1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফ্রান্সজুড়ে শিক্ষক-হত্যার প্রতিবাদ

১৯ অক্টোবর ২০২০

ক্লাসে মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) -এর কার্টুন দেখানোর জন্য হত্যা করা হয়েছে শিক্ষককে। ফ্রান্সে তার সমর্থনে রাস্তায় নামলেন হাজারো মানুষ।

ছবি: Michel Euler/AP/picture-alliance

রোববার প্যারিস, লিয়ঁ, মার্সেই সহ বহু শহরেই প্রতিবাদকারীদের ঢল দেখল ফ্রান্স। প্য়ারিসের রাস্তায় গত শুক্রবার ইতিহাসের শিক্ষক স্যামুয়েল প্যাটিকে 'আল্লাহু আকবর' বলে হত্যা করেছিল এক তরুণ। কারণ, ওই শিক্ষক ক্লাসে মহানবীর কার্টুন দেখিয়ে মতপ্রকাশের স্বাধীনতার ব্যাখ্যা দিয়েছিলেন। তারপরই ফ্রান্সজুড়ে শুরু হয়েছে প্রতিবাদ।

প্যারিসের কেন্দ্রস্থলে সমবেত হয়েছিলেন কয়েক হাজার প্রতিবাদকারী। তার মধ্যে রাজনৈতিক নেতা, সংগঠন ও শিক্ষক ইউনিয়নের সদস্য থেকে সাধারণ মানুষ সকলেই ছিলেন। প্রধানমন্ত্রীও টুইট করে বলেছেন, ‘‘এই ভাবে আপনারা আমাদের ভয় দেখাতে পারবেন না। আমরা ভীত নই। এই ভাবে আমাদের মধ্যে বিভেদ তৈরি করতে পারবেন না। আমরাই হলাম ফ্রান্স।’’

শুক্রবার শিক্ষককে হত্যা করা হয়েছিল। শনিবার শয়ে শয়ে লোক সেই স্কুলে গিয়ে সাদা গোলাপ রেখে আসেন। রোববার বিক্ষোভের ডাক দিয়েছিল ব্যাঙ্গচিত্রের জন্য প্রসিদ্ধ পত্রিকা শার্লি এব্দো, এসওএস রেসিসিম নামে একটি সংস্থা ও শিক্ষকদের ইউনিয়ন। ফ্রান্সের শিক্ষামন্ত্রী একটি টিভি চ্যানেলকে জানিয়েছেন, ‘‘আমরা যে এক হয়ে এর প্রতিবাদ করছি, সেটা দেখানো খুবই জরুরি। তাই সকলেই শিক্ষকের সমর্থনে এগিয়ে আসুন।’’

পুলিশ এখনো পর্যন্ত ১১ জনকে গ্রেপ্তার করেছে। তার মধ্যে অভিযুক্তের পরিবারের চার জন সদস্যও আছেন। গত মার্চেই তাঁদের শরণার্থী হিসাবে ১০ বছরের জন্য ফ্রান্সে থাকার অনুমতি দেয়া হয়েছিল। সরকারি আইনজীবী জানিয়েছেন, অভিযুক্তের মোবাইলে শিক্ষকের ছবি পাওয়া গেছে।

জিএইচ/এসজি(এপি, এএফপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ