1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফোনালাপে পুটিনকে যুদ্ধ থামাতে বললেন শলৎস-মাক্রোঁ

১০ মার্চ ২০২২

এক ফোনালাপে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিনকে অবিলম্বে যুদ্ধ থামাতে বললেন জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎস ও ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ৷

এক ফোনালাপে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিনকে অবিলম্বে যুদ্ধ থামাতে বললেন জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎস ও ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ৷

ফ্রান্সের ভার্সাইতে ইইউ নেতাদের সম্মেলনকে সামনে রেখে বৃহস্পতিবার ফোনে পুটিনের সঙ্গে কথা বলেন জার্মান চ্যান্সেলর ও ফ্রান্সের প্রেসিডেন্ট৷ এক ঘণ্টাব্যাপী আলাপকালে তারা দুইজনই পুটিনকে অবিলম্বে যুদ্ধ থামাতে বলেছেন৷ জার্মানির একজন সরকারি কর্মকর্তার বরাত দিয়ে এমন তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স৷ শলৎস ও মাক্রোঁ পুটিনকে বলেছেন, ইউক্রেন ও রাশিয়ার আলোচনার মধ্য দিয়ে যুদ্ধ সংক্রান্ত যেকোন সমাধানে পৌঁছানো উচিৎ৷

ইউক্রেনে হাসপাতালে হামলা, রাশিয়ার দাবি সামরিক স্থাপনা

01:26

This browser does not support the video element.

ফ্রান্সের প্রেসিডেন্টের দপ্তর থেকেও ফোন কলের সত্যতা নিশ্চিত করা হয়েছে৷ এক বিবৃতিতে জানানো হয়েছে তিনজনই আগামী দিনে নিবিড় যোগাযোগ রাখতে সম্মত হয়েছেন৷ বৃহস্পতিবার সন্ধ্যায় ভার্সাইর সম্মেলনে ইউক্রেন সংকট নিয়ে ইইউ নেতারা আলোচনা করবেন বলেও এতে উল্লেখ করা হয়েছে৷

এর আগে বৃহস্পতিবার তুরস্কে মুখোমুখি বৈঠকে বসেছিলেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা এবং রাশিয়ান পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লেভরভ৷ তবে সেখানে যুদ্ধবিরতির বিষয়ে কোন ‘অগ্রগতি হয়নি’ বলে জানিয়েছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী

এদিকে ইউক্রেনে রাশিয়ার হামলার দুই সপ্তাহ পেরিয়েছে৷ এখন পর্যন্ত দেশটির ২২ লাখ শরণার্থী সীমান্ত পাড়ি দিয়ে প্রতিবেশীসহ ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছেন৷

এফএস/কেএম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ