1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফ্রাঙ্কফুর্ট মেলায় ইলেকট্রিক গাড়ির ভিড়

১৪ সেপ্টেম্বর ২০১১

গাড়ির ভবিষ্যত বাজার সম্পর্কে একটা ইঙ্গিত সবসময়ই পাওয়া যায় ফ্রাঙ্কফুর্ট’এর মোটরগাড়ি প্রদর্শনীতে৷ মঙ্গলবার সেই মেলায় দেখা গেল, ইলেকট্রিক গাড়ির ভিড়৷ আশা করা হচ্ছে, অদূর ভবিষ্যতে শহরাঞ্চল ছেয়ে যাবে এমনই সব গাড়িতে৷

ইলেকট্রিক গাড়িছবি: AP

শহরবাসীদের জন্য গতিময় জীবন খুবই গুরুত্বপূর্ণ৷ আমরা যতই আধুনিক হচ্ছি, জীবনের গতিও যেন ততই বাড়ছে৷ এই গতিময় জীবনকে স্বাচ্ছন্দে রাখতে গাড়ি এক অন্যতম উপাদান৷

কিন্তু পরিবেশের কথাও মাথায় রাখতে হবে৷ পরিবেশ দূষণ রোধে ভবিষ্যতে শহরাঞ্চলের গাড়ির ওপর আরো কঠোর নিয়মনীতি আরোপ হতে পারে৷ অন্যদিকে মহাসড়কগুলোতেও গাড়ির ভিড় বাড়ছে, একইসঙ্গে বাড়ছে দূষণ৷ ফলে, গাড়ি নির্মাতাদের লক্ষ্য এখন আরো বেশি পরিবেশবান্ধব গাড়ি তৈরি করা৷

বর্তমানে জার্মানিতে নিবন্ধিত গাড়ির সংখ্যা ৪২.৩ মিলিয়ন৷ এরমধ্যে ইলেকট্রোমোবিল গাড়ির সংখ্যা মাত্র ২,৩০০ টি৷ এই পরিস্থিতির পরিবর্তন ঘটাতে জার্মানির নামি গাড়ি নির্মাতারা বিশেষ করে ডাইমলার, বিএমডব্লিউ এবং ফক্সওয়াগন ব্যাপক বিনিয়োগ শুরু করেছে৷

বিএমডব্লিউ’র ইলেকট্রিক কার ‘আইথ্রি'ছবি: BMW AG

ফ্রাঙ্কফুর্টের মেলায় অবশ্য বিএমডব্লিউ'র ইলেকট্রিক কার ‘আইথ্রি' বেশ হৈচৈ ফেলেছে৷ ২০১৩ সালের মধ্যে উৎপাদন শুরু হবে এই গাড়ির৷ নগরজীবনের ব্যস্ততার সঙ্গে মানানসই ডিজাইনের এই গাড়িতে অনায়াসে চারজন বসতে পারবেন৷ এটি ওজনে হালকা হলেও মজবুত বলেই দাবি নির্মাতাদের৷

‘আইথ্রি'-র দাম অবশ্য একটু চড়া৷ ধারণা করা হচ্ছে, শুরুতে এটির বিক্রয় মূল্য হবে চল্লিশ হাজার ইউরো৷ অপরদিকে প্রতিপক্ষ ডাইমলার-এর পরিবেশবান্ধব স্মার্ট মিনিকার-এর মূল্য বেশ কম৷ মাত্র ষোল হাজার ইউরোতেই পাওয়া যাবে এই গাড়ি৷

অবশ্য সাম্প্রতিক এক জরিপ জানাচ্ছে, দাম বেশি হলেও ইলেকট্রিক কার কেনার পক্ষে জার্মানরা৷ জরিপ অনুযায়ী, ৬৯ শতাংশ জার্মান ইলেকট্রিক কার কেনার দলে আছেন৷ গাড়ি বিশেষজ্ঞরা আবার এই জরিপের ওপর পুরোপুরি ভরসা করছেন না৷ তাদের মতে, প্রযুক্তি এবং দাম - দুটো সঠিক অবস্থানে না পৌঁছনো অবধি অনেক চালকই ইলেকট্রিক কার-এর প্রতি আগ্রহী হবেন না৷

উল্লেখ্য, বিশ্বের অন্যতম বৃহৎ গাড়ি মেলা ফ্রাঙ্কফুর্ট কার শো৷ চলতি বছরে এই মেলা শুরু হয়েছে গত ১৩ সেপ্টেম্বর৷ মেলার প্রথম দু'দিন বরাদ্দ ছিল সাংবাদিকদের জন্য৷ এটি চলবে আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ