1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশিদের বিতাড়িত করলো সিংগাপুর

২৪ নভেম্বর ২০২০

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত পোস্টের মাধ্যমে সহিংসতা উস্কে দেয়া ও সাম্প্রদায়িক অশান্তি সৃষ্টির দায়ে ১৫ বাংলাদেশিকে সিংগাপুর থেকে বিতাড়িত করেছে দেশটির সরকার৷

ফাইল ফটোছবি: Suvra Kanti Das/Zumapress/picture alliance

সাম্প্রতিক সপ্তাহগুলোতে কয়েকটি সন্ত্রাসী হামলার ঘটনা ঘটায় ইউরোপের দেশ ফ্রান্সে এখন ‘হাই এলার্ট' জারি রয়েছে৷ এসব হামলার মধ্যে একটি ঘটনায় একজন শিক্ষককে শিরশ্ছেদ করা হয়েছিল, যিনি তার শিক্ষার্থীদের ইসলামের মহানবী মোহাম্মদকে নিয়ে আঁকা কার্টুন দেখিয়েছিলেন৷ এছাড়া নিসে একটি চার্চে প্রাণঘাতি হামলাও চালানো হয়৷ 

শিক্ষকের উপর হামলার ঘটনার পর ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ কার্টুন প্রকাশকে মানুষের অধিকার হিসেবে বর্ণনা করেন এবং এই অধিকার রক্ষা করা হবে বলে জানান৷ মুসলমান প্রধান কয়েকটি দেশে মাক্রোঁর এই বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়

বাংলাদেশে মাক্রোঁর বক্তব্যের প্রতিবাদে রাস্তায় বিক্ষোভ, সমাবেশ করেছেন কয়েক হাজার মানুষ৷ প্রতিবাদকারীরা ম্যাক্রোঁর কুশপুত্তলিকাও দাহ করেন৷

বাংলাদেশিদের বিতাড়িত করার বিষয়ে সিঙ্গাপুরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গত সেপ্টেম্বর থেকেই এই বিষয়ে নজর রাখছিল দেশটির নিরাপত্তা সংস্থাগুলো এবং তাদের তদন্তের ভিত্তিতে বাংলাদেশিদের বিতাড়িত করা হয়েছে৷

‘‘যে বাংলাদেশিদের বিতাড়িত করা হয়েছে তাদের অধিকাংশই নির্মাণ শ্রমিক ছিলেন এবং ফ্রান্সে হামলার ঘটনার পর তাদের ফেসবুক পোস্টগুলো সহিংসতা উস্কে দিয়েছে বা সাম্প্রদায়িক অস্থিরতা সৃষ্টি করেছে,'' জানিয়েছে মন্ত্রণালয়৷

তবে, সেসব ফেসবুক পোস্টের বিস্তারিত প্রকাশ করেনি সিংগাপুর কর্তৃপক্ষ৷

উল্লেখ্য, সিংগাপুরের বাসিন্দাদের অধিকাংশই নৃতাত্ত্বিকভাবে চীনা বংশোদ্ভূত হলেও সেখানে অনেক মুসলমানও বসবাস করেন৷ দেশটিতে তিন লাখের মতো স্বল্প বেতনের অভিবাসী শ্রমিক রয়েছেন, যাদের অধিকাংশই দক্ষিণ এশীয়৷

এআই/কেএম (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ