1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলা বর্ষবরণ

৬ মে ২০১২

জার্মানির ফ্রাঙ্কফুর্ট শহরে হয়ে গেল দেশ সাংস্কৃতিক গোষ্ঠীর আয়োজনে বাংলা নববর্ষ উৎসব বৈশাখী আড্ডা৷ এই আড্ডায় হাজির হয়ে এক ডালি সুন্দর সুন্দর গান শুনিয়েছেন বাংলাদেশের ক্লোজআপ ওয়ান তারকা খ্যাত জনপ্রিয় শিল্পী মুহিন৷

People watch a puppet show as they celebrate Pohela Boishakh, the first day of Bengali new year in Dhaka April 14, 2012. REUTERS/Andrew Biraj (BANGLADESH)
ছবি: Reuters

বৈশাখী আড্ডার এক ফাঁকে ডয়চে ভেলের সাথে আলাপচারিতায় যোগ দেন মুহিন৷ ফ্রাঙ্কফুর্টে প্রবাসী বাংলাদেশিদের নববর্ষ উৎসবে এসে কেমন লাগছে - এমন প্রশ্নের উত্তরে মুহিন বলেন, ‘‘বিদেশে অনুষ্ঠান করা যদিও এটিই প্রথম নয়, তবুও প্রবাসী বাংলাদেশিরা যেভাবে আগ্রহের সাথে সব ধরণের গান শোনেন, সেটার আলাদা একটা আনন্দ বা মজা আছে৷ তাঁরা এখনও এই বাংলা গানগুলো ভুলে যাননি, এই গানগুলো গেয়ে শোনানোর জন্য তাঁরা আমাদের আমন্ত্রণ জানান- এটা আশার একটা বিষয়৷''

মুহিন নামেই সবার কাছে সমধিক পরিচিত হলেও তাঁর পুরো নাম কে এম আব্দুল্লাহ আল মুর্তজা মুহিন৷ তাঁর সাম্প্রতিক সময়ের কাজ সম্পর্কে মুহিন জানান, ‘‘সম্প্রতি ‘ঘুম আসে না' নামে আমার একটি অ্যালবাম বের হয়েছে৷ এটি আমার তৃতীয় একক অ্যালবাম৷ এটিতেই একটি গান রয়েছে - যেটি প্রথম আমি নিজে সুর করেছি৷ আমি সাধারণত রোমান্টিক গান করি৷ এটির গানগুলোও রোমান্টিক৷ এর আগে আমার প্রথম একক অ্যালবাম বের হয় ২০০৮ সালে৷ সেটির নাম ছিল ‘তোমার জন্য'৷ দ্বিতীয়টি বের হয়েছে ২০১০ সালে৷ সেটির নাম ‘গোপন কথা'৷ এর মধ্যে বেশ কিছু মিক্সড অ্যালবাম বের হয়েছে৷ বিশেষ করে আমি উল্লেখ করতে চাই, বাংলাদেশের একজন গুণী শিল্পী আসিফ আকবর ভাইয়ের সাথে করা আমার দ্বৈত অ্যালবামটির কথা৷ সেটির নাম ‘কতোটা রাত একা'৷ এছাড়া আরো বেশ কিছু মিক্সড অ্যালবাম বাজারে এসেছে৷ আর পরবর্তী অ্যালবামের জন্য কাজ চলছে৷ আশা করি আগামী ঈদে আরেকটি নতুন অ্যালবাম উপহার দিতে পারবো৷''

ফ্রাঙ্কফুর্টে মুহিন, ফাহমিদা নবী, আফজাল হোসেন ও গোলাম মর্তুজার সাথে প্রবাসী বাংলাদেশিরাছবি: Mamun

নিজের শিক্ষা জীবন সম্পর্কে মুহিন বলেন, ‘‘বাবার চাকুরির সুবাদে বিভিন্ন শহরে কেটেছে স্কুল জীবন৷ তাই আমার স্কুল ও কলেজ জীবনের বন্ধু-বান্ধবের সংখ্যা প্রচুর৷ তবে রাজশাহীতেই বেশি সময় কেটেছে৷ আর কলেজ জীবন কেটেছে রাজশাহী নিউ গভর্মেন্ট ডিগ্রি কলেজে৷ এরপর এমবিএ করেছি ফিন্যান্স বিষয়ে ২০০৭ সালে৷''

গানের জগতে নিজের প্রথম পদচারণা সম্পর্কে তিনি বলেন, ‘‘২০০৫ সালে প্রথম ক্লোজআপ ওয়ান গানের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান হয়৷ সেখানে আমি অংশগ্রহণ করি৷ তবে সেবছর ভাগ্য হয়তো সুপ্রসন্ন ছিল না৷ পরের বছর অর্থাৎ ২০০৬ সালে আবারও একই আসরে অংশ নিই৷ সেবারই আসে কাঙ্খিত সাফল্য৷ তবে ছোটবেলা থেকে মানে চার বছর বয়স থেকেই গান করতাম৷''

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: রিয়াজুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ