1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফ্যাশনের হাওয়ায় পাল তুলেছে ভারতও

২০ মে ২০১১

ভারতের স্বাধীনতার স্থপতি মহাত্মা গান্ধীর সাদাসিধে জীবনযাপন এখনও উদ্বুদ্ধ করে অনেক ভারতীয়কে৷ তবে অর্থনৈতিক প্রবৃদ্ধির হাওয়ায় সেই জীবন থেকে দূরে সরে আসছে ভারতীয়রা৷ জীবনধারায় আসছে পরিবর্তন৷

ছবি: AP

এশিয়ার অন্যান্য দেশের মতো ফ্যাশনে এগিয়ে চলছে ভারত৷ এই কথাটির সত্যতা খুঁজে পাওয়া যায়‘দ্য কাল্ট অফ দ্য লাক্সারি ব্র্যান্ড' নামের সমীক্ষায়৷ এশিয়ার দেশগুলোর বিত্তবানদের নিয়ে যারা এই সমীক্ষাটি চালিয়েছেন তাঁদের অন্যতম রাধা চন্দ্রা৷ সমীক্ষায় দেখা গেছে, ধনসম্পদ এবং কেনাকাটার ব্যাপারে ভারতীয়দের মধ্যে চোখে পড়ার মতো পরিবর্তন এসেছে৷ পশ্চিমা ফ্যাশনধারায় প্রভাবিত হচ্ছে এখানকার বিত্তবান মানুষরা৷ চন্দ্রা বলেন, ‘‘মুম্বই কিংবা রাজধানী নয়া দিল্লির সামাজিক কোনো অনুষ্ঠানে কোনো নারীর হাতে যদি ডিজাইনারদের তৈরি হাতব্যাগ না দেখা যায় তাহলে তাঁকে সাহসীই বলতে হবে৷'' মানে ডিজাইনারদের তৈরি এবং ব্র্যান্ডের জিনিসপত্র ব্যবহার করা ধনীদের জন্য এখন স্বাভাবিক বিষয়ে পরিণত হচ্ছে৷

ছবি: AP

অতীতে ফ্যাশনাবল জিনিসপত্রের খৌঁজে ফ্যাশন সচেতনদের ছুটতে হতো ফাইভ স্টার হোটেলগুলোর বুটিক হাউজে৷ কিন্তু এখন ভারতের যেকোনো শপিং মলেই এই ধরণের বুটিকের দেখা পাওয়া যায়৷ কেবল পোশাক-আশাকে নয়, আসবাবপত্র, গাড়ি সবকিছুতেই এখন ফ্যাশনের ছোঁয়া৷

নতুন দিল্লির আসবাবপত্র ডিজাইনার রাসেল গুজরাল বলেন, মানুষ এখন টাকা খরচ করতে আগের মতো সংযত নন৷ যদিও প্রধানমন্ত্রী মনমোহন সিং বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন অতিরিক্ত খরচ কমাতে এবং শুধুমাত্র দর্শনীয়, এমন পণ্য কেনা থেকে বিরত থাকতে৷

ছবি: AP

তবে ভারতের বিলিয়নার আজিম প্রেমজি বলেছেন, চীন, ইন্দোনেশিয়া এবং থাইল্যান্ডের ক্ষেত্রে একইরকম ব্যাপার ঘটছে৷ সেখানেও মানুষজন তাদের সম্পদ ভোগ করছেন৷ তিনি বলেন, আসলে আর্থিক সম্পদের প্রাচুর্য হলে প্রথম কয়েক বছর মানুষ দেখাতে চায় যে তারা অনেক বিত্তবান৷

ভারতে গাড়ি আমদানীকারক কোম্পানি শ্রেয়ানস গ্রুপের প্রধান আশিস করডিয়া৷ তিনি বললেন, ‘‘কিছু মানুষের কাছে টাকা-পয়সা সবসময়ই ছিল৷ কিন্তু এখন আর তারা অর্থের বিনিময়ে কিছু ভোগ করতে শঙ্কিত হননা৷''

আশিসের কথার প্রমাণ মেলে দেশটির সবচেয়ে ধনী ব্যক্তি মুকেশ আম্বানি'র উদাহরণ দেখলে৷ তিনি মুম্বই যে বহুতল ভবন নির্মাণ করছেন, তার ছাদে ৩টি হ্যালিপ্যাডের ব্যবস্থা রয়েছে৷ এরআগে তিনি তার স্ত্রীর জন্মদিনে উপহার হিসেবে দিয়েছিলেন ৬০ মিলিয়ন ইউরোর আস্ত একখানা এয়ারবাস বিমান৷

প্রতিবেদন: জান্নাতুল ফেরদৌস

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ