1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফ্রাংকফুর্ট বইমেলা

৯ অক্টোবর ২০১৩

নানা ধরনের নতুন স্টার্ট-আপ এবং পেনগুইন ব়্যান্ডম হাউস গোত্রীয় ‘মার্জার’ দিয়ে পুস্তক শিল্প অ্যামাজনের অগ্রগতি রোখার চেষ্টা করছে৷ যাঁরা বইয়ের আধেয় বস্তু নিয়ে চিন্তিত, আর যাঁরা বই বেচতে পারলেই খুশি, এ হলো তাঁদের লড়াই৷

Deutschland Brasilien auf der Frankfurter Buchmesse 2013 Impressionen vom Pavillion BRASILIEN bei der Frankfurter Buchmesse Foto DW/Jochen Kürten
ছবি: DW/J. Kürten

বিশ্বের বৃহত্তম বইমেলা ফ্রাংকফুর্ট বুক ফেয়ার শুরু হয়েছে৷ বইমেলার পরিচালক ইয়ুর্গেন বোস বলেছেন, ‘‘নতুন-পুরনো, ছাপানো বই আর ই-বুক, অ্যানালগ আর ডিজিটাল – এই সব পরিচিত বিভেদরেখা আর নয়৷ বিভেদরেখা এখন যাঁরা বইয়ের আধেয় নিয়ে ব্যস্ত, আর যাঁরা বই বেচতে চান, কিন্তু কি বা কি ধরনের বই, তা নিয়ে মাথা ঘামান না – এই দুই দলের মধ্যে৷''

বই ব্যবসায়ে যে নতুন স্টার্ট-আপগুলি জার্মানিতে এখন মাথা চাড়া দিচ্ছে, তারা ডিজিটাল বই তো বটেই, সেই সঙ্গে আধেয় আর বিক্রির মধ্যে একটা ভারসাম্য আনার চেষ্টা করছে৷ উদাহরণস্বরূপ ‘টলিনো'-র নাম করা যেতে পারে৷ এটি হলো বিভিন্ন বুকশপ চেইন, ডয়চে টেলিকম, এবং সেই সঙ্গে ‘ফ্লিপইনটু' নামধারী একটি অনলাইন পাঠক সম্প্রদায়ের একটি যৌথ প্রচেষ্টা৷ টলিনোতে বিভিন্ন বই সংক্রান্ত নানা ধরনের হদিশ এবং রেকমেন্ডেশন দেওয়া হয়ে থাকে৷ ‘স্পটিফাই' মিউজিকের ক্ষেত্রে যা করেছে, টলিনো বইয়ের ক্ষেত্রে তা করার আশা রাখে৷

ফ্রাংকফুর্ট বইমেলায় এবারের ‘থিম দেশ’ ব্রাজিলছবি: DW/J. Kürten

ডিজিটাল পাবলিশিং

ফ্রাংকফুর্ট বইমেলার মুখপাত্র কাটিয়া ব্যোয়নে মনে করেন, মোবাইল যোগাযোগের ক্ষেত্রে স্মার্টফোন যে বিপ্লব ঘটিয়েছে, প্রকাশনার ক্ষেত্রে ডিজিটাল পাবলিশিং ঠিক তাই করতে চলেছে৷ গোড়ায় শুধুমাত্র ডিজিটাল ফরম্যাটে বই বেচার প্রচেষ্টা থেকে শুরু করে আজ বই ও তার আধেয়কে ঘিরে এক পর্যায় পরিষেবা গড়ে উঠেছে যার মধ্যে সেল্ফ-পাবলিশিং বা আত্ম-প্রকাশনাও পড়ে৷ এছাড়া পাওয়া যাচ্ছে শিক্ষাক্ষেত্রে ব্যবহারের জন্য নানা থ্রি-ডি পণ্য যাতে ইন্টারঅ্যাক্টিভ গ্র্যাফিক্স-ও থাকে৷ নয়ত ইন্টারঅ্যাক্টিভ রিডিং থেকে শুরু করে ইন্টারনেট শপিং-এর নতুন পন্থা অবধি সব কিছু পাওয়া যাবে এই তালিকায়৷ মূল কথা হলো, ইন্টারনেটের মাধ্যমে বই বিতরণের নিত্যনতুন পন্থা উদ্ভাবনের প্রচেষ্টা চলেছে৷

বইমেলা প্রাঙ্গন আবারো সেজেছে ফ্রাংকফুর্টেছবি: DW/J. Kürten

বেস্টসেলারের খোঁজে

বই প্রকাশনার পরিবেশটাই বদলে গেছে, ইয়ুর্গেন বোস রিপোর্টারদের কাছে মন্তব্য করেন৷ তার সর্বাধুনিক উদাহরণ হলো ই এল জেমস-এর যৌনরসাত্মক বেস্টসেলার ‘‘ফিফটি শেডস অফ গ্রে'', যা ৫০টি ভাষায় অনুদিত হয়েছে এবং বিশ্বব্যাপী সাত কোটি কপি বিক্রি হয়েছে৷ সকলেই এখন এই ধরনের একটি বেস্টসেলার চায়, বলেছেন বোস৷ হয় পরবর্তী হ্যারি পটার, নয়ত পরবর্তী ‘‘ফিফটি শেডস অফ গ্রে'', নয়ত পরবর্তী ড্যান ব্রাউন৷

ফ্রাংকফুর্ট বইমেলায় প্রদর্শকের সংখ্যা এবার সাত হাজারের বেশি৷ বই ছাড়াও ফিল্ম, ভিডিও গেম এবং সংশ্লিষ্ট পণ্য এখন প্রথাগত পুস্তক ব্যবসায়ের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে যুক্ত৷ ব্রাজিল এবার অতিথি দেশ; সেখান থেকে আসছেন প্রায় ৯০ জন লেখক৷

এসি/ডিজি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ