1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফ্যালকন রকেটের সফল উৎক্ষেপণ

১ অক্টোবর ২০১৩

মার্কিন বেসরকারি সংস্থা স্পেস এক্স-এর জ্বালানি সাশ্রয়ী উন্নত মানের রকেট ‘ফ্যালকন ৯’ রবিবার সফল অভিযান শুরু করেছে৷ ফলে আন্তর্জাতিক স্পেস স্টেশনে রসদ পাঠানোর কাজ চলতি বছরের শেষ থেকেই আরও সহজ হয়ে উঠতে পারে৷

ছবি: AP

মার্কিন মহাকাশ সংস্থা নাসা-র স্পেস শাটল কর্মসূচি বন্ধ হয়ে যাবার পর অ্যামেরিকার পক্ষে মহাকাশে মানুষ বা রসদ পাঠানোর কাজ অত্যন্ত কঠিন হয়ে পড়েছে৷ বিকল্প হিসেবে সরকারি নয় – বেসরকারি উদ্যোগে মহাকাশযান চালানোর তোড়জোড় হচ্ছে৷ সব কিছু ঠিকমতো চললে চলতি বছরের শেষেই সমস্যার কিছুটা সমাধান হয়ে যাবে৷

স্পেস এক্সপ্লোরেশন টেকনোলজিস বা স্পেস এক্স ‘ফ্যালকন ৯' রকেট পরীক্ষার কাজ শুরু করেছে৷ ২২ তলা উঁচু এই রকেট রবিবার ভ্যান্ডারবার্গ এয়ার ফোর্স বেস থেকে উৎক্ষেপণ করা হয়৷ পরীক্ষামূলক এই অভিযানে ক্যানাডার ‘ক্যাসিওপি' নামের ছোট একটি স্যাটেলাইট ও আরও পাঁচটি ‘পে-লোড' উৎক্ষেপণ করা হয়৷ পরীক্ষা সফল হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন কোম্পানির প্রধান এলন মাস্ক৷ সবকটি বস্তুই তাদের নির্দিষ্ট কক্ষপথে পৌঁছে গেছে৷

‘ফ্যালকন ৯' রকেটকে ভবিষ্যতে এমনভাবে উন্নত করে গড়ে তোলার লক্ষ্য নেয়া হয়েছে, যাতে সেটির প্রথম স্টেজের অংশটিকে একাধিক বার ব্যবহার করা যায়৷ হয়ে সেটি আবার উৎক্ষেপণের জায়গায় ফিরে আসবে, অথবা সমুদ্রের উপর পড়ার পর সেটিকে উদ্ধার করা হবে৷ পৃথিবীর মাধ্যাকর্ষণের টান কাটাতে এই প্রাথমিক ধাক্কা বা ‘বুস্ট ফেজ' অত্যন্ত ব্যয়বহুল৷ রকেটের ব্যয়ের প্রায় তিন-চতুর্থাংশই চলে যায় এর পেছনে৷ ফলে ইঞ্জিন সহ এই অংশটি আবার ব্যবহার করতে পারলে ব্যয় এক ধাক্কায় অনেকটা কমে যাবে৷ বর্তমান মডেলটিও জ্বালানি সাশ্রয়ের ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য দেখাতে পেরেছে৷

স্পেস এক্স-এর উদ্যোগকে ঘিরে আগ্রহ কম নয়৷ ‘ফ্যালকন ৯' ও পরিকল্পিত ‘ফ্যালকন হেভি রকেট' ব্যবহার করে ৫০টিরও বেশি উৎক্ষেপণের পরিকল্পনা এখনই চূড়ান্ত হয়ে গেছে৷ বিভিন্ন সংস্থার সঙ্গে চুক্তিও হয়ে গেছে৷ এর মধ্যে ১০টি অভিযানে আন্তর্জাতিক স্পেস স্টেশনে রসদ পাঠাবে নাসা৷ স্পেস এক্স এরই মধ্যে আইএসএস-এ তিনটি ‘ড্র্যাগন ক্যাপসুল' পাঠাতে সক্ষম হয়েছে৷ নিয়মিত রসদ পৌঁছানোর কাজে হাত পাকাবার পর কয়েক বছরের মধ্যে আইএসএস-এ মহাকাশচারীও পাঠানোর লক্ষ্য স্থির করেছে নাসা ও স্পেস এক্স৷

বেসরকারি ক্ষেত্র মানেই প্রতিযোগিতা৷ তাই শুধু স্পেস এক্স নয়, আসরে নেমেছে অর্বিটাল সাইন্স কর্পোরেশন নামের কোম্পানিও৷ প্রাথমিক বিলম্বের পর রবিবারই তাদের ‘সিগনাস' ক্যাপসুল আইএসএস-এর সঙ্গে যুক্ত হয়েছে৷ তার মধ্যে ছিল চকোলেট ও কিছু জামাকাপড়৷

এসবি/ডিজি (রয়টার্স, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ