ফ্রাঙ্কফুর্টে ইন্টারন্যাশনাল অটোমোবাইল শো
১৩ সেপ্টেম্বর ২০১১ফ্রাঙ্কফুর্টের এই মেলায় প্রায় এক হাজার গাড়ির প্রদর্শক তাদের গাড়ি নিয়ে হাজির হবেন বলে আশা করছেন আয়োজকরা৷ ৩২টি দেশ থেকে এসব প্রদর্শক আসবেন৷ ৬৪টি নতুন মডেলের গাড়ি প্রদর্শিত হবে ফ্রাঙ্কফুর্টের এই আন্তর্জাতিক মোটরগাড়ির মেলায়৷
প্রদর্শকরা শেষবারের মত গাড়ি পরিস্কার করে চকচক করছেন৷ ভিতরে ভিতরে সবাই বেশ উত্তেজিত কারণ অর্থনৈতিক মন্দার এই সময় কে গাড়ি কিনবে বা কার কাছে এই মুহূর্তে নতুন গাড়ির মডেল আকর্ষণীয় মনে হবে তা এক প্রশ্ন বৈকি!
জার্মানির ভিডিএ অটোমোটিভ ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মাথ্যিয়াস ভিসমান আত্মবিশ্বাসের সঙ্গে জানান, যদিও বিশ্বের প্রতিটি দেশে অর্থনৈতিক মন্দার প্রভাব পড়েছে তারপরেও গাড়ি তৈরির কারখানাগুলোয় এই মন্দা তেমনভাবে আঘাত হানতে সক্ষম হয়নি৷ যদিও বছরের প্রথম ছয় মাসে গাড়ি বিক্রি কিছুটা শ্লথ ছিল তারপরেও আমরা আশা করছি বছর শেষে ভিন্ন এবং কাংখিত চিত্র আমরা দেখতে পাবো৷
জার্মান গাড়ি তৈরির কোম্পানিগুলো আশা করছে, এ বছর গাড়ি বিক্রি প্রায় ৬ শতাংশ বৃদ্ধি পাবে৷ অটোমোবাইল মার্কেটের চাহিদা এখনো বাজারে রয়েছে সে বিষয়ে তারা আশাবাদী৷
এ বছরের প্রথম আট মাসে জার্মানি প্রায় তিন মিলিয়ন গাড়ি রপ্তানি করেছে৷ আগের বছরের তুলনায় তা প্রায় ৮ শতাংশ বেড়েছে৷ জার্মানির জন্য এটা এক নতুন রেকর্ড৷ রপ্তানি করা গাড়ির এক তৃতীয়াংশ গেছে ইউরোপীয় ইউনিয়নের সদস্যদেশগুলোর কাছে৷ ৩০ শতাংশ ইউরোপের অন্যান্য দেশগুলোতে, ১৫ শতাংশ অ্যামেরিকায় এবং ১১ শতাংশ চীনে৷
শুধু আগস্ট মাসেই জার্মানিতে নতুন গাড়ির রেজিস্ট্রেশন করা হয়েছে আড়াই লাখের কাছাকাছি৷ আশা করা হচ্ছে বছর শেষে নতুন গাড়ি বিক্রির সংখ্যা তিন মিলয়ন ছাড়িয়ে যাবে৷
আউডি, ওপেল, বিএমডাব্লিউ, পর্শে এবং ডাইমলার তাদের নতুন মডেল নিয়ে এই মেলায় আসছে৷ এছাড়া ব্রিটিশ গাড়ি রোল্স রয়েসও হাজির হবে তাদের নতুন মডেল নিয়ে৷
তবে এবারের এই মেলায় সবার দৃষ্টি কাড়বে বিদ্যুৎ চালিত মোটরগাড়ি, যা হবে পুরোপুরি পরিবেশ বান্ধব৷
প্রতিবেদন: মারিনা জোয়ারদার
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক