1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিযুক্তরাষ্ট্র

ফ্যাক্ট চেক: ট্রাম্পকে গুলি করা ব্যক্তিকে নিয়ে গুজব

১৬ জুলাই ২০২৪

যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়াতে রাজনৈতিক সমাবেশে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে গুলি চালানো হয়৷ এ যাত্রায় তিনি বেঁচে যান৷ ঘটনাটি নিয়ে সামাজিক মাধ্যমে নানা গুজব ছড়ানো হচ্ছে৷

ট্রাম্পের ওপর হামলার দিনে পুলিশের স্নাইপাররা সন্দেহভাজন হামলাকারীকে পালটা গুলি করে
নিরাপত্তা এজেন্সিগুলো ঘটনার কয়েক ঘণ্টার মধ্যে সন্দেহভাজন হামলাকারীর পরিচয় নিশ্চিত করে ফেলে৷ তারপরও সোশ্যাল মিডিয়ায় তার পরিচয় সংক্রান্ত অসংখ্য ভুল পোস্ট দেখা যায়ছবি: Gene J. Puskar/AP Photo/picture alliance

সামাজিক যোগাযোগ মাধ্যমে যেসব গুজব ছড়ানো হচ্ছে তার একটির বিষয় সন্দেহভাজন হামলাকারীর পরিচয়৷ নিরাপত্তা এজেন্সিগুলো ঘটনার কয়েক ঘণ্টার মধ্যে তার পরিচয় নিশ্চিত করে ফেলে৷ এফবিআই তার নাম বলে থমাস ম্যাথিউ সি (জার্মান আইন অনুযায়ী সন্দেহভাজনের পুরো নাম ডয়চে ভেলে প্রকাশ করছে না)৷ সন্দেহভাজন হামলাকারী ঘটনাস্থলেই নিরাপত্তারক্ষীদের গুলিতে মারা যান৷

কর্তৃপক্ষ জানায়, ঐ ব্যক্তির সঙ্গে কোনো পরিচয়পত্র ছিল না৷ তারা ডিএনএ পরীক্ষার মাধ্যমে তার পরিচয় নিশ্চিত করেন৷

তারপরও সোশ্যাল মিডিয়ায় তার পরিচয় সংক্রান্ত অসংখ্য পোস্ট দেখা যায়৷ ডয়চে ভেলে সেগুলোর কয়েকটি খতিয়ে দেখেছে৷

সোশ্যাল মিডিয়ার পোস্টগুলোতে মাথায় কালো টুপি ও চোখে সানগ্লাস পরা ওপরের ব্যক্তির ছবি প্রকাশ করা হয়ছবি: X

 

দাবি: হামলাকারীর নাম ‘মার্ক ভায়োলেটস'

ডিডাব্লিউ ফ্যাক্ট চেক: ভুল

সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয় হামলাকারীর নাম ‘মার্ক ভায়োলেটস'৷ পোস্টগুলোতে মাথায় কালো টুপি ও চোখে সানগ্লাস পরা ওপরের ব্যক্তির ছবি প্রকাশ করা হয়৷ ছবিটি মূলত মার্কো ভিওলি নামের এক সাংবাদিকের৷ তিনি একজন ইটালিয়ান এবং মূলত ফুটবল নিয়ে প্রতিবেদন করেন৷

নিজের ইনস্টাগ্রামে মার্কো বিস্ময় প্রকাশ করেন এবং বলেন, ঘটনার সময় তিনি রোমে ছিলেন এবং ছবি প্রকাশের পর তার কাছে একের পর এক মেসেজ আসছিল৷ যেসব এক্স অ্যাকাউন্ট তার ছবি ছড়িয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন বলে জানান তিনি৷

এটা আসলে একজন এক্স ব্যবহারকারীর প্যারোডি ভিডিও৷ পরে আরেকটি এক্স পোস্টে তিনি লেখেন, এটা আসলে একটা মজা ছিলছবি: X

দাবি: হামলাকারী দাবি করেন পুলিশ ভুল ব্যক্তিকে গুলি করেছে

ডিডাব্লিউ ফ্যাক্ট চেক: ভুল

সোশ্যাল মিডিয়া এক্সে একটি ভিডিও ও একটি ছবি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে৷ সেখানে দেখা যায়, লম্বা সোনালি চুলের এক যুবক নীল গেঞ্জি পরে দাবি করেন, তিনিই হামলাকারী এবং কর্তৃপক্ষ আসল হামলাকারীকে গুলি করেনি৷

পোস্টে বলা হয়, ‘‘আমার নাম থমাস ম্যাথিউ সি৷ আমি রিপাবলিকানদের ঘৃণা করি৷ আমি ট্রাম্পকে ঘৃণা করি৷ আপনারা ভুল ব্যক্তিকে ধরেছেন৷''

এটা আসলে একজন এক্স ব্যবহারকারীর প্যারোডি ভিডিও৷ পরে আরেকটি এক্স পোস্টে তিনি লেখেন, এটা আসলে একটা মজা ছিল৷ এরপর ব্যবহারকারী তার পোস্ট ভাইরাল যেন না হয় সে ব্যবস্থা নেন৷ এখন তার প্রোফাইলটি সবার জন্য উন্মুক্ত নয়৷

তবে অনেকেই পোস্টটি শেয়ার করে দাবি করতে থাকেন, এই হলো আসল হামলাকারী৷ এমনকি অনেক মূলধারার গণমাধ্যমও এটিকে খবর ভেবে প্রকাশ করেন৷

অনেক ইউজার লম্বা বাদামি চুলের এই ব্যক্তির ছবি পোস্ট করে বলেন, ইনি হলেন সন্দেহভাজন হামলাকারীছবি: X

দাবি: হামলাকারীর নাম থমাস ম্যাথিউ সি নয়, ম্যাক্সওয়েল ওয়াই

ডিডাব্লিউ ফ্যাক্ট চেক: ভুল

এটা পরিষ্কার নয়, কেমন করে ঘটনার কিছুক্ষণ পর ম্যাক্সওয়েল ওয়াইয়ের নামটি সোশ্যাল মিডিয়ায় চাউর হয়৷ কিন্তু এটি খুব দ্রুত ছড়ায়৷ অনেক ইউজার লম্বা বাদামি চুলের একজন ব্যক্তির ছবি পোস্ট করে বলেন, ইনি হলেন সন্দেহভাজন হামলাকারী৷

ডয়চে ভেলে খতিয়ে দেখেছে, ছবিটি জনৈক ম্যাক্সওয়েল ওয়াইয়ের৷ কিন্তু পেনসিলভেনিয়ার ঘটনার সঙ্গে তার কোনো যোগসাজশ পাওয়া যায়নি৷ ২০১৬ সাল থেকে কিছু খবরে এই ব্যক্তির উল্লেখ পাওয়া যায়৷ তিনি ২০১৬ সালে পিটসবুর্গে  ট্রাম্প সমর্থক ও প্রতিবাদকারীদের মধ্যকার একটি সংঘর্ষে যুক্ত ছিলেন৷ তখন তাকে গ্রেফতার করা হয়৷ তার ছবি কয়েকটি সংবাদমাধ্যমে প্রকাশিত হয়৷

আনোয়ার আশরাফ/জেডএ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ