1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফোনে আড়ি পাতা

৩১ অক্টোবর ২০১৩

ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদন বলছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো ইয়াহু আর গুগলের তথ্যকেন্দ্রে নজরদারি করেছে৷ এনএসএ প্রধান অবশ্য বলছেন, মার্কিন নাগরিকদের নিরাপত্তার স্বার্থেই তারা বিভিন্ন সময়ে নজরদারি করেছেন৷

Bildnummer: 60332540 Datum: 06.08.2013 Copyright: imago/Roland Mühlanger AUT, STUDIO AUFNAHMETISCH; 2013-08-06; POLITIK, STAAT, USA: NATIONAL SECURITY AGENCY HÖRT HEIMLICH TELEFONATE VON US-BÜRGERN AB - STOCKFOTO ZUM THEMA ÜBERWACHUNG, ABHÖREN VON TELEFONATEN UND DATENSCHUTZ IN DEN VEREINIGTEN STAATEN VON AMERIKA; Objekte Symbolfoto xdp x0x 2013 quer Aufmacher premiumd 11. September 2001 AUT Abhören Al Qaida Amerika Amerikaner Angela Merkel Arbeit Aufnahmetisch BILDAGENTUR MUEHLANGER/WINKLER BILDAGENTUR Muehlanger BND Barack Obama Beobachtung Bundesnachrichtendienst CIA Computer Cyber Daten Datenbank Datenbanken Datensammlung Datenschutz Datenschutzbeauftragte Deutschland Einbruch Fernglas Foto: Roland Muehlanger Geheim Geheimagent Geheimagenten Geheimdaten Geheimdienst Gesetz Gesetzesbruch HNA Hack Hacker Hacking Handy Heeresnachrichtenamt Internet Julien Assange Kampf Kontrolle Korruption Krieg Löschen Michael Spindlegger Mobiltelefon NSA National Security Agency Netz Obama Österreich Osama Bin Laden PC Politik Politiker Prism Programm Prism Repräsentantenhaus Sicherheit Spionage Studioaufnahme Telefon Telefonanbieter Telefonat Terror Terroranschlag Terrorismus Terroristen Tirol US-Bürger US-Flagge US-Präsident USA United States Verbrechen Vereinigte Staaten Verhinderung Verstoss Verstoß Verteidigung Verteidigungsminister Verteidigungsministerium Veröffentlichung Wikileaks aufgenommen am 2013-08-06 ausforschen bespitzeln illegal observieren sichern spionieren veröffentlichen Überwachung 60332540 Date 06 08 2013 Copyright Imago Roland Anger millstone AUT Studio 2013 08 06 politics State USA National Security Agency hear Heimlich Calls from U.S. Citizens from to Theme Monitoring Interception from Telephone calls and Privacy in the United States from America Objects Symbolic image XDP x0x 2013 horizontal Highlight premiumd 11 September 2001 AUT Interception Al Qaeda America Americans Angela Merkel Work Picture Agency Winkler Picture Agency BND Barack Obama Observation Federal Intelligence Service CIA Computer Cyber Data Database Databases Data collection Privacy Data Protection Supervisor Germany Burglary Binoculars Photo Roland secret Secret Secret agents Secret Service Act Legislative breakthrough HNA Hack Hacker Hacking Handy Internet Julien Assange Fight Control Corruption War delete Michael Mobile phone NSA National Security Agency Network Obama Austria Osama am shop PC politics Politicians Prism Program Prism House of Representatives Security Espionage Studio shooting Phone Phone manufacturer Phone call Terror Terrorist attack Terrorism Terrorists Tyrol U.S. Citizens U.S. Flag U.S. President USA United States Crime United States Prevention Infringement Infringement Defence Defence Minister Ministry of Defence Publication wikileaks Date at 2013 08 06 spy illegal observe Save Spy public Monitoring
ছবি: imago/Roland Mühlanger

এদিকে ফোনে আড়ি পাতার বিষয়ে জার্মানি ও যুক্তরাষ্ট্র একে অপরকে দোষারোপ করেই যাচ্ছে৷ মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা কখনো বলেছেন, নিরাপত্তার স্বার্থে, কখনো বলছেন, সহযোগী দেশগুলোর সাথে সামরিক সহযোগিতার অংশ হিসেবে তারা এ কাজ করেছেন৷

ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, মার্কিন গোয়েন্দাদের কাছে তথ্য আছে, জার্মান ইন্টেলিজেন্স সার্ভিস বা বিএনডি যুক্তরাষ্ট্রের উপর নজরদারি করেছে৷ ২০০৮ সালে ৩০০ মার্কিন নাগরিকের ফোনে বিএনডি আড়ি পেতেছে, বলে জানিয়েছে ওয়াশিংটন পোস্ট৷

এদিকে বুধবার জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের ফোনে আড়ি পাতার বিষয়টি নিয়ে আলোচনা করেছেন জার্মানি ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা৷ সেখানেও এ অভিযোগ অস্বীকার করেছেন মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা৷ এনএসএ প্রধান জেনারেল কিথ আলেকজান্ডার জানান, প্রতিটি দেশই একে অপরের উপর গুপ্তচরবৃত্তি করছে৷ তাই সহযোগী দেশগুলোর মধ্যে নতুন ধরনের সম্পর্ক উন্নয়নে কাজ করা উচিত বলে মন্তব্য করেন তিনি৷ যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউরোপের অংশীদারিত্ব আসলেই গুরুত্বপূর্ণ বলে জানান তিনি৷

এনএসএ প্রধান জেনারেল কিথ আলেকজান্ডার ( বায়ে) জানান, প্রতিটি দেশই একে অপরের উপর গুপ্তচরবৃত্তি করছেছবি: Reuters

ব্লুমবার্গ মিডিয়া গ্রুপের একটি সংবাদ সম্মেলনে আলেকজান্ডার জানান, ফ্রান্স, স্পেন ও ইটালিতে নজরদারি করতে এনএসএ ৭ কোটি ফোন কলে আড়ি পেতেছে বলে যে তথ্য উপস্থাপন করা হয়েছে, তা সম্পূর্ণ ভুল৷ বাস্তবে সামরিক সহায়তার কারণে প্রত্যেকটি দেশ একে অপরকে সহায়তার জন্য এই নজরদারি করেছে বলে জানান তিনি৷ দেশের জনগণের নিরাপত্তার স্বার্থেই তারা এ কাজ করেছেন বলে জানান আলেকজান্ডার৷

ওয়াশিংটন পোস্টের নতুন এক প্রতিবেদন বলছে, বিশ্বের বিভিন্ন দেশের মানুষের ব্যক্তিগত তথ্য সংগ্রহের জন্য ইয়াহু আর গুগলের তথ্য ভান্ডারে নজরদারি করেছে এনএসএ৷ এছাড়া ভিন্ন ভিন্ন প্রযুক্তি ব্যবহার করে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো এ কাজ করেছে বলে জানিয়েছে পত্রিকাটি৷

২০১৩ সালের জানুয়ারির এক প্রতিবেদন উল্লেখ করে পত্রিকাটি বলছে, ৩০ দিনে ইমেল, অডিও ও ভিডিও কন্টেন্ট থেকে ১৮ কোটি ১০ লাখ রেকর্ড সংগ্রহ করেছে এনএসএ৷

এদিকে, ইন্টারনেট জায়ান্ট গুগুল এর আইন বিভাগের প্রধান ডেভিড ড্রুমন্ড ক্ষোভ প্রকাশ করে বলেছেন, এনএসএ তাদের লিংক ভেঙে তথ্যকেন্দ্রে অবৈধভাবে প্রবেশ করেছে৷ কেননা তারা সরকারকে কোনো তথ্য দেননি এবং তাদের লিংকে প্রবেশের কোনো সুযোগও দেননি৷

এনএসএ প্রধান আলোকজান্ডার যথারীতি এই অভিযোগও অস্বীকার করেছেন৷ বুধবার রাতে এক বিবৃতিতে অবশ্য এনএসএ জানিয়েছে, বিদেশি নাগরিকদের ফোন বা মেলে নজরদারি করেছে তারা, তবে তা দেশের নিরাপত্তার স্বার্থেই করা হয়েছে৷

অন্যদিকে, জাতিসংঘ বলছে, ভবিষ্যতে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো এ ধরনের গোপন নজরদারি চালাবে না বলে আশ্বাস পেয়েছে তারা৷

এপিবি/ডেজএইচ (এপি,এএফপি,রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ