1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

টুপির জন্য বিখ্যাত অঞ্চল

২৫ অক্টোবর ২০১৯

ফ্যাশন মানে শুধু জামাকাপড়, জুতো, গয়নাগাটি নয় – সঙ্গে মানানসই হ্যাট, ক্যাপ ও অন্য ধরনের টুপিও থাকা চাই৷ ইটালির এক অঞ্চল গোটা বিশ্বে ফ্যাশনদূরস্ত টুপির জন্য বিখ্যাত হয়ে উঠেছে৷

Italien | Thomas D, MTV Europe Music Awards 1998
ছবি: picture-alliance/dpa

ইটালির গ্রামাঞ্চলের নিখুঁত নিসর্গ৷ পাহাড়ের উপর মধ্যযুগীয় গ্রাম, প্রাচীর দিয়ে ঘেরা শহর, টাওয়ার, খোলা জায়গায় পিয়াৎসা বা বড় চত্বর৷ এখনো মার্কে অঞ্চলে বিশাল সংখ্যায় পর্যটকদের ঢল নামে নি৷

স্থানীয় মানুষ শুধু কৃষিকাজের উপর নির্ভর করে না৷ শস্য ও অলিভ বা জলপাই চাষের পাশাপাশি সেখানে টুপিও তৈরি হয়৷ মাত্র সাত কিলোমিটার এলাকা জুড়ে প্রায় ৬০টি টুপি উৎপাদন কেন্দ্র রয়েছে৷ সেই টুপি গোটা বিশ্বে রপ্তানি করা হয়৷ পশুর লোম বা খড় দিয়েও সেগুলি তৈরি হয়৷

ফেরুকিও ভেকি-র পরিবার বহুকাল ধরে টুপি তৈরির কাজ করছে৷ তিনি বলেন, ‘‘আমরা তিন প্রজন্ম ধরে হাতে করে হ্যাট বা টুপি তৈরি করছি৷ আমার দাদা, বাবা আর এখন আমি এই কাজ করছি৷ অর্থাৎ প্রায় দেড়শো বছর ধরে এই অসাধারণ পণ্যের জন্য আমরা নিজেদের উৎসর্গ করেছি৷'' 

এই টুপি প্রস্তুতকারী গ্রামগুলির মধ্যে অনেকগুলির কেন্দ্রস্থল সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে৷ মাসা ফ্যার্মানা গ্রামের ঐতিহাসিক তোরণ চতুর্দশ শতাব্দীতে তৈরি৷ ফেরুকিও ভেকির গ্রামে খড়ের টুপি দিয়েই জয়যাত্রা শুরু হয়েছিল৷ এই অঞ্চলে চিরকাল গমের ফলন ভালো ছিল৷ খেতে কাজ করার সময় মানুষ রোদ-বৃষ্টি থাকে বাঁচতে খড়ের টুপি তৈরি করতো৷

টুপির জন্য বিখ্যাত যে অঞ্চল

03:50

This browser does not support the video element.

হাতে করে টুপি তৈরি করতে অনেক সময় লাগে, নিপুণভাবে সেই কাজ করতে হয়৷ এমা রাস্কোনি তাঁর নাতনিদের সেই কাজ শেখান৷ তাঁর নিজের শৈশবে এই কাজ শেখা ছাড়া কোনো উপায় ছিল না৷ স্মৃতিচারণ করতে গিয়ে এমা বলেন, ‘‘ছোটবেলায় যখন স্কুল থেকে ফিরতাম, দুপুরের খাবার খেয়ে কিছুক্ষণ খেলার সময় পেতাম৷ তারপর বাবা-মা একগুচ্ছ খড় ধরিয়ে দিয়ে বলতেন, রাতের খাবারের আগে আমাকে সেটি দিয়ে বিনুনি বাঁধতে হবে৷ আমাকে সেই কাজ করতে হতো, কারণ সেটাই ছিল পরিবারের আয়ের একমাত্র উৎস৷''

মার্কো সর্বাটি তাঁর ভেস্পা স্কুটার চালিয়ে মন্টাপোনে শহর চষে বেড়াতে ভালবাসেন৷ তিনি নিসর্গ উপভোগ করেন৷ শহরের প্রান্তে তাঁর কারখানা গোটা অঞ্চলের সবচেয়ে বড়গুলির একটি৷ বছরে সেখানে প্রায় আড়াই লাখ হ্যাট ও ক্যাপ তৈরি হয়৷ তার প্রায় ৬০ শতাংশ জাপানে রপ্তানি করা হয়৷

অনেকেই জানেন না, যে ইটালির অনেক ফ্যাশন কোম্পানি রোম শহর থেকে প্রায় আড়াইশো কিলোমিটার উত্তর-পূর্বে মন্টাপনে শহরের আশাপাশের কারখানায় তাদের টুপি তৈরি করায়৷ টুপি প্রস্তুতকারী মার্কো সর্বাটি জানান, ‘‘প্রত্যেক কোম্পানি অবশ্যই তাদের ডিজাইন অনুযায়ী আমাদের টুপি তৈরি করতে বলে৷ তাতে এমব্রয়ডারি সেলাইয়ের কাজ, অ্যাডজাস্টেবল স্ট্র্যাপ বা অন্যান্য নানা বৈশিষ্ট্য থাকে৷ কখনো নানা ধরনের প্রিন্ট ও কাপড়ের মেলবন্ধন দেখা যায়৷''

মাথার টুপি খুলে ইটালির টুপি শিল্পকে অভিবাদন জানিয়ে বলতে হয় – ‘কাপেলো'!

কাডেরাইট/গেসনার/এসবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ