জামায়াতে ইসলামীর আমীর মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে করা মামলার রায় ঘোষণা অপেক্ষমান রেখেছে ট্রাইব্যুনাল৷ কারা কর্তৃপক্ষ নিজামীর অসুস্থতার কারণ জানিয়ে চিঠি দিলে এই সিদ্ধান্ত নেয়া হয়৷
বিজ্ঞাপন
এ প্রসঙ্গে অনন্য আজাদ ফেসবুকে লিখেছেন, ‘‘আজ রাজাকার নিজামীর রায় ঘোষণার কথা থাকলেও অসুস্থতার অজুহাত দেখিয়ে রায় দেয়া হয়নি৷ চাঞ্চল্যকর বিষয় হলো, রাজাকার নিজামী আজ অসুস্থ হবে এমন তথ্য জামায়াতে ইসলামীর কাছে ছিল৷ এ জন্যেই তারা হরতালের ডাক দেয়নি৷ নাটক যেহেতু রচনা করবেন, একটু গুছিয়ে করাই উচিত৷''
এছাড়া দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে দেয়া রায় প্রসঙ্গে তিনি বলেন, ‘‘রাজাকার-দেশদ্রোহী দেলাওয়ার হোসাইন সাঈদীর প্রতি ট্রাইব্যুনাল তথা সরকারের যে পরিমাণ ভালোবাসা-শ্রদ্ধাবোধ-রক্ষণাবেক্ষণ দেখে প্রায় সময়ই আমি আত্মহত্যা করি৷ ২০১৩ সালের ২৮শে ফেব্রুয়ারি রাজাকার দেলাওয়ার হোসাইন সাঈদীর রায় ঘোষিত হলেও প্রায় ১ বছর ৪ মাস অতিবাহিত হওয়ার পরও ট্রাইব্যুনাল তথা সরকার কোনো কার্যকরি ভূমিকা পালন করছে না৷ এটি দুঃখজনক নয়, লজ্জাজনক৷''
সাঈদীকে ফাঁসির রায়, জামায়াতের তাণ্ডব
একাত্তরে যুদ্ধাপরাধের একাধিক অভিযোগ প্রমাণ হওয়ায় বৃহস্পতিবার দেলাওয়ার হোসাইন সাঈদীকে ফাঁসির আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল৷ এই রায় ঘোষণার পর গোটা বাংলাদেশে তাণ্ডব চালিয়েছে জামায়াত-শিবির৷ এতে হতাহত অনেক৷
ছবি: AFP/Getty Images
ট্রাইব্যুনালের রায়
দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে ২০টি অভিযোগে গণহত্যা, হত্যা, ধর্ষণ, লুটতরাজসহ মানবতা বিরোধী অপরাধের কথা বলা হয়েছে৷ কয়েকটি অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ হওয়ায় ট্রাইব্যুনাল-১ এর প্রধান বিচারপতি এটিএম ফজলে কবীরের নেতৃত্বে ৩ সদস্যের আদালত মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেন৷ অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম জানান, তার বিরুদ্ধে মানবতা বিরোধী ২০টি অভিযোগের ৮টি সন্দেহাতীতভাবে প্রমাণ হয়েছে৷
ছবি: AP
রায়ের পরই তাণ্ডব
সাঈদীকে মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পরপরই রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলায় সক্রিয় হয়ে ওঠে জামায়াত-শিবির৷ শুধু বৃহস্পতিবার বিভিন্ন স্থানে সংঘর্ষে প্রাণ হারিয়েছে কমপক্ষে ৩৫ ব্যক্তি৷ বার্তাসংস্থা এএফপি এবং আমাদের কন্টেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিশ্চিত করেছে এই তথ্য৷ তবে শুক্রবার মৃতের সংখ্যা আরো বেড়েছে৷
ছবি: Reuters
আক্রান্ত পুলিশ
বৃহস্পতিবার জামায়াতের তাণ্ডবে প্রাণ হারান চার পুলিশ সদস্য৷ এদের মধ্যে তিনজন নিহত হন গাইবান্ধা জেলায়৷ বিডিনিউজ টোয়েন্টিফোরডটকম জানিয়েছে, ‘পুলিশ ফাঁড়িতে পিটিয়ে মারা হয় তাদের’৷ অপর একজন প্রাণ হারান চট্টগ্রামের লোহাগড়ায় সংঘর্ষের সময়৷ বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, আহত এক পুলিশ সদস্য শুক্রবার প্রাণ হারান৷ সবমিলিয়ে সাঈদীর রায় ঘোষণার পর শুক্রবার দুপুর অবধি পুলিশ সদস্য নিহতের সংখ্যা ৫৷
ছবি: STR/AFP/Getty Images
‘অধিকাংশই জামায়াত-শিবির কর্মী’
জামায়াত দাবি করেছে, ‘‘পুলিশের গুলিতে তাদের ৫০ জন ‘নিরপরাধ’ সমর্থক নিহত হয়েছে৷ পুলিশ তাদেরকে ‘পাখির মতো গুলি করে’ হত্যা করেছে৷’’ তবে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের প্রধান সুলতানা কামাল পুলিশের উপর সন্ত্রাসী হামলার জন্য জামায়াতকে দায়ী করেছেন৷
ছবি: AFP/Getty Images
প্রাণ হারাচ্ছে নিরীহ মানুষও
জামায়াতের তাণ্ডবে পুলিশ সদস্য প্রাণ হারিয়েছেন, নিহত হয়েছেন আওয়ামী লীগ সমর্থকও৷ তবে সাধারণ মানুষও মরছে এই তাণ্ডবে৷ ঢাকায় বৃহস্পতিবার প্রাণ হারান এক পথচারী, নোয়াখালি এবং বাঁশখালীতে নিহত হন হিন্দু সম্প্রদায়ের দুই ব্যক্তি৷ শুক্রবারও গাইবান্ধায় এক রিকশা চালক নিহত হয়েছেন ক্ষমতাসীন দলের এবং জামায়াতের সমর্থকদের মধ্যকার সংঘর্ষের মাঝে পড়ে৷ নিরীহ প্রাণহানির এরকম খবর আরো শোনা যাচ্ছে৷
ছবি: AFP/Getty Images
‘ফেসবুক বন্ধ’
সাঈদীর বিরুদ্ধে রায় ঘোষণার সময় বাংলাদেশ থেকে কম্পিউটার ব্যবহার করে স্বাভাবিক উপায়ে ফেসবুকে প্রবেশ করা যাচ্ছিল না৷ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি’র ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন আহমেদ জানান, ‘কারিগরি সমস্যার জন্য এমনটা হয়েছে’৷ তবে তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ জাকারিয়া স্বপন বলেন, ‘বৃহস্পতিবার তারা (বিটিআরসি) কিছুক্ষণের জন্য ফেসবুক বন্ধ করে দিয়েছিল এবং পুনরায় আবারো চালু করেছে৷’
সতর্ক নিরাপত্তা বাহিনী
জামায়াত-শিবির তাণ্ডব আর নাশকতা রুখতে গোটা দেশে সতর্ক রয়েছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা৷ বৃহস্পতিবার রাতেই বিভিন্ন এলাকায় মোতায়েন করা হয়েছে বিজিবি৷
ছবি: Reuters
ভিন্ন চিত্র
তবে সাঈদীর ফাঁসির রায়ে সামগ্রিকভাবে সন্তুষ্ট সাধারণ মানুষ৷ বৃহস্পতিবার এই রায় ঘোষণার পর উল্লাসে ফেটে পড়েন শাহবাগে অবস্থানরতরা৷ বাংলাদেশের বিভিন্ন জেলায় মিষ্টি বিতরণ করা হয়৷ ফেসবুকে প্রতিক্রিয়া জানান অগুনতি মানুষ৷
ছবি: Reuters
‘শহীদের আত্মা শান্তি পাবে’
সাঈদীর বিরুদ্ধে একটি মামলার বাদি ও প্রথম সাক্ষী মাহবুবুল আলম হাওলাদার৷ রায় ঘোষণার পরে ডয়চে ভেলেকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘সাঈদীর ফাঁসির আদেশ হওয়ায় দেশমাতৃকা কিছুটা পাপমুক্ত হয়েছে, যুদ্ধাপরাধীদের শাস্তির জন্য ৪২ বছরের অপেক্ষার অবসান হতে চলেছে৷’
ছবি: DW/Harun Ur Rashid
আরো রায় বাকি
এখন পর্যন্ত তিন যুদ্ধাপরাধীর বিরুদ্ধে রায় ঘোষণা করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল৷ বাকি আছে আরো যুদ্ধাপরাধীর বিচার৷ মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি অপেক্ষায় আছে সব যুদ্ধাপরাধীর বিচার দেখার৷ বর্তমান তরুণ প্রজন্মও তাই জেগে আছে প্রজন্ম চত্বরে৷
ছবি: AP
10 ছবি1 | 10
আতিকুর রহমান রায় পেছানো প্রসঙ্গে সবাইকে কয়েকটি তথ্য নিয়ে ভাববার অনুরোধ করেছেন৷ এগুলো হলো, ‘‘এক, এ নিয়ে তিনবার রায়ের অপেক্ষার তালিকায় গেল নিজামীর রায়৷ দুই, যখনই রায় ঘোষণার দিন আসে জামায়াত হরতাল ডাকে৷ অথচ তাদের আমীরের রায়ের দিন হরতাল ডাকেনি৷ তিন, রায়ের আগের দিন রাতে দেশের বিভিন্ন জায়গায় সংঘর্ষে লিপ্ত হয় জামাত-শিবির৷ এবার চুপ ছিলো৷ চার, অনেক দিন ধরেই কোনো রায় হচ্ছে না৷ প্রসিকিউটরদের মধ্যে কোন্দল সবার জানা৷ আওয়ামী লীগ ছাড়া অন্য প্রসিকিউটরদের সরিয়ে দেয়া হবে এমন বক্তব্যও শুনেছি৷ ছয়, যাদের আন্দোলনের ফল যুদ্ধাপরাধীর ফাঁসি নিশ্চিত হলো সেই গণজাগরণ মঞ্চ এখন সরকারের শত্রু৷ তাদের কর্মসূচিতে পুলিশ এখন বাধা দেয়৷ সাত, জয়পুরহাটে খালেদা জিয়ার সমাবেশে জামাত-শিবিরের সরব উপস্থিতি ছিলো না বললেই চলে৷ আট, জামায়াত নিষিদ্ধ এখন সম্ভব নয় – আইনমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর মন্তব্য৷''
এদিকে সামহয়্যার ইন ব্লগ তাদের প্রথম পাতায় ‘শীর্ষস্থানীয় যুদ্ধাপরাধীদের কীর্তিকলাপের সংক্ষিপ্ত বর্ণনা (মতিউর রহমান নিজামী) - রিপোষ্ট' শীর্ষক একটি পোস্ট একেবারে উপরে নির্দিষ্ট করে রেখেছে৷
টুডে ব্লগে পুস্পিতার পোস্টের শিরোনাম ‘‘ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর সফরকে সামনে রেখে আওয়ামী ষড়যন্ত্রে জামায়াত পা না দেয়ায় আজ নিজামীর রায় ঘোষণা স্থগিত?'' তিনি লিখেছেন, ‘‘...ভারতীয় নতুন পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফরে আসার আগের দিনই জামায়াত আমীরের তথাকথিত যুদ্ধাপরাধ মামলার রায় ঘোষণার দিন ধার্য করে আওয়ামী লীগ৷ উদ্দেশ্য একটি, অন্যান্যবারের মতো জামায়াত রায়ের দিন হরতাল ডাকবে, রায়ের পরও হরতাল থাকবে, স্বাভাবিকভাবে সারাদেশে চরম প্রতিক্রিয়া দেখাবে৷ প্রতিক্রিয়া দেখাবে অবৈধ রায়ের বিরুদ্ধে আর হাসিনা বিজেপি সরকারকে বুঝাতে চাইবে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী সফরে আসায় এই ধরনের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াত৷ বোঝাতে চাইবে জামায়াত জঙ্গি, সন্ত্রাসী এবং তাদের ঠেকানোর জন্য আওয়ামী লীগকে বিজেপিরও সমর্থন করা দরকার!
‘‘কিন্তু জামায়াত আওয়ামী লীগের সেই স্থূল টেকনিক বুঝতে পেরে কোনো ধরনের হরতাল ঘোষণা এমনকি কোনো বিবৃতিও দেয়নি এবং রায় পরবর্তী বিশেষ করে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে থাকা পর্যন্ত কোনো কর্মসূচি দেয়া হবে না বলে বুঝা যাচ্ছিল৷ ফলশ্রুতিতে হাসিনা আবারও দিশেহারা, নিজামীর রায় ঘোষণা স্থগিত!''