1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘ফেসবুক হত্যা’র হুমকি দিল হ্যাকার গোষ্ঠী

১১ আগস্ট ২০১১

ইন্টারনেটে হ্যাকারদের একটি দল ‘অ্যানোনিমাস’৷ রাজনৈতিকভাবে প্রভাবিত ওয়েবসাইট হ্যাক করে ইতিমধ্যে বেশ সাড়া ফেলেছে এই দল৷ উইকিলিক্স’এর প্রকাশ্য সমর্থকও তারা৷ এবার এই হ্যাকার গোষ্ঠীর ঘোষণা, হত্যা করা হবে ফেসবুককে৷

গন্ডগোলের পর লন্ডন শহরকে পরিচ্ছন্ন করতে ফেসবুককে ব্যবহার করা হয়েছে সফলভাবে

‘অ্যানোনিমাস' শব্দটির মধ্যে কেমন যেন একটু রহস্য লুকিয়ে আছে৷ এই শব্দটি ব্যবহার করা হয় নামহীন কোনকিছু বোঝাতে, কিংবা এমন কাউকে বোঝাতে যিনি নিজের পরিচয় সযত্নে লুকিয়ে রেখেছেন৷ ইন্টারনেট অ্যানোনিমাস ব্লগারের সংখ্যা অনেক৷ কিন্তু হ্যাকার?

‘অ্যানোনিমাস' নামের ঐ হ্যাকার গোষ্ঠীটিকে পৃথিবীর শক্তিশালী দু'তিনটি হ্যাকার দলের মধ্যে গণ্য করা হয়ে থাকে৷ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ওয়েবসাইটগুলোকে অকেজ করে দিতে বেশ পারদর্শী এই গোষ্ঠী৷ গত ১৬ জুলাই এক ইউটিউব বার্তায় তাদের ঘোষণা, এবার হত্যা করা হবে ফেসবুককে৷

এই বার্তাটি ইন্টারনেটে প্রকাশের আগে ডিজিটাল পদ্ধতিতে বেশ খানিকটা বিকৃত করা হয়েছে৷ ফলে এটি পুরুষ না মহিলা কণ্ঠ তা বোঝা দুঃসাধ্য৷ বার্তায় ফেসবুক হত্যার কারণও ব্যাখ্যা করা হয়েছে৷ হ্যাকার গোষ্ঠীর দাবি, ফেসবুক তার ব্যবহারকারীদের গোপন তথ্য সরকার এবং নিরাপত্তা সংস্থার কাছে বিক্রি করছে৷ এমনকি ব্যবহারকারীর গোপন তথ্য কখনোই মুছে ফেলছে না৷ বরং সেগুলো থেকে যাচ্ছে ফেসবুকের কাছে৷ তাই, যেকোন সময় ফেসবুক থেকে যেকারো তথ্য পুনরুদ্ধার সম্ভব৷ ফেসবুকের এই কর্মকাণ্ডকে ‘অনৈতিক' হিসেবে আখ্যা দিয়েছে ‘অ্যানোনিমাস'৷ ফেসবুক বধে তাই সবার সহযোগিতাও চাচ্ছে এই দল৷

বলাবাহুল্য, ফেসবুকের কোন মুখপাত্র এই বিষয়ে মন্তব্য করতে রাজি হননি৷ তবে সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ গত বছরই জানিয়েছিলেন, ‘‘আমরা ব্যবহারকারীর অনুমতি ছাড়া কোন তথ্যই তৃতীয় কোন পক্ষের কাছে হস্তান্তর করিনা৷''

‘অ্যানোনিমাস' ফেসবুকে হামলার তারিখ ঘোষণা করেছে আগামী ৫ নভেম্বর৷ এই দিন অচল করে দেওয়া হবে ফেসবুক৷ এই অচল প্রক্রিয়াটিও খানিকটা ভিন্ন৷ একইসঙ্গে বেশ কয়েকজন হ্যাকার একটি নির্দিষ্ট স্ক্রিপ্ট ব্যবহার করে একটি ওয়েবসাইটে বারবার প্রবেশের চেষ্টা করে৷ এতে করে সাইটটির ওয়েব ট্রাফিক মাত্রাতিরিক্ত বেড়ে যায়, এবং একপর্যায়ে সেটি স্লো হয়ে যায় কিংবা পুরোপুরি বন্ধ হয়ে যায়৷

তবে, এই ফেসবুক হত্যার পরিকল্পনায় ‘অ্যানোনিমাস' এর সব সদস্যের সমর্থন আছে বলে মনে হচ্ছে না৷ টুইটারে এসংক্রান্ত একটি বার্তাও প্রকাশ করেছে দলটির এক সদস্য৷ তাছাড়া, বর্তমানে ফেসবুকের ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৭৫ কোটি৷ এত বিশাল ধারণক্ষমতার একটি ওয়েবসাইটকে গুটি কয়েক হ্যাকার কতটা কাবু করতে পারবে - তাও বড় প্রশ্ন৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ