ফ্যাক্টচেক: ইরানে মার্কিন হামলার ভাইরাল ভিডিও ভুয়া বা পুরনো
২৫ জুন ২০২৫
মার্কিন বি-টু স্পিরিট নামের গোপন যুদ্ধবিমান গত ২১ জুন ইসরায়েলের বাহিনীর সঙ্গে যুক্ত হয়ে ইরানের পারমাণবিক কেন্দ্রে অতর্কিত হামলা চালায়৷ ফোর্দো, নাতাঞ্জ আর ইসফাহানে বাঙ্কার বিধ্বংসী বিশাল আকারের বোমা ফেলা হয় ‘অপারেশন মিডনাইট হ্যামার' এর আওতায়৷
আঠারো ঘণ্টার গোপন অভিযান শেষে সাতটি বি-টু যুদ্ধবিমান মিসৌরিতে ফিরে আসে এবং পেন্টাগন অভিযানকে ‘অসাধারণ সামরিক সাফল্য' আখ্যা দেয়৷ জবাবে ২৩ জুন কাতারে মার্কিন বিমান ঘাঁটি আল উদেইদে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান৷
মার্কিন হামলার খবর প্রকাশিত হওয়ার পর বিভিন্ন নাটকীয় ভিডিওতে ভরে গেছে সোশ্যাল মিডিয়া৷ সেসব ভিডিও হামলার বলে দাবি করা হয়েছে৷ তবে ডয়চে ভেলের অনুসন্ধানে দেখা গেছে সেসব ভিডিও ডিজিটালি তৈরি বা অন্য কোনো ঘটনার পুরনো ভিডিও৷
এআই-এর তৈরি ভাইরাল ভিডিওর সঙ্গে মার্কিন হামলার কোনো সম্পর্ক নেই
দাবি: ‘ইরানে আঘাত হানলো মার্কিন ক্ষেপণাস্ত্র' শিরোনামে এক টিকটক ব্যবহারকারীর পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে এক শহরের কাছে বড় ধরনের বিস্ফোরণ ঘটেছে৷ আকাশ ভরে গেছে মাশরুমের আকারের ধোঁয়ারকুন্ডলীতে৷ ভিডিওটির বিভিন্ন সংস্করণ এক্স এবং ইউটিউবেও প্রকাশিত হয়েছে৷ বিভিন্ন ভাষায় ভিডিওটি কোটি কোটি মানুষ দেখেছেন৷
ডিডাব্লিউ ফ্যাক্ট চেক: ভুয়া
ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে বানানো এবং ইরানে মার্কিন হামলার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই৷
আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতকে মার্কিন হামলার ভিডিও দাবি
দাবি: এই ভিডিওতে দাবি করা হয়েছে যে ইরানে একটি পারমাণবিক কেন্দ্রে মার্কিন বিমান হামলার পর এভাবে ধোঁয়া ছড়াচ্ছে৷ টিকটকসহ বেশ কয়েকটি প্ল্যাটফর্মে ভিডিওটি ছড়িয়ে পড়েছে৷ এক ব্যক্তি আবার সেটিতে জলছাপ দিয়ে লিখেছে ‘বি-টু স্প্রিট থেকে ইরানকে সুপ্রভাত৷'
ডিডাব্লিউ ফ্যাক্ট চেক: ভুয়া
ফুটেজটি সামরিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত নয়৷ এটি ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের৷ রিভার্স ইমেজ সার্চ নিশ্চিত করছে যে ভিডিওটি গত সপ্তাহে প্রথম অনলাইনে দেখা যায় এবং অগ্ন্যুৎপাতের অনেকগুলো ভিডিওর একটি এটি৷ এরকম আরো ভিডিও রয়েছে৷
বি-টু যুদ্ধবিমান ভূপতিত করার ভিডিও
দাবি: টিকটক এবং ইউটিউবে সোমবার সকালে প্রকাশিত ভিডিওতে দেখা যায় যে মার্কিন বি-টু গোপন বিমান ইরানে ভূপতিত হয়েছে৷ টিকটকের একটি একাউন্টে ভিডিওটি ৭০ হাজারের বেশিবার প্রদর্শিত হয়েছে৷
ডিডাব্লিউ ফ্যাক্ট চেক: ভুয়া
ভিডিও ফুটেজ এবং দাবিটি ভুয়া৷ পেন্টাগন নিশ্চিত করেছে যে সাতটি বি-টু বিমানই নিরাপদে ফিরে এসেছে৷ বিবিসি, সিবিএস, এপিসহ বিভিন্ন সংবাদমাধ্যমে সেগুলোর ফিরে যাওয়ার ভিডিও প্রকাশ করেছে৷
তাছাড়া ভিডিওটিতে প্রদর্শিত কিছু দৃশ্য আগে থেকেই ইউটিউবে রয়েছে যেখানে একই ধরনের দাবি করা হয়েছিল৷
ফোর্দোতে হামলার অপ্রাসঙ্গিক ভিডিও
দাবি: সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়া বেশ কয়েকটি ভিডিও রয়েছে যেগুলো ফোর্দোতে হামলার এবং তারপরের দৃশ্য বলে দাবি করা হয়েছে৷ যেমন এটি দেড় মিলিয়নের বেশিবার প্রদর্শিত হয়েছে৷
ডিডাব্লিউ ফ্যাক্টচেক: ভুয়া
ভিডিওটি আসল তবে সেটি মার্কিন হামলার নয়৷ জুনের শুরুর দিকে তেহরানের একটি তেলের ডিপোতে ইসরায়েলি বিমান হামলার ভিডিও এটি৷
এআই/এসিবি