1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফ্রাইব্যার্গ বিশ্ববিদ্যালয়ে গবেষণার রোমাঞ্চ

কর্নেলিয়া বরমান/এসবি৩০ অক্টোবর ২০১৫

জার্মানির স্যাক্সনি রাজ্যের শহর ফ্রাইব্যার্গ রুপোর শহর হিসেবে পরিচিত৷ সেখানকার বিশ্ববিদ্যালয় ছোট হলেও গবেষণার মান যথেষ্ট উঁচু৷ ইরান থেকে আসা এক গবেষক শহরটির সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছেন৷

EMBL Erforschung neuer Arten
ছবি: Anwar Ashraf

ফ্রাইব্যার্গ শহরে থাকতে ও কাজ করতে আমি খুবই স্বাচ্ছন্দ্য বোধ করি৷ কখনো সপ্তাহান্তেও কাজ করতে ইচ্ছা করে৷ তখন সাইকেলে করে ইনস্টিটিউটে চলে যাই৷ আমার নাম জাভাদ মোলা, বয়স ৩৪৷ আমি ইরান থেকে এসেছি৷ আমি ‘ফিজিকাল মেটালার্জি' বিশেষজ্ঞ৷ আমি ফ্রাইব্যার্গ বিশ্ববিদ্যালয়ের লৌহ ও ইস্পাত গবেষণা ইনস্টিটিউটে কাজ করি৷

গোটা বিশ্বে সবচেয়ে ব্যবহৃত উপাদানের মধ্যে কংক্রিটের পরেই ইস্পাতের স্থান৷ তবে ইস্পাতের নানা প্রয়োগ রয়েছে৷ এটা একটা পুরনো বিষয়৷ অনেকে বছরের পর বছর ধরে ইস্পাত নিয়ে পড়াশোনা করেন৷ তখন আমি বুঝতে পারলাম, যে একেবারে নতুন ধরনের ইস্পাতও রয়েছে৷ একটু রদবদল ঘটিয়ে, মাইক্রো স্ট্রাকচারে পরিবর্তন এনে গুণাগুণ বাড়িয়ে তোলা সম্ভব৷

আমার বর্তমান কাজ স্টেনলেস স্টিল নিয়ে৷ এতে মরচে পড়ার সম্ভাবনা কম৷ সাধারণত চৌম্বক গুণাগুণহীন এই ইস্পাতের মধ্যে অনেক নিকেল থাকে৷ অ্যালয় হিসেবে নিকেল অত্যন্ত দামি৷ এর বদলে আরও সস্তার উপাদান কাজে লাগাতে চাই আমরা৷

এই বিশ্ববিদ্যালয় তেমন বড় না হলেও আমার মতে, এখানে গবেষণার মান খুবই ভালো৷ কারণ আমরা খুবই উচ্চ মানের যন্ত্রপাতি ব্যবহার করার সুযোগ পাই৷ তার একটা বড় অংশ ক্যাম্পাসেই রয়েছে৷

বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীদের সংখ্যা মাত্র ৪ হাজারের মতো৷ জার্মান গবেষণা ফাউন্ডেশনের অর্থ সাহায্যে দুটি রিসার্চ সেন্টারও রয়েছে৷ আমি একটি সাব-প্রজেক্টের যৌথ নেতৃত্ব দিচ্ছি৷ ইস্পাতের সঙ্গে সেরামিক্স মিলিয়ে কম্পোজিট মেটিরিয়াল তৈরি এই প্রকল্পের উদ্দেশ্য৷ এই মুহূর্তে বিষয়টি গবেষণার পর্যায়ে রয়েছে৷ তবে ভবিষ্যতে গাড়ি তৈরি সহ বিভিন্ন শিল্পে এর প্রয়োগ ঘটবে৷

প্রায় ২৫০ বছর পুরনো এমন এক ঐতিহ্যবাহী বিশ্ববিদ্যালয়ে থাকতে পেরে খুবই খুশি৷ এখানকার অনেক গবেষকই বিখ্যাত৷ যেমন আলেক্সান্ডার ফন হুমবোল্ট৷ তিনি ফ্রাইব্যার্গ-এ এসে কিছু লেকচার শুনেছিলেন৷

ফ্রাইব্যার্গ শহরের গবেষকরা রসায়নের মৌলিক তালিকার দুটি পদার্থ আবিষ্কার করেছিলেন৷ এগুলি হলো ইন্ডিয়াম ও জার্মেনিয়াম৷ ৮০০ বছরেরও বেশি সময় জুড়ে ফ্রাইব্যার্গ ও আশেপাশের এলাকায় ধাতুর খনি রয়েছে৷ অনেক রুপোর খনি থাকার ফলে শহরটিকে ‘সিলভার টাউন'-ও বলা হয়৷ শহরের পুরনো অংশে নানা ধরনের ধাতুর দারুণ এক রঙিন সংগ্রহ রয়েছে৷ তবে মনে রাখতে হবে, ধাতুর জন্য বিখ্যাত এক শহরকে ইস্পাত কেন্দ্রে পরিণত হতে অনেক সময় লেগেছে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ