1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফ্রাঙ্কফুর্টে সমাবেশ

জাহিদুল হক২৪ ফেব্রুয়ারি ২০১৩

শাহবাগের ঢেউ এসে লেগেছে জার্মানিতেও৷ বিভিন্ন শহরে অনুষ্ঠিত হচ্ছে সমাবেশ৷ সেখান থেকে যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হচ্ছে৷ শনিবার তেমনই একটি সমাবেশ হয়ে গেল ফ্রাঙ্কফুর্টে৷

ছবি: picture-alliance/AP

বাংলাদেশ হিউম্যান রাইটস কমিশন, জার্মানি ছিল এর আয়োজক৷

সংগঠনের কর্মকর্তা আমিনুর রহমান বলছেন, ফ্রাঙ্কফুর্টের সমাবেশ থেকে অবিলম্বে সকল যুদ্ধাপরাধীর বিচার সম্পন্ন করতে ও তাঁদের সকলের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে সরকারের প্রতি দাবি জানানো হয়েছে বলে জানান তিনি৷

ফ্রাঙ্কফুর্টের বাঙালিরা যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি চান

This browser does not support the audio element.

রহমান বলেন, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর একটি বিশেষ রাজনৈতিক দলের সহায়তায় জামায়াতের মতো দলগুলো রাজনীতিতে নিজেদের স্থান পাকা করে নিতে পেরেছে৷ তাই যুদ্ধাপরাধীদের পাশাপাশি ঐসমস্ত দলেরও বিচারের দাবি জানানো হয়েছে সমাবেশ থেকে৷

এছাড়া ধর্মভিত্তিক রাজনীতি বন্ধেরও দাবি জানিয়েছেন ফ্রাঙ্কফুর্টের সমাবেশে অংশগ্রহণকারীরা৷ রহমান বলেন, বাংলাদেশে প্রায় ১৫ ভাগ লোক অন্য ধর্মের অনুসারী৷ বিশ্বের বিভিন্ন দেশের ইতিহাসে দেখা গেছে, ধর্মভিত্তিক দলগুলো অন্য ধর্মের সহাবস্থানকে সহজভাবে মেনে নেয়না৷ তাই শাহবাগের প্রজন্ম চত্বর থেকে ধর্মভিত্তিক রাজনীতি বন্ধের যে দাবি জানানো হয়েছে তার সঙ্গে একমত পোষণ করেন রহমান৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ