1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফ্রান্সিসের পর কে হবেন পরবর্তী পোপ?

২২ এপ্রিল ২০২৫

ভ্যাটিকানের সিস্টিন চ্যাপেলে নানান ধর্মীয় আচার মেনে অনুষ্ঠিত হয় কনক্লেভ। সেখান থেকে নির্বাচিত হন নতুন পোপ।

ভ্যাটিকানে পোপ ফ্রান্সিস
পোপ ফ্রান্সিসছবি: Evandro Inetti/ZUMA Wire/picture alliance

ফ্রান্সিসের মৃত্যুর পর বেছে নেওয়া হবে তার তার উত্তরসূরি। এশিয়া, আফ্রিকা, উত্তর অ্যামেরিকা এবং ইউরোপ থেকে আসা ধর্মযাজকদের মধ্যে থেকেই পরবর্তী পোপ নির্বাচনের সম্ভবনা বেশি।

ভ্যাটিকানের সিস্টিন চ্যাপেলে নানান ধর্মীয় আচার মেনে অনুষ্ঠিত হয় কনক্লেভ। সেখান থেকে নির্বাচিত হন নতুন পোপ।

কেবলমাত্র ৮০ বছরের নিচের কার্ডিনালরা এই কনক্লেভে ভোট দিতে পারবেন। প্রায় ১২০ জনের এই সভায় উপস্থিত থাকার কথা। 

দৌড়ে এগিয়ে আছেন যারা

কার্ডিনাল লুই অ্যান্টোনিও টাগলের বয়স ৬৭ বছর। তিনি ফিলিপিন্সের নাগরিক। ভ্যাটিকানের ইভাঞ্জেলাইসেশন প্রধান তিনি।

কার্ডিনাল লুই অ্যান্টোনিও টাগলেছবি: Alessia giuliani/Catholicpressphoto/IMAGO

টাগলে 'এশিয়ার ফ্রান্সিস' নামেও পরিচিত। ঠিক যেমন ফ্রান্সিস অ্যামেরিকা ভূখণ্ড থেকে উঠে আসা পোপ ছিলেন, নির্বাচিত হলে টাগলে হবেন এশিয়ার প্রথম পোপ। সামাজিক সুরক্ষায় গুরুত্ব দেওয়া এই ধর্মযাজকের পোপ হওয়ার দৌড়ে পাল্লা ভারি। তবে কারিতাস ইন্টারনাশিওনালিস নামের ক্যাথোলিক চ্যারিটি সংস্থার প্রধান থাকার সময় তার বিরুদ্ধে প্রাতিষ্ঠানিক 'বুলিং' এর অভিযোগ ওঠে। ২০২২-এ তাকে ওই পদ থেকে সরিয়ে দেওয়া হয়।

কার্ডিনাল পিয়েত্রো পারোলিনের বয়স ৭০। তিনি ইতালির মানুষ। ভ্যাটিকানের সেক্রেটারি অফ স্টেট ছিলেন।

কার্ডিনাল পিয়েত্রো পারোলিনছবি: Eric Vandeville/Abaca Press/IMAGO

২০১৩ থেকে ফ্রান্সিসের সেক্রেটারি অফ স্টেট থাকা এই কার্ডিনাল পোপ হওয়ার অন্যতম দাবিদার। এতদিন তিনি ছিলেন পোপের পরে ভ্যাটিকানের দ্বিতীয় উচ্চতম আসনে। চার্চের বিভিন্ন উপদলের মধ্যে তিনি সেতু হিসেবে কাজ করেছেন।  কম্যুনিস্ট-শাসিত চীনে বিশপ নির্বাচনে মত দেওয়ার কারণে রক্ষণশীলদের বিরাগভাজন হয়েছিলেন।

কার্ডিনাল পিটার টার্কসনের বয়স ৭৬। তিনি ঘানার নাগরিক। ভ্যাটিকানের কূটনৈতিক দূত।

কার্ডিনাল পিটার টার্কসনছবি: Alessia Giuliani/Catholicpressphoto/IMAGO

টার্কসন প্রথম আফ্রিকান পোপ হতে পারেন। ঘানায় ধর্মযাজকের কাজের সঙ্গে সঙ্গেই তিনি একজন কূটনৈতিক হিসেবে এবং ভ্যাটিকানের নেতৃত্ব হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। ফ্রান্সিস তার উপর দক্ষিণ সুদানে শান্তি প্রতিষ্ঠার দায়িত্ব দিয়েছিলেন।     

কার্ডিনাল মার্ক ওয়েলের বয়স ৭৯। ক্যানাডা থেকে এসেছেন। ভ্যাটিকান বিশপ অফিসের সাবেক প্রধান।

কার্ডিনাল মার্ক ওয়েলছবি: Eric Vandeville/Abaca Press/IMAGO

ওয়েলে দীর্ঘদিন ভ্যাটিকানে। তার অভিজ্ঞতা তাকে এই দৌড়ে সামনের সারিতে রাখবে। ধর্মতাত্ত্বিকভাবে রক্ষণশীল এবং একাধিক ভাষা জানার কারণে তিনি চার্চের রক্ষণশীল পরিসরে জনপ্রিয়।

কার্ডিনাল ফ্রিডোলিন আম্বোগো বেসুঙ্গোর বয়স ৬৫। তিনি কঙ্গোর মানুষ। কিনশাসার আর্চবিশপ।

কার্ডিনাল ফ্রিডোলিন আম্বোগো বেসুঙ্গোছবি: Eric Vandeville/picture alliance/abaca

ধর্মযাজক মহলে তিনি আফ্রিকার উঠতি তারকা। রক্ষণশীল পাঠের সঙ্গে সামাজিক সুরক্ষাকে মেলান তিনি। আফ্রিকায় ক্রমবর্ধমান চার্চের ভিড়ে তিনি সামনের সারির মুখ। একই সঙ্গে সমকামী যুগলদের আশির্বাদ না করার পক্ষে সুর চড়িয়ে সারা পৃথিবীর নজর কেড়েছিলেন।

মাট্টেয় জুপ্পির বয়স ৬৯। তিনিও ইতালির বাসিন্দা। বোলোনার আর্চবিশপ।

মাট্টেয় জুপ্পিছবি: Alessia Giuliani/Catholicpressphoto/IMAGO

ফ্রান্সিসের সঙ্গে জুপ্পির আদর্শগত মিল আছে। তার সরল জীবন, গরিব এবং অভিবাসীদের নিয়ে কাজ করার জন্য তাকে 'স্ট্রিট প্রিস্ট বা পথের ধর্মযাজক' বলা হয়। 

জ্যঁ-মার্ক আভেলাইনের বয়স ৬৬। তিনি ফ্রান্সের মানুষ। মার্সেইয়ের আর্চবিশপ।

জ্যঁ-মার্ক আভেলাইনছবি: Denis Thaust/ZUMAPRESS/SOPA/picture alliance

অভিবাসন এবং মুসলিম সম্প্রদায়ের সঙ্গে সম্পর্ক রক্ষার ক্ষেত্রে ফ্রান্সিসের সঙ্গে আভেলাইনে সমমনোভাবাপন্ন ছিলেন। নির্বাচিত হলে চতুর্দশ শতাব্দীর পর প্রথম ফরাসী পোপ নির্বাচিত হবেন। 

কার্ডিনাল পিটার এর্ডোর বয়স ৭২। এস্টেরগম-বুদাপেস্টের আর্চবিশপ।

কার্ডিনাল পিটার এর্ডোছবি: Eric Vandeville/Abaca Press/IMAGO

এর্ডো ২০১৩-তেও পোপ পদপ্রার্থী ছিলেন। রক্ষণশীল হিসেবে পরিচিত হলেও ফ্রান্সিসের উদার দুনিয়ার সেতু হিসেবে কাজ করেছেন।

এসসি/এসজি (রয়টার্স, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ