এক ফোনালাপে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিনকে অবিলম্বে যুদ্ধ থামাতে বললেন জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎস ও ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ৷
বিজ্ঞাপন
ফ্রান্সের ভার্সাইতে ইইউ নেতাদের সম্মেলনকে সামনে রেখে বৃহস্পতিবার ফোনে পুটিনের সঙ্গে কথা বলেন জার্মান চ্যান্সেলর ও ফ্রান্সের প্রেসিডেন্ট৷ এক ঘণ্টাব্যাপী আলাপকালে তারা দুইজনই পুটিনকে অবিলম্বে যুদ্ধ থামাতে বলেছেন৷ জার্মানির একজন সরকারি কর্মকর্তার বরাত দিয়ে এমন তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স৷ শলৎস ও মাক্রোঁ পুটিনকে বলেছেন, ইউক্রেন ও রাশিয়ার আলোচনার মধ্য দিয়ে যুদ্ধ সংক্রান্ত যেকোন সমাধানে পৌঁছানো উচিৎ৷
ইউক্রেনে হাসপাতালে হামলা, রাশিয়ার দাবি সামরিক স্থাপনা
01:26
ফ্রান্সের প্রেসিডেন্টের দপ্তর থেকেও ফোন কলের সত্যতা নিশ্চিত করা হয়েছে৷ এক বিবৃতিতে জানানো হয়েছে তিনজনই আগামী দিনে নিবিড় যোগাযোগ রাখতে সম্মত হয়েছেন৷ বৃহস্পতিবার সন্ধ্যায় ভার্সাইর সম্মেলনে ইউক্রেন সংকট নিয়ে ইইউ নেতারা আলোচনা করবেন বলেও এতে উল্লেখ করা হয়েছে৷
এদিকে ইউক্রেনে রাশিয়ার হামলার দুই সপ্তাহ পেরিয়েছে৷ এখন পর্যন্ত দেশটির ২২ লাখ শরণার্থী সীমান্ত পাড়ি দিয়ে প্রতিবেশীসহ ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছেন৷
এফএস/কেএম
যেভাবে ধ্বংসস্তূপ হচ্ছে ইউক্রেন
ইউক্রেনে রাশিয়ার হামলার দুই সপ্তাহ হতে চলেছে৷ রুশ সৈন্যরা বিভিন্ন শহর ঘিরে রেখে অবিরাম বোমাবর্ষণ করছে৷ তাতে সাজানো-গোছানো একটি দেশ কিভাবে ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে দেখুন ছবিঘরে...
ছবি: Serhii Nuzhnenko/REUTERS
ঘর-বাড়ি বিধ্বস্ত
কিয়েভের কাছের ইরপিন শহরের ছবি এটি৷ রাশিয়ার বোমাবর্ষণে একটি আবাসিক এলাকার একাংশ একেবারে বসবাসের অযোগ্য৷
ছবি: Serhii Nuzhnenko/REUTERS
গ্রামেও মৃত্যু-আতঙ্ক
কিয়েভের কাছের গ্রাম হাতনে৷ সেখানেও চলছে রুশ সেনাদের হামলা৷ ছবিতে শেলের আঘাতে ক্ষতিগ্রস্ত একটি বাড়ি৷ বাড়ির পাশের মাটিও শেলের আঘাতে চৌচির৷
ছবি: Serhii Nuzhnenko/REUTERS
ভাঙা সেতু
কিয়েভ অঞ্চলের বুখা শহরের একটি ব্রিজ ভেঙে দিয়েছে রুশ সেনারা৷ যোগাযোগ ব্যবস্থারও ব্যাপক ক্ষতি হচ্ছে চলমান যুদ্ধে৷
ছবি: Maksim Levin/REUTERS
স্কুল ধ্বংস
ঝিতোমিরের এই জায়গাটায় কয়েকদিন আগেও একটা স্কুল ছিল৷ সেই স্কুল বোমার আঘাতে শুধুই ধ্বংসস্তূপ৷
ছবি: Viacheslav Ratynskyi/REUTERS
ফিটনেস সেন্টারের বেহাল দশা
রুশ হামলাল লক্ষ্য ছিল কিয়েভের এক টিভি টাওয়ার৷ কিন্তু লক্ষ্যচূত হয়ে শেল গিয়ে পড়েছে এক ফিটনেস সেন্টারে৷ ধ্বংসস্তূপে জ্বলছে আগুন৷
ছবি: Umit Bektas/REUTERS
স্মৃতি সংরক্ষণ
চোখের সামনে ধ্বংস হয়ে যাচ্ছে ঝিতোমির শহর৷ ধ্বংসস্তূপে দাঁড়িয়েই আরেক ভবনের ধ্বংস হওয়ার মুহূর্ত মোবাইলে ধরে রাখছেন এক নারী৷
ছবি: Viacheslav Ratynskyi/REUTERS
ধ্বংস রোধের কঠিন লড়াই
কিয়েভের কাছের আরেক গ্রাম চাইকি৷ স্থানীয় কর্মকর্তারা জানাচ্ছেন, সেখানেও ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে রুশ হামলায়৷ হামলার পর আগুন নেভানোর জন্য লড়ছেন এক দমকলকর্মী৷
ছবি: Serhii Nuzhnenko/REUTERS
চেমিনিভের আবাসিক এলাকা
চেমিনিভের আবাসিক এলাকাগুলো এখন প্রায় জনশূন্য৷ ওপরের ছবিতে হামলায় ক্ষতিগ্রস্ত একটি ভবন৷
ছবি: Roman Zakrevskyi/REUTERS
রক্ষা পেলো পুলিশ
খারকিভের একটি থানা অল্পের জন্য বেঁচে যায় শেলের আঘাত থেকে৷ পাশের এক ভবনে শেল আঘাত হানায় ভবনটির এখন এই অবস্থা৷
ছবি: Press service of the Ukrainian State Emergency Service/Handout/REUTERS