ছে না ফেসবুকছবি: picture alliance / dpa

সম্প্রতি ‘উইকলি ওয়ার্ল্ড নিউজ' নামের একটি সংবাদ সংস্থা জানায় ফেসবুক বন্ধের ভুয়া খবর৷ এমনকি সেখানে ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ'এর মন্তব্যও ছাপা হয়৷ মার্ক নাকি ফেসবুক নিয়ে যারপরনাই বিরক্ত৷ তাই এই অনলাইন পাগলামির ইতি টানতে চান তিনি৷ শুধু তাই নয়, মার্চের ১৫ তারিখের পর ফেসবুক ব্যবহারকারীরা প্রোফাইলে যা কিছু রেখেছিলেন সবই নাকি হারিয়ে যাবে৷

বলাবাহুল্য, এমন ভুয়া খবর ফেসবুক ব্যবহারকারীদের অনেককেই বিভ্রান্ত করেছে৷ টুইটার, এমনকি খোদ ফেসবুকেই এই নিয়ে চলছে আলোচনার ঝড়৷ এরপরও, অতিউৎসাহী কিছু গণমাধ্যম উইকলি ওয়ার্ল্ড নিউজ'এর বরাত দিয়ে এই সংবাদ প্রচার করতে থাকে৷ ফলে ইতিমধ্যে কেউ কেউ আবার ফেসবুক থেকে নিজের সব তথ্য, ছবিও ডাউনলোড করে রাখতে শুরু করেন৷

যাই হোক, খোদ ফেসবুকই এবার জানাচ্ছে, সবই ভুয়া৷ এক বিবৃতিতে সংস্থাটির বয়ান, ‘আমরা বন্ধ হওয়ার মতো কোন কারণ এখনো পাইনি, আমাদের কাজ চলবে বরাবরের মতোই৷ আমরা কোথাও যাচ্ছিনা, তাছাড়া আমরাতো মোটে কাজ শুরু করেছি৷'

ফেসবুক নিয়ে কিন্তু এরকম ভুয়া খবর নতুন নয়৷ এর আগে ফেসবুকের মাধ্যমে ভাইরাস ছড়ানোর চেষ্টা হয়েছে একাধিকবার৷ বিভিন্ন অ্যাপ্লিকেশনের মাধ্যমে ফেসবুক ব্যবহারকারীদের তথ্য চুরির চেষ্টাও নিত্য ঘটনা৷

উল্লেখ্য, বিশ্বের সর্ববৃহৎ সামাজিক নেটওয়ার্কিং সাইট ফেসবুকে নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা ৫০ কোটির বেশি৷ অনলাইন ওয়েব ক্লিকের দিক থেকে গুগলের পরই ফেসবুকের অবস্থান৷ আর সংস্থাটির সহ-প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ গত বছর ‘টাইম’ এর বর্ষসেরা ব্যক্তিত্ব নির্বাচিত হন৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ