সাংস্কৃতিক বৈচিত্র্য সমুন্নত রাখার আহ্বান
১১ অক্টোবর ২০১৭ফরাসি সংস্কৃতির প্রভাব ছাড়া জার্মান এবং জার্মান সংস্কৃতি ছাড়া ফ্রান্স কতটা দৈন্য তা মনে করিয়ে দিয়ে জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল মঙ্গলবার তাঁর স্বাগতিক ভাষণে বলেন, ‘‘লেখকরাই জন্ম দিতে পারেন ভাবনার, হতে পারেন যোগসূত্র স্থাপনকারী৷'' ইউরোপের জন্যই ফরাসি-জার্মান যোগাযোগের গুরুত্ব তুলে ধরে ম্যার্কেল সাহিত্যের মাধ্যমে সংহতি ও বন্ধুত্বের উপর জোর দেন৷ ব্রেক্সিট বা চরম ডানপন্থিদের উত্থানের বিপরীতে বইমেলায় আসা প্রত্যেক লেখক ইউরোপের ঐক্যকে শক্তিশালী করছে, মন্তব্য করেন ম্যার্কেল৷
এর আগে ফ্রাঙ্কফুর্ট বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে ফ্রান্সের প্রেসিডেন্ট মাক্রোঁ বলেন, অন্য ভাষার মোকাবেলা করার মধ্য দিয়েই স্থায়ী হয় ভাষার নিজস্ব অস্তিত্ব৷ ইউরোপে মাথাচাড়া দিয়ে ওঠা জাতীয়তাবাদের বিরোধিতা করে মাক্রোঁ বলেন, ‘‘আমরা আমাদের সাহিত্যের জন্য, আমাদের সংস্কৃতির জন্য লড়াই করেছি৷ সংস্কৃতি ছাড়া ইউরোপের অস্তিত্বই নেই৷ বই এ ক্ষেত্রে সবচেয়ে কার্যকর হাতিয়ার৷'' এসময় তিনি ভাষা ও সংস্কৃতিতে তরুণদের অবাধ বিচরণের উপর গুরুত্ব আরোপ করেন৷
মুদ্রিত অক্ষরের উপর গুরুত্ব দিয়ে প্রায় ৬০০ বছর আগে মাইনৎস-এর উদ্ভাবিত গুটেনবার্গ মুদ্রনযন্ত্রের প্রতিলিপি সহ মানবাধিকারের সার্বজনীন ঘোষণার ছাপানো প্রথম পাতা মেলায় তুলে ধরেন মাক্রোঁ এবং ম্যার্কেল৷
বৈচিত্র্যময় সাহিত্য আসর
সারা বিশ্বের সাত হাজারের বেশি প্রকাশক আর প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিচ্ছে এবারের ফ্রাঙ্কফুর্ট বই মেলায়৷ জার্মান সংস্কৃতি বিষয়ক মন্ত্রী মনিকা গ্র্যুটের্স বলেন, এ বইমেলা সংস্কৃতি ও সাহিত্যের শক্তি দিয়ে নানা ক্ষেত্রে ইউরোপের ডানপন্থি প্রবণতাকে রুখে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে৷
ভয়ভীতি ও ঘৃণার ক্রমবিস্তারকে মোকাবেলা করে বই ছাপাতে প্রকাশনা সংস্থাগুলোর প্রতি আহ্বান জানান বইমেলার পরিচালক ইয়োর্গেন বোস৷
এবারের বইমেলা কর্তৃপক্ষ তুরস্কে মতপ্রকাশের স্বাধীনতার উদ্বেগজনক পরিস্থিতি তুলে ধরার পরিকল্পনা নিয়েছে৷ রাজনৈতিক মতবিরোধের জের ধরে বেশ কয়েকজন জার্মান নাগরিক তুরস্কে আটক রয়েছেন৷
তুরস্কের বিরোধী দল সমর্থক পত্রিকা কামহুরিয়েতের সাবেক সম্পাদক ক্যান ডুনডার তাঁর জেল জীবন নিয়ে অভিজ্ঞতা তুলে ধরবেন৷ অন্যদিকে তুরস্কে কারাবন্দি জার্মান সাংবাদিক ডেনিস ইউচেলের সমর্থকরা তার মুক্তির দাবিতে সমাবেশ করবেন৷
এবার অস্ট্রিয়ার লেখক রবার্ট মেনেসা তার উপন্যাস ‘ডি হপ্টস্টাড' বা ক্যাপিটেল সিটি লিখে এবার জার্মান সাহিত্য পুরস্কার পেয়েছেন৷ জার্মান ভাষায় সাহিত্যকর্মের জন্য জার্মানির প্রকাশকরা ২০০৫ সাল থেকে জার্মান সাহিত্যের ম্যান বুকার পুরস্কার খ্যাত এ পুরস্কারটি চালু করেন৷ মেলা কর্তৃপক্ষ বলছে, আগামী ১৫ই অক্টোবর পর্যন্ত এই মেলায় প্রায় দুই লাখ সত্তর হাজার দর্শনার্থীর সমাগম হতে পারে৷
আরএন/এসিবি (এএফপি, ডিপিএ)